জন্ম সার্টিফিকেট এর জন্য আবেদনের ক্ষেত্রে একগুচ্ছ নতুন নিয়ম কার্যকর করলো রাজ্য সরকার।

বর্তমান সময়ে দাঁড়িয়ে যেকোনো সরকারি কিংবা বেসরকারি ক্ষেত্রে আধার কার্ড, ভোটার কার্ড এমনকি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের মতো নথিগুলির পাশাপাশি আরও একটি নথি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, আর তা হল জন্ম সার্টিফিকেট। যার জেরে জন্মের শংসাপত্রকে কেন্দ্র করে এক নতুন নিয়ম সামনে আনলো রাজ্য সরকার। আর রাজ্য সরকারের এই নতুন নিয়মের ফলে আগামী দিনে জন্ম সার্টিফিকেটের জন্য আবেদনের ক্ষেত্রে আরো কম সময় পেতে চলেছেন পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ।

জন্ম এবং মৃত্যুর সার্টিফিকেটের জন্য আবেদনের ক্ষেত্রে নাগরিকদের সুবিধার বিষয়টি মাথায় রেখে রাজ্য সরকারের তরফে এক অনলাইন পোর্টাল কার্যকর করা হয়েছে। আর এই অনলাইন পোর্টালকে কেন্দ্র করে এক দালাল চক্রের সূচনা ঘটেছে। বিগত কয়েক মাস ধরে ভুয়ো জন্ম শংসাপত্রের বিষয়টি বারংবার খবরের শিরোনামে উঠে এসেছে। ফলত রাজ্যের এই পোর্টালকে ঘিরে সমীক্ষার সূত্রপাত ঘটেছে এবং এই সমীক্ষার রিপোর্ট থেকে জানা গিয়েছে যে, এতদিন ধরে জন্ম বা মৃত্যুর শংসাপত্রের আবেদনের ক্ষেত্রে নাকি নথির পরিবর্তে শুধুমাত্র গাছপালা বা পোষ্যর ছবি পোর্টালে আপলোড করলেই জন্ম সার্টিফিকেট পাওয়া যেত।

সমীক্ষার ফলে জন্ম সার্টিফিকেট সংক্রান্ত এই বিস্ফোরক তথ্য উঠে আসায় রীতিমতো টনক নরেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের। যার ফলস্বরূপ ধাপে ধাপে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের নিজস্ব ওয়েবসাইট বা পোর্টালে বেশ কিছু পরিবর্তনের কাজ শুরু করা হয়েছে। তবে তাতেই থেমে নেই রাজ্য সরকার, এর পাশাপাশি এই পোর্টালে জন্ম সার্টিফিকেটের জন্য আবেদনের সময়সীমা শিশু জন্মের ২১ দিন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

আরও খবর পড়ুন:- GP Birla Scholarship এ আবেদন করলেই পাওয়া যাবে বার্ষিক ৫০০০০ টাকার অনুদান।

যদিও এতোদিন পর্যন্ত এই সময়সীমা দেওয়া হলেও কখনোই এই সময়সীমা মেনে কাজ করা হতো না বলেই অভিযোগ তোলা হয়েছিল। কিন্তু এবার থেকে এই সময় জন্ম সার্টিফিকেটের জন্য আবেদনের ক্ষেত্রে সময়সীমায় বিষয়টি কড়াভাবে নজরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের তরফ থেকে। যদি এর পাশাপাশি আরও উল্লেখ করা হয়েছে যে, শিশু জন্মের ২১ দিনের মধ্যে জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন করা না হলে বিলম্বিত আবেদনের সুযোগ পাবেন সাধারণ নাগরিকরা। তবে এক্ষেত্রে কত দেরিতে আবেদন করা হচ্ছে সেই বিষয়ে ধাপে ধাপে পর্যালোচনা করা হবে এবং তার উপর নির্ভর করে জন্ম সার্টিফিকেটের অনুমোদন দেওয়া হবে।

আপনার বার্থ সার্টিফিকেটটি আসল কিনা বুঝবেন কিভাবে?
আপনার বার্থ সার্টিফিকেটটি একটি আসল নাকি ভুয়ো তা জানার জন্য আপনাকে প্রথমেই রাজ্য সরকারের জন্ম ও মৃত্যু সার্টিফিকেট সংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইট
https://janma-mrityutathya.wb.gov.in/ -এ যেতে হবে। এরপর হোম পেজের ডান দিকে থাকা Menu অপশনে ক্লিক করে Citizen Services অপশনটি নির্বাচন করুন। পরবর্তীতে আপনার সামনে যে অপশনগুলি আসবে তার মধ্যে থেকে Birth অপশনটি নির্বাচন করে নিন এবং আপনার সামনে আসা অপশনগুলির মধ্যে থেকে Birth Certificate Verify অপশনে ক্লিক করুন। এরপর আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনি আপনার জন্ম তারিখ, বার্থ সার্টিফিকেট নম্বর সঠিকভাবে প্রদান করে আপনার সার্টিফিকেটটি আসল কিনা তা দেখে নিতে পারবেন। এছাড়াও আপনার জন্মের শংসাপত্রে থাকা QR কোডের মাধ্যমে আপনার জন্মের শংসাপত্রের ভেরিফিকেশনের প্রক্রিয়াটি সম্পন্ন করে নিতে পারবেন।

Leave a Comment