আবেদন করুন জগদীশ বোস স্কলারশিপে এবং পেয়ে যান বার্ষিক সর্বোচ্চ ৪৮ হাজার টাকা।

রাজ্যের ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে দারুণ সুখবর। পশ্চিমবঙ্গের দশম এবং দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য JBNSTS স্কলারশিপের আবেদনের প্রক্রিয়া চালু করা হয়েছে। রাজ্যব্যাপী এমন প্রচুর মেধাবী ছাত্র-ছাত্রী রয়েছে যারা দশম এবং দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পর আগামীতে বিজ্ঞান নিয়ে উচ্চশিক্ষা অর্জন করতে চান কিন্তু তাদের পরিবারের আর্থিক অবস্থা তাতে বাঁধা হয়ে দাঁড়ায়। আর এই সমস্ত মেধাবী অথচ আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের আর্থিক সুবিধা প্রদানের জন্যই JBNSTS স্কলারশিপ লঞ্চ করা হয়েছে। আর ইতিমধ্যেই এই স্কলারশিপ -এর জন্য আবেদনের প্রক্রিয়ায় চালু করা হয়েছে। চলুন তবে এই স্কলারশিপ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।

কারা এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবেন?
যে সমস্ত ছাত্র-ছাত্রীরা দশম শ্রেণীতে নূন্যতম ৭৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হয়েছেন এবং বর্তমানে একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছেন তারা এই স্কলারশিপের আওতায় আবেদন জানাতে পারবেন। তবে যে সমস্ত ছাত্র-ছাত্রীরা 2025 সালের পূর্বে মাধ্যমিক উত্তীর্ণ হয়েছেন তারা এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবেন না।

একইভাবে যে সমস্ত ছাত্র-ছাত্রীরা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানের বিজ্ঞান বিভাগে স্নাতক স্তরে পাঠরত তারা এই স্কলারশিপের আওতায় আবেদন জানাতে পারবেন। তবে যে সমস্ত ছাত্র-ছাত্রীরা বিএসসি পাস কোর্স কিংবা ডিপ্লোমা কোর্স অথবা বিএসসি নার্সিং এর আওতায় পড়াশোনা করছেন তারা এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবেন না।

আরও খবর পড়ুন:- অত্যন্ত গরমে নাজেহাল বাংলা। পরিবর্তন হতে চলেছে স্কুলের পঠন-পাঠনের সময়।

আবেদনকারীদের সুবিধার্থে জানিয়ে রাখি যে সমস্ত ছাত্র দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে একাদশ শ্রেণীতে পড়াশোনা করছেন এবং এই স্কলারশিপ এর জন্য আবেদন জানাতে চান তারা JBNSTS জুনিয়র স্কলারশিপ -এর আওতায় আবেদন জানাবেন এবং যে সমস্ত ছাত্র বিজ্ঞান বিভাগে পড়াশোনা করছেন তারা JBNSTS সিনিয়র স্কলারশিপ এর আওতায় আবেদন জানাবেন।

অন্যদিকে ছাত্রীরা শুধুমাত্র Junior Bigyani Kanya Medha Britti (যারা একাদশ শ্রেণীতে পড়াশোনা করছে) এবং Senior Bigyani Kanya Medha Britti (যারা স্নাতক স্তরে পাঠরত) -এর আওতায় আবেদন জানাতে পারবেন।

অনুদান:- JUNIOR TALENT SEARCH TEST / JUNIOR BIGYANI KANYA MEDHA BRITTI আওতাধীন শিক্ষার্থীদের দু বছরের জন্য বার্ষিক ১৫,০০০ টাকা এবং বই কেনার জন্য বার্ষিক ২৫০০ টাকার অনুদান দেওয়া হয়ে থাকে।

অন্যদিকে, SENIOR TALENT SEARCH TEST / SENIOR BIGYANI KANYA MEDHA BRITTI এর আওতাধীন শিক্ষার্থীদের কোর্সের সময়সীমা অনুসারে সর্বোচ্চ ৫ বছরের জন্য বার্ষিক ৪৮ হাজার টাকার অনুদান দেওয়া হয়ে থাকে এবং বই কেনার জন্য বার্ষিক ৫ হাজার টাকার অনুদান দেওয়া হয়ে থাকে। শুধু তাই নয় নির্বাচিত ছাত্র-ছাত্রীদের তালিকার প্রথম দশ জন ছাত্র এবং প্রথম দশ জন ছাত্রীকে ল্যাপটপ প্রদান করা হয়ে থাকে।

আবেদনের প্রক্রিয়া:- এই স্কলারশিপের আওতায় আবেদনের জন্য আবেদনকারী ছাত্র অথবা ছাত্রীকে JBNSTS এর অফিসিয়াল ওয়েবসাইট এ যেতে হবে এবং তার যোগ্যতা অনুসারে বিভাগ বেছে নিয়ে JUNIOR TALENT SEARCH TEST / JUNIOR BIGYANI KANYA MEDHA BRITTI অথবা SENIOR TALENT SEARCH TEST / SENIOR BIGYANI KANYA MEDHA BRITTI অপশনে ক্লিক করতে হবে। পরবর্তীতে আপনার সামনে যে পেজটি আসবে তাতে স্কলারশিপ সংক্রান্ত সমস্ত তথ্য উল্লেখ করা থাকবে এবং এই পেজের একেবারে শেষের দিকে থাকা Apply for JUNIOR TALENT SEARCH TEST / JUNIOR BIGYANI KANYA MEDHA BRITTI অথবা Apply for SENIOR TALENT SEARCH TEST / SENIOR BIGYANI KANYA MEDHA BRITTI অপশনে ক্লিক করলেই আবেদন পত্রটি আপনার সামনে চলে আসবে। এরপর আপনার নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে এবং ডকুমেন্টগুলি আপলোড করার মাধ্যমে ফর্মটি সাবমিট করলেই আবেদনের প্রক্রিয়া সম্পন্ন হবে।

আবেদনের ক্ষেত্রে অবশ্যক ডকুমেন্ট:-
১. শিক্ষার্থী রঙিন পাসপোর্ট সাইজের ছবি।
২. শিক্ষার্থীর স্বাক্ষর।
৩. মোবাইল নম্বর এবং ইমেইল এড্রেস।
৪. শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
৫. নতুন শ্রেণীতে অথবা কোর্সে ভর্তির প্রমাণ পত্র।

নির্বাচনের প্রক্রিয়া:- এই স্কলারশিপের আওতায় যে সমস্ত শিক্ষার্থীরা আবেদন জানাবেন তাদের একটি বিশেষ পরীক্ষা দিতে হবে এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে তবে তারা এই অনুদান এবং অন্যান্য আর্থিক সাহায্য পাবেন। প্রসঙ্গত উল্লেখ্য, ২৪ অগাস্ট, ২০২৫ রবিবার এই পরীক্ষা নেওয়া হবে এবং সমগ্র পশ্চিমবঙ্গ ব্যাপী ৩৪টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে।

আবেদনের সময়সীমা:- ১ লা জুন অর্থাৎ গতকাল থেকে আবেদনের প্রক্রিয়ায় শুরু করা হয়েছে এবং আগামী ৩১ জুলাই ২০২৫ পর্যন্ত এই স্কলারশিপের আওতায় আবেদন জানানো যাবে।

Leave a Comment