আপনার বাড়িতে কোনো মহিলা রয়েছে বা আপনি কি একজন মহিলা তবে আজ আপনার সঙ্গে শেয়ার করে নেবো বিশ্বকর্মা যোজনার আওতায় আসা প্রধানমন্ত্রী ফ্রী শেলাই মেশিন যোজনার বিষয়ে। মূলত প্রধানমন্ত্রী ফ্রী শেলাই মেশিন যোজনা মহিলাদের স্বাবলম্বী করার জন্য কেন্দ্রীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ যোজনা। এই যোজনার আওতায় উপযুক্ত মহিলারা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ফ্রীতে সেলাই মেশিন পেয়ে থাকেন। এখনও পর্যন্ত ভারতের লাখ-লাখ মহিলা এই যোজনার লাভ পেয়েছেন।
প্রধানমন্ত্রী ফ্রী শেলাই মেশিন যোজনার বিশেষজ্ঞ:- এই যোজনার আওতায় বাড়ির মহিলাদের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে শেলাই মেশিন কেনার জন্য টাকা দেওয়া হয় এবং মহিলারা সেই টাকা কাজে লাগিয়ে নিজেদের ব্যাবসা শুরু করেন। আপনিও যদি হাত খরচ বা পার্টটাইম কাজের জন্য অপেক্ষা করে থাকেন তবে আজই এই যোজনার আওতায় আবেদন করুন।
কারা কারা আবেদন করতে পারবেন:- ভারতে থাকা প্রত্যেকটি মহিলা যাদের বয়স ১৮ বছরের বেশি তারা সকলে এই প্রকল্পের আওতায় আবেদন করতে পারবেন এবং আপনার পরিবারে ইনকাম দেড় লাখ টাকার কম হতে হবে।
আরও খবর পড়ুন:- রাজ্যের সরকারি স্কুলে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ হতে চলেছে। আবেদন করুন আজই।
কিভাবে আবেদন করবেন:- প্রধানমন্ত্রী ফ্রী শেলাই মেশিন যোজনায় আবেদন করবার জন্য আপনাকে নিকটবর্তী কোনো CSP সেন্টারে গিয়ে আবেদন করতে হবে অথবা আপনি ঘরে বসে মোবাইলের মাধ্যমেও এই প্রকল্পের আওতায় আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য বিশ্বকর্মা যোজনার ওয়েবসাইট PM Vishwakarma এ গিয়ে বিশ্বকর্মা স্কিমের জন্য আবেদন করতে হবে এবং আপনি কি কাজ করেন সেই ঘরে দর্জি অপশন সিলেক্ট করতে হবে।
কত টাকা দেওয়া হবে:- আবেদনকারীর আবেদনপত্র মঞ্জুর হলে আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ হাজার টাকা সরাসরি পাঠিয়ে দেওয়া হবে, যা দিয়ে আপনি শেলাই মেশিন কিনে নিজের কাজ শুরু করতে পারেন। তবে আপনি যদি দোকান খুলতে চান তবে আপনাকে আরো অতিরিক্ত ২০ হাজার টাকা দেওয়া হবে যা আপনি স্বল্প সুদে লোন হিসেবে পাবেন।
প্রয়োজনীয় ডকোমেন্স:- এই প্রকল্পে আবেদন করার জন্য আপনার কাছে গুরুত্বপূর্ণ কিছু ডকোমেন্স থাকা আবশ্যক। যেমন,
ক) আধার কার্ড
খ) ব্যাঙ্ক পাসবুক
গ) পাসপোর্ট সাইজ ছবি
ঘ) ইনকাম সার্টিফিকেট
ঙ) মোবাইল নাম্বার
তবে আর দেরি কিসের আজই আবেদন করুন প্রধানমন্ত্রী ফ্রী শেলাই মেশিন যোজনায় এবং ১৫ হাজার টাকা পান সরাসরি নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।