ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণের জন্য বিভিন্ন রকম সমাজ কল্যাণমূলক প্রকল্প কার্যকর করা হয়েছে। আর এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে সবথেকে উল্লেখযোগ্য প্রকল্পটি হলো লক্ষ্মীর ভান্ডার। কিন্তু এবারে লক্ষ্মীর ভান্ডারের আদলে আরো এক নতুন প্রকল্প কার্যকর করার প্রস্তাব সামনে আনলো ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। তবে আগামী দিনে বিজেপি সরকার রাজ্যে যে নতুন প্রকল্প চালু করতে চলেছে তা সংক্রান্ত তথ্য জেনে নেওয়া যাক।
২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের পক্ষ থেকে সমগ্র রাজ্যের গৃহলক্ষ্মীদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কার্যকর করা হয়েছিল। এই প্রকল্পের আওতায় আওতায় পশ্চিমবঙ্গের জেনারেল ও OBC সম্প্রদায় ভুক্ত মহিলাদের প্রত্যেক মাসে ১,০০০ টাকা এবং তপশিলি জাতি ও তপশিলি উপজাতি ভুক্ত মহিলাদের প্রত্যেক মাসে ১২০০ টাকার অনুদান দেওয়া হয়ে থাকে। আর এবারে এই প্রকল্পের আদলে রাজ্যে নতুন প্রকল্প কার্যকরী করতে উদ্যোগী হয়েছে বিজেপি সরকার।
আজ্ঞে হ্যাঁ, আসন্ন বিধানসভা নির্বাচনের পূর্বেই রাজ্যের জনগণের উদ্দেশ্যে বিজেপির তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে, আগামী দিনে বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার নামক এক বিশেষ প্রকল্প কার্যকর করা হবে। এর পাশাপাশি বিজেপি শিবিরের নেতাদের তরফে আরো জানানো হয়েছে যে, আগামী দিনে বিজেপি ক্ষমতায় এলে সমগ্র রাজ্যব্যাপী কর্মসংস্থানের ক্ষেত্রেও বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হবে। আর এর সম্পূর্ণটাই নির্ভর করছে আগামী বিধানসভা নির্বাচনের ফলাফলের উপরে। আগামী দিনে নতুন প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার চালু হবে কিনা তা সামগ্রিকভাবে আগামী বিধানসভা নির্বাচনের ফলাফলের উপরেই নির্ভরশীল হয়ে রয়েছে।
আরও খবর পড়ুন:- আগামীকাল থেকে আবারও শুরু হচ্ছে গরমের ছুটি। কতদিন চলবে জেনে নিন।
তবে সমগ্র ভারত জুড়ে যে হারে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি ঘটছে তা নজরে রেখে এবং ২০২৬ -এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে খুব শীঘ্রই লক্ষ্মীর ভান্ডারের অনুদান বৃদ্ধি সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি করতে পারে রাজ্য সরকার, এমনটাই জানা গিয়েছে বিভিন্ন সুত্রের তরফে প্রকাশিত তথ্য। এই সমস্ত সূত্রের তরফে প্রকাশিত রিপোর্টে আরও দাবি করা হয়েছে যে, আগামী দিনে লক্ষ্মীর ভান্ডারের আওতাধীন জেনারেল ও OBC সম্প্রদায়ের মহিলারা ১৫০০ টাকা এবং তপশিলি জাতির মহিলারা ১৮০০ টাকা করে অনুদান পাবেন। তবে ২৬ -এর বিধানসভা নির্বাচনের পূর্বে কিংবা পরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনুদান বাড়বে কিনা তা সম্পর্কে এখনও পর্যন্ত কোনো তথ্য জারি করা হয়নি রাজ্য সরকারের তরফে।