আধার কার্ড এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকোমেন্সের মধ্যে একটি। স্কুল-কলেজের কাজ হোক কিংবা অফিস-আলাদতের সব জায়গাতেই আধার কার্ডের ভূমিকা সবচেয়ে বেশি। কিস্তু বর্তমানে যেসমস্ত রকমের অনলাইন ফ্রড হচ্ছে সেখানে আপনার আধার কার্ডকে প্রোটেক্ট করা আপনার দায়িত্ব। আপনি ঘরে বসে খুব সহজে নিজের আধার কার্ডকে লক করে রাখতে পারেন যার ফলে বাইরের কেউ আপনার আধার কার্ডকে কাজে লাগিয়ে কোনোরকম খারাপ কাজ করতে পারবে না।
আধার কার্ড লক না থাকলে সাধারণ মানুষ বিভিন্ন রকম সমস্যায় পড়তে পারেন, যেমন, আপনার আধার কার্ডকে কাজে লাগিয়ে আপনার অজান্তেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা উঠিয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করে দিতে পারে অসৎ ব্যাক্তিরা। কিংবা আপনার আধার কার্ডকে কাজে লাগিয়ে আপনার নামে সিম তুলে সেই সিম দিয়ে বিভিন্ন রকম অপকর্মে ব্যবহার করা যেতে পারে, যার ফলে আপনাকে পড়তে হতে পারে বিভিন্ন রকম বিপদে। এছারাও আরও বিভিন্ন পদ্ধতিতে আপনার আধার কার্ডকে খারাপ কাজে ব্যবহার করা যেতে পারে।
আধার কার্ড লক করবেন কিকরে:- আপনি ঘরে বসে আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে আপনার আধার কার্ড লক করে নিতে পারেন। নীচে পর পর পদ্ধতি উল্লেখ করা হলো:-
ক) প্রথমত আপনার মোবাইলের যেকোনো ব্রাউজার থেকে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে UIDAI যেতে হবে।
খ) এরপর আপনাকে লগ ইন অপশনে ক্লিক করে আধার কার্ড নাম্বার এবং ক্যাপচা পূরণ করে, মোবাইলে আসা OTP বসিয়ে লগ ইন করে নিতে হবে।
গ) এরপর অনেককটা অপশন দেখতে পাবেন তার মধ্যে Lock / Unlock Biometrics অপশনে ক্লিক করতে হবে।
ঘ) এরপর নেস্ট পেজে আপনি আধার কার্ড লকের বিষয়ে বিস্তারিত তথ্য দেখতে পাবেন এবং ডানদিকে নীচে Next অপশন দেখতে পাবেন সেটাতে ক্লিক করতে হবে।
ঘ) এর পরের পেজে “I Understand that after locking my biometric, I will not be able to perform biometric authentication until I unlock my Biometrics” এই অপশনটির পাশে টিক চিহ্ন দিয়ে নীচে থাকা Next বাটনে ক্লিক করলেই আপনার আধার কার্ড লক হয়ে যাবে।
আরও খবর পড়ুন:- অফিসে দীর্ঘদিন কাজ করার পরও বেতন আটকে রেখেছে বস। এই পদ্ধতিতে হবে সব সমস্যার সমাধান।
মনে রাখবেন আপনার আধার কার্ড যখন লক থাকবে তখন আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে টাকা ওঠাতে পারবেন না বা আধার কার্ড রিলেটেড সেই সমস্ত কাজ করতে পারবেন না যেসমস্ত কাজে আধার কার্ডের Biometrics ডেটা এক্সেস করতে হয়। সেই সমস্ত কাজ করার আগে আপনাকে আবার আপনার আধার কার্ড আনলক করতে হবে এবং আনলক করার পদ্ধতি লক করার পদ্ধতির মতনই সেম।
আপনাকে আধার কার্ডের লগ ইন পেজে গিয়ে সিলেক্ট করতে হবে আপনি কিছু সময়ের জন্য আধার কার্ড আনলক করতে চান, নাকি সব সময়ের জন্য আধার কার্ড আনলক করতে চান। যদি আপনার সামান্য কাজের জন্য আধার কার্ড আনলক করতে হয়, তবে প্রথম অপশন ক্লিক করবেন অন্যথায় দ্বিতীয় অপশন ক্লিক করে আধার কার্ড আনলক করে নেবেন।
আধার কার্ড লক অবস্থায় থাকলে বর্তমান সময়ে ঘটে যাওয়া নানাবিধ সাইবার ক্রাইমের থেকে আপনি অনেকটা সেভ থাকতে পারবেন। তাই দেরি না করে এখনই নিজের আধার কার্ড লক করে নিন।