পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে এক দারুণ সুখবর। রাজ্যের কলকাতা উচ্চ আদালতের লিগ্যাল রাইট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের তরফে প্রচুর পরিমাণে গ্রুপ-সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এক্ষেত্রে আরও যে বিষয়টি রয়েছে তা হলো, শুধুমাত্র উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হলে যেকোনো ব্যক্তিই এই শূন্যপদগুলির জন্য আবেদন জানাতে পারবেন। যদিও এর পাশাপাশি চাকরিপ্রার্থীদের সুবিধার্থে আরও একাধিক বিষয় উল্লেখ করা হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে।
শূন্যপদের নাম ও শূন্যপদের সংখ্যা:- কলকাতা উচ্চ আদালতের লিগ্যাল রাইট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের তরফে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে উল্লিখিত শূন্যপদের নাম এবং শূন্যপদের সংখ্যাগুলি নীচে উল্লেখ করা হলো,
১. অফিস সহকারী (OA)– শূন্যপদ ৬৮
২. ডেভেলপমেন্ট অফিসার (DO)– শূন্যপদ ৩৪০
৩. লিগ্যাল অফিসার (LO)– শূন্যপদ ২০৪
৪. অফিস গ্রুপ ডি স্টাফ (GD)– শূন্যপদ ৬৮
৫. আইন সহকারী (LC)– শূন্যপদ ৫৪৪
মোট শূন্য পদের সংখ্যা- ১২২৪+
আরও খবর পড়ুন:- একই সঙ্গে একাধিক স্কলারশিপের আওতায় আবেদন জানানো সম্ভব? জেনে নিন।
আবেদনের ক্ষেত্রে আবশ্যক যোগ্যতা:-
১. যেকোনো স্বীকৃত বিদ্যালয় বা অন্য যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নূন্যতম উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলেই চাকরিপ্রার্থীরা উপরোক্ত শূন্যপদগুলির জন্য আবেদন জানাতে পারবেন।
২. মূলত ১৮ থেকে ৪০ বছর বয়সী চাকরিপ্রার্থীরা উপরোক্ত শূন্যপদগুলির জন্য আবেদন জানাতে পারবেন। যদিও এক্ষেত্রে তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ভুক্ত চাকরিপ্রার্থীরা বয়সের ক্ষেত্রে ৫ বছরের ছাড় পাবেন এবং ওবিসি সম্প্রদায়ভুক্ত চাকরিপ্রার্থীরা বয়সের ক্ষেত্রে ৩ বছরের ছাড় পাবেন।
বেতন:- যেসমস্ত কর্মীদের নিয়োগ করা হবে তাদের প্রতি মাসে নূন্যতম ১৫,০০০/- টাকা থেকে সর্বোচ্চ ২৫,০০০/- টাকার বেতন দেওয়া হবে, যদিও এক্ষেত্রে পদ অনুসারে বেতনের পার্থক্য থাকবে।
আবেদনের প্রক্রিয়া:- আবেদনে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের অফিশিয়াল নোটিফিকেশনে উল্লেখ করা ফরম্যাট অনুসারে আবেদনপত্র এবং অন্যান্য আবশ্যক নথিপত্র নির্দিষ্ট ইমেইল অ্যাড্রেসে পাঠাতে হবে। এক্ষেত্রে আবেদনপত্রটিতে আবেদনকারীর নাম, যে পদে আবেদন করছেন তার নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, স্থায়ী ঠিকানা, আধার কার্ডের নম্বর, আবেদনকারীর প্যান কার্ডের নম্বর, শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত সমস্ত তথ্য উল্লেখ করতে হবে। সমস্ত তথ্য সঠিকভাবে উল্লেখ করা হলে এই ইমেইলে জীবন বৃত্তান্ত বা CV অ্যাটাচ করতে হবে এবং অফিসিয়াল নোটিফিকেশনে উল্লেখিত www.hclrwf@gmail.com বা hclrwf.apply@gmail.com -এই দুটি ইমেইল অ্যাড্রেসের যেকোনো একটিতে আবেদনপত্র এবং সিভি মেইল করতে হবে।
নির্বাচনের পদ্ধতি:- আবেদনকারী চাকরিপ্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে মূলত তাদের নিয়োগ করা হবে। প্রথমে চাকরিপ্রার্থীদের যোগ্যতা অনুসারে তাদের একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করা হবে এবং পরবর্তীতে এই তালিকাভুক্ত চাকরিপ্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে, সবশেষে মনোনীত প্রার্থীদের নিয়োগ করা হবে।
কত তারিখ পর্যন্ত আবেদন জানানো যাবে:- অফিসিয়াল নোটিফিকেশনে উল্লেখিত তথ্য অনুসারে, ১০/০৭/২০২৫ তারিখ পর্যন্ত চাকরিপ্রার্থীরা উপরোক্ত শূন্যপদগুলির জন্য আবেদন জানাতে পারবেন।
অফিসিয়াল নোটিফিকেশন:- Link