অনলাইন হোক বা অফলাইন কোনো কিছু অর্ডার দিলে বা কাউকে কোনো কিছু পাঠাতে হলে আমাদের এখন একটি নির্দিষ্ট এরিয়ার ঠিকানা লিখে পাঠাতে হয়। সেই ঠিকানায় থাকে পাড়ার নাম, শহরের নাম, থানার নাম, জেলার নাম, এবং অবশেষে পিনকোড। এতোকিছু দেবার পরও অনেক সময় সঠিক জিনিস সঠিক জায়গায় পৌঁছোতে পারে না এবং এই সমস্যাকে সমাধান করার জন্য India Post DIGIPIN নিয়ে এসেছে।
DIGIPIN কি:- DIGIPIN হলো আপনার বাড়ির লোকেশনের একটি পিন কোড, এই পিনের মাধ্যমে আপনার বাড়ি যে কেউ খুব সহজে খুঁজে বের করতে পারবে। তাকে কাউকে জিজ্ঞেস করতে হবে না বা ম্যাপে খুঁজতে হবে না।
DIGIPIN এর সঙ্গে বর্তমান PIN CODE এর পার্থক্য:- DIGIPIN হলো আপনার বাড়ির লোকেশনের পিন এবং আমরা যে PIN Code ব্যবহার করি সেটা একটি অঞ্চলের কোড। PIN Code মূলত একটি শহর কিংবা একটি পাড়াকে ইন্ডিকেট করে। অর্থাৎ বর্তমান পিন কোড ব্যবহার করলেও আপনার বাড়ি খুঁজে পাওয়া নতুন কোনো ব্যাক্তির জন্য কখনো কখনো কঠিন হতে পারে। কিন্তু DIGIPIN আপনার বাড়ির সঠিক লোকেশন ইন্ডিকেট করে যার ফলে যে কারোর পক্ষে আপনার বাড়ি খুঁজে পাওয়া সহজ হবে।
আরও খবর পড়ুন:- তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবের টাকা কবে দেওয়া হবে? জেনে নিন লেটেস্ট আপডেট।
DIGIPIN বের তৈরি করার পদ্ধতি:- আপনি যদি আপনার বাড়ির DIGIPIN না জানেন তবে সেটি বের করার জন্য ইন্ডিয়া পোস্টের ওয়েবসাইটে যেতে হবে। আপনার মোবাইলের যেকোনো ব্রাউজারে গিয়ে dac.indiapost.gov.in সার্চ করুন এবং এরপর আপনার কাছে দুটো অপশন দেখাবে, Know Your Pincode এবং Know Your DIGIPIN আপনি দ্বিতীয় অপশনটিতে ক্লিক করবেন এবং এরপর আপনার কাছে আপনার লোকেশন চাইবে। সেটি অন করে দিলেই আপনার সামনে ১০ অঙ্কের একটি DIGIPIN চলে আসবে।
DIGIPIN কিভাবে ব্যাবহার করবেন:- আপনি আজ পর্যন্ত যেসমস্ত স্থানে আপনার পুরো ঠিকানা ব্যবহার করতেন সেই সমস্ত স্থানে পুরো ঠিকানার পরিবর্তে ডিজিপিন ব্যাবহার করতে পারবেন এবং আপনি কাউকে কিছু পাঠাতে চাইলে তার DIGIPIN জেনে নিয়ে তার ঠিকানায় সহজেই কিছু পাঠিয়ে দিতে পারবেন।