অনলাইনে শপিং করার পর বক্স ফেলে দেন? সাবধান হন এই ভুলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে পারে খালি।

প্রযুক্তি যত উন্নত হচ্ছে তারই সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বেড়ে চলেছে অনলাইন প্রতারণার পদ্ধতি। আজ আপনাদের সঙ্গে যে অনলাইন প্রতারণাটির কথা আলোচনা করবো তা বহু মানুষের সঙ্গে ইতিমধ্যেই হয়ে গিয়েছে। আপনি যদি এখনো সাবধান না হন তবে ভবিষ্যতে এরকম প্রতারণা আপনার সঙ্গেও হতে পারে।

বিভিন্ন ই-কমার্স সাইট থেকে আমরা প্রায়সই বিভিন্ন প্রয়োজনীয় জিনিস অর্ডার করি এবং আমাদের অর্ডার দেওয়া সামগ্রী বাড়িতে ডেলিভারি হবার পর। যে বক্সে করে সেই সামগ্রী ডেলিভারি হয় সেই বক্স আমরা অসচেতনতার সঙ্গে যেখানে সেখানে ফেলে দিই। এখানেই হয়ে যায় আমাদের দ্বারা সবচেয়ে বড়ো ভুল।

অনলাইন শপিংএর সেই বক্সে উপভোক্তার সমস্ত ইনফরমেশন লেখা থাকে। যেমন, উপভোক্তার নাম, বাড়ির ঠিকানা, ফোন নাম্বার, ইমেল আইডি ইত্যাদি। এই বক্স গুলো প্রতারকরা সংগ্রহ করে এবং তাদের প্রতারণার কাজে ব্যবহৃত করে। আপনি যখন আপনার ইনফরমেশন থাকা বক্সটি বাইরে ফেলে দিলেন এবং সেটা কোনো প্রতারকের হাতে পড়লো তখন সেই প্রতারক আপনাকে ফোন করে নির্দিষ্ট ই-কমার্স সাইটের নাম বলে আপনাকে কুপন কোড বা ক্যাশব্যাকের লোভ দেখাবে।

আরও খবর পড়ুন:- আবেদন করুন প্রধানমন্ত্রী ফ্রী শেলাই মেশিন যোজনায় এবং পেয়ে যান ফ্রীতে শেলাই মেশিন কেনার টাকা।

আপনি সমস্ত ইনফরমেশন সত্যি বলছে দেখে প্রতারককে সঠিক ভাবে আইডেন্টিফাই করতে না পেরে প্রতারকের পাতা ফাঁদে পা দেবেন। প্রতারক আপনাকে কনভিন্স করে জানাবে আপনার ইমেল আইডি অথবা ফোন নাম্বারে একটি লিঙ্ক পাঠানো হয়েছে সেই লিঙ্কে ক্লিক করলেই আপনি আপনার প্রাপ্য ক্যাশব্যাক বা কুপন পেয়ে যাবেন। আপনি যখনি সেই লিঙ্কে ক্লিক করবেন তখনি আপনার মোবাইলে একপ্রকার ভাইরাস ইনস্টল হয়ে যাবে এবং সেই ভাইরাস আপনার মোবাইলের যাবতীয় তথ্য যেমন, ব্যাঙ্ক ইনফরমেশন, গুরুত্বপূর্ণ ডকোমেন্স সমস্ত কিছু অ্যাক্সেস করে প্রতারকের কাছে পাঠিয়ে দেবে এবং তারপর একমুহূর্তে আপনার অ্যাকাউন্টের সমস্ত টাকা প্রতারকদের হাতে চলে যাবে।

এই ধরনের প্রতারণার হাত থেকে বাঁচার জন্য শপিং বাক্স বাইরে ফেলার পূর্বে তাতে থাকা আপনার ব্যাক্তিগত ইনফরমেশনের স্টিকার ভালো করে তুলে নেবেন। অথবা কালো মার্কার পেন দিয়ে ভালো করে মুছে দেবেন। এতে করে আপনার ব্যাক্তিগত ইনফরমেশন কারোর হাতে যাবে না এবং আপনি সেভ থাকবেন।

Leave a Comment