২৪ হাজারেরও বেশি শূন্যপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার।

খুব শীঘ্রই বিপুল সংখ্যক শূন্যপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার, মঙ্গলবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী স্বয়ং। রিভিউ পিটিশন কবে গৃহীত হবে তা নিয়ে রীতিমতো অনিশ্চয়তার জেরে সুপ্রিম কোর্টের রায় মেনেই শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে উদ্যত হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। আর আজকের এই প্রতিবেদনে পশ্চিমবঙ্গ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কবে জারি হতে চলেছে তা সংক্রান্ত সমস্ত প্রকার তথ্য নিয়ে আমরা হাজির হয়েছি।

মঙ্গলবারের সাংবাদিক সাধারণ জনগণের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, রিভিউ পিটিশনের প্রক্রিয়া কার্যকর থাকবে কিন্তু তার পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আগামী ৩১শে মে তারিখের মধ্যেই নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হবে। চাকরিপ্রার্থীরা ১৮ই জুন থেকে ১৪ই জুলাই পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। শিক্ষক ও শিক্ষাকর্মী সহ মোট ২৪ হাজার ২০৩টি শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হবে।

মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন যে, গরমের ছুটি কাটিয়ে স্কুলগুলিতে পুনরায় পঠন-পাঠন চালু হলেই রিভিউ পিটিশনের ক্ষেত্রেও তৎপরভাবে কাজ করা হবে। রিভিউ পিটিশনে যে রায় দেওয়া হবে তা অনুসারে আগামী দিনে নতুন পদক্ষেপ গ্রহণ করবে রাজ্য সরকার। কিন্তু বর্তমানে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে পশ্চিমবঙ্গ সরকারের তরফে। এদিন মুখ্যমন্ত্রী আরো জানান যে, পশ্চিমবঙ্গের নবম-দশমে ১১ হাজার ৫১৭টি শূন্যপদে শিক্ষক নিয়োগ করা হবে এবং একাদশ-দ্বাদশে ৯ হাজার ৯১২টি শূন্যপদে শিক্ষক নিয়োগ করা হবে। যেসমস্ত শিক্ষকরা এতদিন কাজ করেছেন তাদের অতিরিক্ত সুবিধা দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

আরও খবর পড়ুন:- ভারতে আসতে চলেছে স্টারলিঙ্ক, কানেকশন নিলেই মিলবে আনলিমিটেড ডেটার সুবিধা।

এর পাশাপাশি তিনি এদিন আরো জানিয়েছেন যে, রিভিউ পিটিশনের জন্য সময় রেখে ১৫ই নভেম্বরের প্যানেল প্রকাশ করা হবে। এ সময়ের মধ্যে যদি রিভিউ পিটিশনে কোনোরকম ফল না মেলে তবে নভেম্বরের মধ্যে কাউন্সেলিং করা হবে। যদিও তিনি জানিয়েছেন যে রিভিউ পিটিশনে যদি আদালতের তরফের নির্দেশ দেওয়া হয় যে, এসএসসি শিক্ষক এবং শিক্ষা কর্মীদের লিস্ট বাতিল হবে না তবে সেটাকে মান্যতা দেওয়া হবে এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। যদিও আগামী দিনে রিভিউ পিটিশনে কি রায় দেওয়া হবে এবং কোন বিষয়টিকে মান্যতা দেওয়া হবে তা একেবারেই স্পষ্ট নয়। সুতরাং, আপাততভাবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে খুব শীঘ্রই যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তাকেই মূল লক্ষ্য করতে চলেছেন রাজ্যের চাকরিপ্রার্থীরা।

Leave a Comment