কাঠফাটা গরমে সমগ্র রাজ্যবাসীর নাজেহাল অবস্থা। আর এই অবস্থাতেই ছাত্র-ছাত্রীদের খানিকটা রেহাই দিতে গরমের ছুটি ঘোষণা করা হয়েছিল। কিন্তু গরমের ছুটি শেষে শীঘ্রই খুলতে চলেছে রাজ্যের সমগ্র সরকারি এবং সরকারি অনুদান প্রাপ্ত স্কুলগুলি।
এর পাশাপাশি, আরো যে বিষয়টি নজরে এসেছে তা হল গরমের ছুটি শেষে স্কুল খোলার পরেও বেশ কয়েকদিন ছুটি পেতে চলেছেন রাজ্যের ছাত্রমহল সহ সরকারি কর্মচারীরা। কিন্তু কেন দেওয়া হবে এই অতিরিক্ত ছুটি? আর আজকের এই প্রতিবেদনে রাজ্যের স্কুলগুলির গরমের ছুটি এবং গরমের ছুটির পর যে অতিরিক্ত ছুটি মিলবে তা সংক্রান্ত বিষয় সমস্ত তথ্য নিয়ে আমরা হাজির হয়েছি।
অত্যন্ত গরমের কারণে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফে অত্যন্ত দ্রুততার সাথে গরমের ছুটি ঘোষণা করা হয়েছিল, তার সাথে এও জানানো হয়েছিল যে ৩১ শে মে পর্যন্ত গরমের ছুটি বহাল থাকবে। ১ লা জুন রবিবার স্বভাবতই রাজ্যের সরকারি সমস্ত প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং তারপর ২ রা জুন থেকে রাজ্যের সমস্ত স্কুলগুলিতে পুনরায় পঠন-পাঠনের প্রক্রিয়া চালু করা হবে। অনেকেই মনে করেছিলেন তীব্র গরমের কারণে গরমের ছুটির মেয়াদ বাড়ানো হতে পারে, কিন্তু রাজ্যের বিভিন্ন জেলাতে বৃষ্টিপাত হওয়ার কারণে তাপমাত্রা এখন অনেকটাই কম আর তাতেই নির্ধারিত সময়ে অর্থাৎ ২ রা জুন তারিখের পুনরায় রাজ্য স্কুলগুলিতে পঠন-পাঠন চালু হতে চলেছে।
আরও খবর পড়ুন:- ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের তরফে বিপুল সংখ্যক শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হলো।
তবে যে বিষয়টি বারংবার চর্চায় এসেছে তা হল, গরমের ছুটির পরেও বেশ কতগুলি অতিরিক্ত ছুটি পেতে চলেছেন রাজ্যের ছাত্রমহল সহ সরকারি কর্মচারীরা। রাজ্য সরকারের ধার্য করা এই অতিরিক্ত ছুটিগুলি:-
৭ই জুন শনিবার বকরি ঈদের কারণে রাজ্যের সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলিতে ছুটি থাকতে চলেছে।
৮ই জুন রবিবার, স্বভাবতই রাজ্যের সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলি এই দিন বন্ধ থাকবে।
১৫ই জুন রবিবার, ২২শে জুন রবিবার এবং ২৯ শে জুন রবিবার হওয়ায় এই দিনগুলিতেও রাজ্যব্যাপী পুনরায় ছুটি থাকতে চলেছে।