ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই, বর্তমানে টেকনোলজি এবং স্মার্টফোনের দৌলতে কমবেশি প্রত্যেকেই এই ব্যবস্থার সঙ্গে পরিচিত। কিন্তু এবারে এই ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআইকে কেন্দ্র করে একগুচ্ছ নতুন নিয়ম জারি করতে চলেছে ভারতের কেন্দ্রীয় সরকার। এমনকি ইতিমধ্যেই এই বিষয়ক সার্কুলারও জারি করা হয়েছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া -এর পক্ষ থেকে। চলুন তবে NPCI -এর পক্ষ থেকে প্রকাশিত এই সার্কুলারে কি কি নির্দেশ দেওয়া হয়েছে তা সম্পর্কে জেনে নেওয়া যাক।
গত ২১শে মে জারি করা এনপিসিআই -এর সার্কুলারে ব্যাংক এবং গুগল পে, ফোনপে, Paytm -এর মতো পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের গ্রাহকদের ব্যালেন্স চেক, Auto Payment এবং লেনদেনের অবস্থা চেক করার অনুরোধগুলিকে নিয়ন্ত্রণ করার নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং, এবার থেকে গ্রাহকরা দিনে নির্দিষ্ট সংখ্যক সময়েই উপরোক্ত পরিষেবাগুলির সুবিধা পাবেন। শুধু তাই নয়, এর পাশাপাশি আরো উল্লেখ করা হয়েছে যে, NPCI -এর নির্দেশ অমান্য করা হলে ব্যাংক এবং সার্ভিস প্রোভাইডার উভয়পক্ষকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে।
এর পাশাপাশি এমপিসিআইয়ের তরফে যে সার্কুলার প্রকাশ করা হয়েছে তাতে সমস্ত ব্যাংক এবং ফোন পে, পেটিএম এর মতো সার্ভিস প্রোভাইডারদের ১০টি সর্বাধিক ব্যবহৃত ‘অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস’কে (এপিআই) নিয়ন্ত্রণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি এই কাজটি করার জন্য নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে এনপিসিআই -এর পক্ষ থেকে। আজ্ঞে হ্যাঁ, সার্কুলারে উল্লেখ করা হয়েছে যে, আগামী ৩১ শে জুলাই এর মধ্যে ব্যাংক এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের উপরোক্ত কাজ সম্পন্ন করতে হবে। আর এই সার্কুলার থেকে স্পষ্টভাবে বলা যায়, আগামী ১ লা আগস্ট থেকে ইউপিআই (UPI) সংক্রান্ত কিছু নির্দিষ্ট পরিষেবা প্রত্যেকদিন নির্দিষ্ট সংখ্যক সময়ের জন্যই উপভোগ করতেন পারবেন গ্রাহকরা।
আরও খবর পড়ুন:- কত টাকা ইনকাম করলে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে হবে, জেনে নিন এখনই।
সার্কুলারে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, ব্যাংক এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের এপিআইগুলিকে দিনের ব্যস্ত সময়গুলিতে নিয়ন্ত্রণ করার নির্দেশ দেওয়া হয়েছে। ব্যস্ত সময় প্রসঙ্গে সার্কুলারে উল্লেখ করা হয়েছে যে সকাল ১০ টা থেকে দুপুর ১ টায় এবং বিকেল ৫ টা থেকে রাত ৯:৩০ পর্যন্ত সময়কে ব্যস্ত সময় বলে মার্ক করা হবে। তবে শুধুমাত্র যে গ্রাহকদের ব্যাংক ব্যালেন্স চেক, লেনদেনের তথ্য চেক করার ক্ষেত্রে নতুন নিয়ম জারি করা হয়েছে তা নয়, ৩১ শে জুলাই -এর পর থেকে ইউপিআই -এর মাধ্যমে দিনের এই নির্ধারিত সময়ে অটোপেমেন্টও করতে পারবেন না গ্রাহকরা। তবে দিনের অন্য সময় গুলিতে স্বয়ংক্রিয় লেনদেনের মাধ্যমে বিল জমা করা যাবে।
এর পাশাপাশি এই সার্কুলারে আরো উল্লেখ করা হয়েছে যে, ৩১শে আগস্টের মধ্যে পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের একটি মুচলেকা জমা দিতে হবে, যাতে তাদের এপিআইগুলির সীমাবদ্ধতার খতিয়ান উল্লেখ করতে হবে। প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি যে, ইউপিআই ব্যবহারকারী গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্ট ব্যালেন্স এবং লেনদেন সংক্রান্ত তথ্য পরীক্ষা করার জন্য NPCI এর পক্ষ থেকে কতকগুলি অ্যাপ নির্দিষ্ট করা হয়েছে। এক্ষেত্রে আরো জানানো হয়েছে যে, একজন গ্রাহক ২৪ ঘন্টায় মাত্র ৫০ বার তার ব্যাংক ব্যালেন্স চেক করতে পারবে। উদাহরণ হিসেবে বলা যায় যে, কোনো গ্রাহক যদি পেটিএম এবং ফোন পে দুটি অ্যাপই ব্যবহার করে থাকেন তবে তিনি ২৪ ঘন্টার মধ্যে ৫০ বার ব্যাংক ব্যালেন্স চেক করতে পারবে।
শুধু তাই নয়, এর পাশাপাশি ২৪ ঘন্টায় একজন ব্যক্তি তার মোবাইল নম্বরের সঙ্গে যুক্ত তালিকার ২৫ জনকে পেমেন্ট করতে পারবেন। তবে এই সমস্ত নির্দেশ অমান্য করলে শুধুমাত্র যে ব্যাংক এবং সার্ভিস প্রোভাইডার শাস্তি সম্মুখীনভাবে তা নয়, নির্দেশ অমান্য করলে গ্রাহকের ক্ষেত্রেও কড়া ব্যবস্থা নেওয়া হবে এনপিসিআই -এর পক্ষ থেকে। এমনকি এনপিসিআই -এর নির্দেশ অমান্য করার কারণে গ্রাহকদের ইউপিআই সার্ভিস স্থগিত করা থেকে শুরু করে জরিমানা পর্যন্ত হতে পারে।