১৭৭০ টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলো ইন্ডিয়ান অয়েল।

সমগ্র দেশের বেকার যুবক যুবতীদের জন্য রয়েছে এক দারুণ সুখবর। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে খুব শীঘ্রই বিপুল সংখ্যক শূন্যপদে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে, আর ইতিমধ্যেই এই মর্মে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। আর আজকের এই প্রতিবেদনে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের এই বিজ্ঞপ্তিতে উল্লেখিত শূন্যপদগুলির নাম এবং সংখ্যা, আবেদনের পদ্ধতি, আবেদনের ক্ষেত্রে আবশ্যক যোগ্যতা সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য নিয়ে আলোচনা করা হয়েছে।

শূন্যপদের নাম:- অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ।
শূন্যপদের সংখ্যা:- ১৭৭০ টি।

আবেদনের ক্ষেত্রে আবশ্যক যোগ্যতা:-
১. আবেদনকারী চাকরিপ্রার্থীকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২. ৩১শে মে, ২০২৫ তারিখ অনুসারে চাকরিপ্রার্থীর বয়স ১৮ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে।
৩. ভারতীয় অ্যাপ্রেন্টিস আইন ১৯৬১ অনুসারে, যেসমস্ত নাগরিকরা ইতিমধ্যেই কোনো সংস্থার অ্যাপ্রেন্টিস রূপে নিযুক্ত রয়েছেন কিংবা ইতিমধ্যেই কোনো সংস্থার অধীনে অ্যাপ্রেন্টিস রূপে রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পন্ন করেছেন তারা উপরোক্ত শূন্যপদের জন্য আবেদন জানাতে পারবেন না।

আরও খবর পড়ুন:- ওবিসি মামলার নতুন রায়, বাতিল হলো সমস্ত ওবিসি সার্টিফিকেট।

আবেদনের পদ্ধতি:-
কেন্দ্রীয় সরকারের অ্যাপ্রেন্টিস আইন অনুসারে আবেদনকারীদের প্রথমেই NATS https://nats.education.gov.in/ অথবা NAPS https://www.apprenticeshipindia.gov.in/ -এর অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্রেন্টিস রুপে নিজেদের নাম নথিভুক্তকরণ এবং আবশ্যক ডকুমেন্টগুলি আপলোডের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। এর পরবর্তীতে আবেদনকারী চাকরিপ্রার্থীদের ইন্ডিয়ান অয়েল -এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.iocl.com/ এ গিয়ে What’s New অপশনে ক্লিক করতে হবে। পরবর্তীতে আপনার সামনে যে অপশনগুলি আসবে তার মধ্যে থেকে Engagement of Apprentices under Refineries Division – 2025 অপশনটি নির্বাচন করে নিতে হবে। এরপর আপনার সামনে আসা অপশনগুলির মধ্যে থেকে Click here to Apply Online on IOCL portal অপশনে ক্লিক করে আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।

নিয়োগ পদ্ধতি:- চাকরিপ্রার্থীদের যোগ্যতার উপর ভিত্তি করে একটি মেধাতালিকা প্রকাশ করা হবে এবং এই তালিকাভুক্ত প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে।

অফিসিয়াল নোটিফিকেশন:- Link

অফিসিয়াল ওয়েবসাইট:- Link

Leave a Comment