অত্যন্ত গরমে নাজেহাল বাংলা। পরিবর্তন হতে চলেছে স্কুলের পঠন-পাঠনের সময়।

সমগ্র পশ্চিমবঙ্গ ব্যাপী গরমের তীব্র দাবদাহে রাজ্যের জনগনের রীতিমতো নাজেহাল অবস্থা। আর এরই মধ্যে আজ অর্থাৎ ২ রা জুন তারিখে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি এবং সরকারি সাহায্য প্রাপ্ত স্কুলগুলিতে গরমের ছুটির মেয়াদ শেষ হয়েছে এবং পুনরায় পঠন-পাঠনের প্রক্রিয়া চালু করা হয়েছে। কিন্তু রাজ্যব্যাপী চলতে থাকা তাপ প্রবাহ এবং তীব্র গরমের কারণে ছাত্র-ছাত্রীদের শারীরিক অবস্থা নিয়ে রীতিমতো চিন্তিত শিক্ষক সহ রাজ্যের বিভিন্ন জেলার প্রশাসনিক কর্তৃপক্ষ। আর তাতেই ছাত্র-ছাত্রীদের পঠন পাঠনের ধারা অব্যাহত রেখে কিভাবে সুরক্ষিতভাবে ক্লাস করানো সম্ভব তা নিয়েই নানাবিধ পদক্ষেপ গ্রহণের কথা উঠে এসেছে।

আর তাতেই পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীরা যাতে সুরক্ষিতভাবে ক্লাস করতে পারে এবং স্কুল চলাকালীন তাপ প্রবাহের কারণে যাতে তারা অসুস্থ না হয়ে পড়ে তা নিশ্চিত করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে স্কুলের সময় সংক্রান্ত বিষয়গুলিকে পরিবর্তন করা হবে বলেই দাবি করা হচ্ছে। আর আজকের এই প্রতিবেদনে রাজ্য ব্যাপি স্কুলগুলিতে পঠন পাঠনের সময় সংক্রান্ত পরিবর্তন করা হবে কিনা তা সংক্রান্ত নানাবিধ তথ্যে আমরা আলোকপাত করতে চলেছি।

অত্যন্ত গরমের কারণে ছাত্র-ছাত্রীদের স্কুল পঠন পাঠন চলাকালীন ছাত্র-ছাত্রীরা যাতে অসুস্থ না হয়ে পড়ে তা নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছেন রাজ্যের শিক্ষক সহ অভিভাবক এবং বিভিন্ন জেলার ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মীরা। যার জেরে রাজ্যের বিভিন্ন জেলাতে মর্নিং স্কুল চালু করা প্রস্তাব দেওয়া হয়েছে। সূত্রের তরফে প্রাপ্ত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, বাঁকুড়া জেলার DPSC -এর চেয়ারম্যানের তরফে জেলার সমস্ত সার্কেলের এসআইদের উদ্দেশ্য করে এক বিশেষ নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। এই নির্দেশিকায় আগামী দিনে বাঁকুড়া জেলার সমস্ত প্রাইমারি এবং জুনিয়ার বেসিক স্কুলগুলিতে আগামী ৪ ঠা জুন তারিখ থেকে মর্নিং স্কুল চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি আরো জানানো হয়েছে যে আগামী নির্দেশিকা না প্রকাশ করা পর্যন্ত স্কুল গুলিতে সকালেই পঠন পাঠনের প্রক্রিয়া জারি থাকবে।

আরও খবর পড়ুন:- SBI এর বেস্ট চারটি ইনভেস্টমেন্ট প্ল্যান সম্বন্ধে জেনে নিন।

এর পাশাপাশি আরো জানা গিয়েছে যে, পূর্ব মেদিনীপুর জেলায় DPSC -এর চেয়ারম্যানের তরফে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড অফ এডুকেশনের চেয়ারম্যানকে এক বিশেষ চিঠিতে পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত প্রাইমারি স্কুল গুলিতে মর্নিং স্কুল চালু করার জন্য আবেদন জানিয়েছেন। এই চিঠিতে তিনি আরো উল্লেখ করেছেন যে, পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত স্কুলগুলিতে ছাত্র-ছাত্রীদের ORS ও জল প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে, শুধু তাই নয় স্কুল চলাকালীন ছাত্র-ছাত্রীরা যাতে অসুস্থ না হয়ে পড়ে তার দিকে বিশেষভাবে নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই চিঠিতে তিনি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন -এর চেয়ারম্যান -এর কাছে অন্ততপক্ষে ৪ সপ্তাহ বা যতদিন না পর্যন্ত তাপমাত্রা খানিকটা কমছে ততদিন পর্যন্ত মর্নিং স্কুল করার আবেদন জানিয়েছেন।

তবে শুধুমাত্র এই দুটি জেলার DPSC -এর তরফেই যে মর্নিং স্কুল করা আবেদন জানানো হয়েছে তা নয়, রাজ্যের বিভিন্ন জেলাগুলিতে তাপমাত্রা ভিন্ন হলেও বিশেষত পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকের জেলাগুলিতে বর্তমানে যথেষ্ট ৩৮ থেকে ৩৯ ডিগ্রি তাপমাত্রা থাকছে যার কারণে ছাত্র-ছাত্রীদের শারীরিক সুস্থতার বিষয়টি মাথায় রেখে বিভিন্ন জেলার তরফে মর্নিং স্কুল করার আবেদন জানানো হয়েছে, তবে সমগ্র রাজ্যের প্রাইমারি এবং হাই স্কুল গুলিতে মর্নিং স্কুল চালু হবে কিনা তা সংক্রান্ত নির্দেশিকা এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি, তবে বিভিন্ন সূত্রের খবরে জানা গিয়েছে যে, ছাত্র-ছাত্রীদের শারীরিক সুস্থতা বজায় রেখে পঠন পাঠন অব্যাহত রাখতে খুব শীঘ্রই সমগ্র রাজ্যব্যাপী বিশেষত পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে জেলার স্কুলগুলিতে অন্ততপক্ষে চার সপ্তাহ -এর জন্য মর্নিং স্কুল চালু করা হবে। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন -এর তরফে কোনরকম অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।

Leave a Comment