চাকরিহারা গ্রুপ-সি এবং গ্রুপ-ডি কর্মীদের পাশে দাঁড়ানোর জন্য মুখ্যমন্ত্রীর তরফে ঘোষণা করা হলো এক বিশেষ ভাতা। আজ্ঞে হ্যাঁ, এতদিন পর্যন্ত রাজ্যের সাধারণ জনগণের জীবন ও জীবিকার মান উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফে বিভিন্ন প্রকার প্রকল্প এবং ভাতা কার্যকর করা হয়েছে, তবে এবারে চাকরিহারা গ্রুপ-সি এবং গ্রুপ-ডি কর্মীদের পাশে দাঁড়ানোর জন্য নতুন ভাতা নিয়ে রীতিমতো উদ্যোগী হয়ে উঠেছে রাজ্য সরকার। চাকরিহারা কর্মীদের জন্য কি প্রকল্প গ্রহণ করা হয়েছে, তাদের কত টাকার ভাতা প্রদান করা হবে তা সম্পর্কিত বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।
২০১৬ সালের এসএসসির প্যানেলে থাকা ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষা সহায়ক কর্মীদের চাকরি বাতিল হওয়ার পরই রাজ্য জুড়ে যে বৃহৎ আন্দোলনের আওয়াজ উঠেছিল তার মাঝেই যেসমস্ত গ্রুপ-ডি এবং গ্রুপ-সি কর্মীরা চাকরি হারিয়েছেন তাদের জন্য নতুন প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, এই প্রকল্পটির নাম রাখা হয়েছে ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম (West Bengal Livelihood and Social Security Interim Scheme), ২০২৫। শুধু তাই নয়, ইতিমধ্যেই এই প্রকল্পটি কার্যকর করা হয়েছে, আজ্ঞে হ্যাঁ, ২০২৫ সালের এপ্রিল মাস অর্থাৎ বিগত মাসের শুরু থেকেই এই প্রকল্পটি কার্যকর করা হয়েছে।
এই প্রকল্প প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, আপাতত ২০১৬ সালের এসএসসি প্যানেলে থাকা যেসমস্ত গ্রুপ-সি কর্মীদের চাকরি বাতিল করা হয়েছে তাদের রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতি মাসে ২৫ হাজার টাকা এবং যেসমস্ত গ্রুপ-ডি কর্মীদের চাকরি বাতিল করা হচ্ছে তাদের প্রত্যেক মাসে রাজ্য সরকারের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে দেওয়া হবে। এর পাশাপাশি তিনি আরো জানিয়েছেন যে, আদালতে চাকরি বাতিলের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে এই ভাতা দেওয়া হবে।
আরও খবর পড়ুন:- জন্ম সার্টিফিকেট এর জন্য আবেদনের ক্ষেত্রে একগুচ্ছ নতুন নিয়ম কার্যকর করলো রাজ্য সরকার।
প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি যে, ২০১৬ সালের এসএসসি সম্পূর্ণ প্যানেল বাতিল করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। আর তারপরই রাজ্য সরকারের তরফে রাজ্যের চাকরিহারা শিক্ষকদের জন্য বিশেষভাবে আর্জি জানানো হয়। চাকরিহারা শিক্ষকদের জন্য রাজ্য সরকারের তরফে যে বিশেষ আর্জি জানানো হয়েছিল তাতে সাড়া দিয়ে সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছিল যে, পুনর্বিবেচনার মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চাকরি হারানো শিক্ষকরা স্কুলে গিয়ে পাঠদান করতে পারবেন। কিন্তু যেসমস্ত শিক্ষা কর্মীদের চাকরি বাতিল হয়েছে তাদের ক্ষেত্রে এইরুপ কোনোরকম নির্দেশ দেওয়া হয়নি আর তাতেই এই সমস্ত চাকরিহারা গ্রুপ-সি এবং গ্রুপ-ডি কর্মীদের পাশে দাঁড়ানোর জন্যই রাজ্য সরকারের তরফে এই বিশেষ প্রকল্পে ঘোষণা করা হয়েছে।