বাসের প্রতিমুহূর্তের আপডেট এবার হাতের মুঠোয়। রাজ্য সরকারের নতুন পদক্ষেপ সম্পর্কে জেনে নিন।

সাধারণ জনগণের সুবিধার্থে বাস নিয়ে এক বিশেষ পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। রাজ্য সরকারের এই বিশেষ পদক্ষেপের সুবিধার্থে এবার থেকে বাড়িতে বসেই মিলবে বাসের লাইভ লোকেশন। শুধু তাই নয়, রাজ্য সরকারের নয়া পদক্ষেপের ফলে আরও একাধিক সুবিধা পেতে চলেছেন রাজ্যের সাধারণ জনগণ। কিন্তু বাসের লাইভ লোকেশন জানতে আপনাকে কি কি করতে হবে তা জানতে পড়ে নিন আজকের এই প্রতিবেদনটি।

অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, বাড়ি থেকে বের হয়ে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা, কখনো বা রাস্তার ধারে কখনো বা বাসস্টপে বাসের জন্য অপেক্ষা করতে হয়। কিন্তু এবার থেকে এই সমস্যার সমাধান হাতের মুঠোয় এনে দিল পশ্চিমবঙ্গ সরকারের পরিবহণ দপ্তর। রাজ্যজুড়ে বাস সংক্রান্ত সমস্যা দূরীকরণের জন্য পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফে লঞ্চ করা হতে চলেছে এক নতুন অ্যাপ Where is my Bus।

অ্যাপটির মাধ্যম কি কি তথ্য জানা যাবে?
রাজ্য সরকারের তরফে কার্যকরী এই অ্যাপটির মাধ্যমে রাজ্যব্যাপী চলতে থাকা বাসগুলির রুট সংক্রান্ত যাবতীয় তথ্য জানা যাবে। তবে এক্ষেত্রে যে শুধুমাত্র সরকারি বাসের রুট এবং স্ট্যাটাস জানা যাবে তা নয়, বেসরকারি এবং মিনিবাস -এর আপডেটও মিলবে এই অ্যাপে। এছাড়াও Where is my Bus অ্যাপটির মাধ্যমে একটি রুটের কোনো একটি বাস বর্তমানে কোথায় অবস্থান করছে, কখন কোথায় পৌঁছাবে তার নির্দিষ্ট সময় সহ যাবতীয় তথ্য পাওয়া যাবে। শুধু তাই নয়, এবার থেকে বাসস্টপে বসানো ডিজিটাল ডিসপ্লে বোর্ডেও বাসের সময়সূচি দেখতে পাবেন সাধারণ জনগণ।

আরও খবর পড়ুন:- আপনার ফোনে আসা মেসেজটি স্ক্যাম ম্যাসেজ নয়তো? জেনে নিন স্ক্যাম মেসেজ চেনার পদ্ধতি।

কিভাবে পাওয়া যাবে বাস সংক্রান্ত সমস্ত তথ্য?
পরিবহণ দপ্তরের তরফে প্রকাশিত তথ্য অনুসারে, বাস চালানো শুরু করবার পূর্বে ড্রাইভারের কাছে থাকা স্মার্টফোনে একটি বিশেষ কিউআর কোড স্ক্যান করতে হবে। এই কিউআর কোড স্ক্যান করলেই ওই বাসের সমস্ত তথ্য চলে যাবে পরিবহণ দফতরের অধীনে থাকা তথ্যপ্রযুক্তি বিভাগের কর্মীদের কাছে এবং তাদের মারফত এই তথ্য পৌঁছে যাবে সাধারণ জনগণের ফোনের স্ক্রিনে। শুধু তাই নয়, পরিবহণ দফতরের উদ্যোগে কলকাতা পুরসভা খুব দ্রুত শহরের নানা গুরুত্বপূর্ণ মোড়ে ডিজিটাল ডিসপ্লে বোর্ড বসাবে। কোন রুটের বাস কখন আসবে, কোন রুটে ক’টা পর্যন্ত বাস পাওয়া যাবে এছাড়াও নানাবিধ প্রয়োজনীয় তথ্য উল্লেখ থাকবে এই ডিজিটাল ডিসপ্লে বোর্ডগুলিতে।

স্মার্টফোন দেওয়া হবে বাস চালকদের:-
Where is my Bus অ্যাপটির মাধ্যমে বাসের প্রতিমুহূর্তের স্ট্যাটাস জানতে স্মার্টফোন খুবই প্রয়োজন, আর তাই বাস চালকদের হাতে স্মার্টফোন তুলে দিতে চলেছে রাজ্য সরকার, এমনটাই জানানো হয়েছে পরিবহণ দপ্তরের তরফে। শুধু তাই কিভাবে অ্যাপটি অপারেট করতে হবে তা সংক্রান্ত ট্রেনিংও চালু করা হবে খুব শীঘ্রই।

কিভাবে ডাউনলোড করা যাবে Where is my Bus অ্যাপটি?
রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যে, অ্যাপটি লঞ্চ করার জন্য জোরকদমে প্রস্তুতি নেওয়া হচ্ছে। বাস চালকদের প্রশিক্ষণ থেকে শুরু করে তাদের স্মার্টফোন দেওয়ার ব্যবস্থা এবং অ্যাপটির সমস্ত খুঁটিনাটি খতিয়ে দেখা হচ্ছে। খুব শীঘ্রই Play Store এ Where is my Bus অ্যাপটিকে লঞ্চ করা হবে এবং তারপর থেকেই সাধারণ জনগণের হাতের মুঠোয় পৌঁছে যাবে বাসের প্রতিমুহূর্তের আপডেট।

1 thought on “বাসের প্রতিমুহূর্তের আপডেট এবার হাতের মুঠোয়। রাজ্য সরকারের নতুন পদক্ষেপ সম্পর্কে জেনে নিন।”

Leave a Comment