সদ্যই পশ্চিমবঙ্গ জুড়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আর একেবারে প্রাথমিক স্তর থেকে শুরু করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হওয়া ছাত্র-ছাত্রীরা যাতে আগামীতে শিক্ষা ক্ষেত্রে এগিয়ে যেতে পারে তা নিশ্চিত করার জন্য পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিভিন্ন প্রকার স্কলারশিপ চালু করা হয়েছে। এই সমস্ত স্কলারশিপের আওতায় একটি শিক্ষাবর্ষে একজন ছাত্র বা ছাত্রীর পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় আর্থিক অনুদান প্রদান করা হয়ে থাকে। কিন্তু এক্ষেত্রে যে প্রশ্নটি থেকেই যায় তা হল, একজন শিক্ষার্থী একসাথে কতগুলি স্কলারশিপের আওতায় আবেদন জানাতে পারবেন?
আর এই প্রশ্নের উত্তরে বলতে হয় যে, অধিকাংশ স্কলারশিপের আওতায় আবেদনের ক্ষেত্রে যে সমস্ত শর্তাবলী উল্লেখ করা থাকে তাতে রাজ্য সরকার কিংবা কেন্দ্রীয় সরকারের তরফে বিশেষভাবে উল্লেখ করা থাকে যে, একজন শিক্ষার্থী একাধিক স্কলারশিপের আওতায় আবেদন জানাতে পারবেন না। উদাহরণ স্বরূপ বলা যায়, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে উল্লেখ্য বিভিন্ন শর্তাবলির মধ্যে বিশেষভাবে উল্লেখ করা রয়েছে যে, ছাত্র-ছাত্রীরা যদি অন্য কোনো স্কলারশিপের আওতায় অনুদান পেয়ে থাকেন তারা এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবেন না।
কিন্তু রাজ্য সরকারের অন্যান্য উল্লেখযোগ্য স্কলারশিপ, যেমন:- ওয়েসিস স্কলারশিপ কিংবা নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ সহ একাধিক স্কলারশিপের ক্ষেত্রে আবেদন সংক্রান্ত এইরূপ কোনো নির্দেশিকা জারি করা হয়নি। স্বভাবতই এই সমস্ত স্কলারশিপের আওতায় আবেদন জানানোর পাশাপাশি অন্য কোনো স্কলারশিপের অধীনে আবেদন জানানো সম্ভব কিনা তা সংক্রান্ত কোনো স্পষ্ট নির্দেশিকা নেই। আরদ তাতেই এইসকল স্কলারশিপের আওতায় আবেদনের ক্ষেত্রে একই সাথে দুটি স্কলারশিপের আওতায় আবেদন জানানো সম্ভব কিনা তা নিয়ে বারংবার প্রশ্ন উঠে এসেছে।
আরও খবর পড়ুন:- বাসের প্রতিমুহূর্তের আপডেট এবার হাতের মুঠোয়। রাজ্য সরকারের নতুন পদক্ষেপ সম্পর্কে জেনে নিন।
আর এই প্রশ্নের উত্তরে বলতে হয় যে, সাধারণত একই সঙ্গে দুটি স্কলারশিপের আওতায় আবেদন জানানো সম্ভব নয়। বিশেষত যেসমস্ত স্কলারশিপের নির্দেশিকায় একই সঙ্গে কতগুলি স্কলারশিপের আওতায় আবেদন জানানো যাবে তা সংক্রান্ত বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, সেই সমস্ত স্কলারশিপের ক্ষেত্রে একই সাথে কখনোই দুটো স্কলারশিপের অনুদানের জন্য আবেদন জানানো সম্ভব নয়। প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি যে, অনেক ক্ষেত্রেই দেখা গেছে একই সঙ্গে দুটি স্কলারশিপের আওতায় আবেদন জানানোর পর শিক্ষার্থীরা উভয় স্কলারশিপের অনুদান পেয়েছেন, কিন্তু পরবর্তীতে রাজ্য সরকারের নির্দেশ অনুসারে যেকোনো একটি স্কলারশিপের অনুদান রাজ্য সরকারকে ফেরত দিতে হয়েছে। ফলত সম্পূর্ণ বিষয়টি অনুমতি সাপেক্ষ।
তবে বহু ক্ষেত্রেই দেখা যায়, ছাত্র-ছাত্রীদের পরিবারের আর্থিক অবস্থা এবং তাদের মেধার কারণে স্কুল অথবা কলেজের অনুমতি সহকারে একই সঙ্গে দুটি স্কলারশিপের আওতায় আবেদন জানালে এবং দুটির ভেরিফিকেশনের প্রক্রিয়া সম্পন্ন করা হলে একসাথে দুটি স্কলারশিপের আওতায় অনুদান পাওয়া সম্ভব, কিন্তু সমগ্র বিষয়টি স্কুল এবং কলেজ কর্তৃপক্ষের অনুমতির উপরে নির্ভর করছে। সুতরাং, আপনিও যদি আপনার পারিবারিক অবস্থার কারণে একই সঙ্গে একাধিক স্কলারশিপের আওতায় আবেদন জানাতে ইচ্ছুক হয়ে থাকেন তবে অবশ্যই প্রথমে স্কুল কিংবা কলেজ কর্তৃপক্ষের অনুমতি নিন, প্রয়োজনে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানান এবং এর পরবর্তীতে কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন করুন।