2025 class 11 exam routine west bengal board: একাদশ শ্রেণির প্রথম সেমিস্টারের পরীক্ষার রুটিন ও নিয়ম কি রয়েছে দেখে নিন এক নজরে

2025 class 11 exam routine west bengal board: উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে একটি নতুন নোটিফিকেশন প্রকাশিত করেছে। যেখানে ২০২৫২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে। এই নতুন নির্দেশিকায় পরীক্ষার সময়সূচি এছাড়া পরীক্ষার প্রশ্নপত্র প্রস্তুতি ও মূল্যায়ন পদ্ধতি নিয়ে বিস্তারিত নির্দেশ দেওয়া রয়েছে স্পষ্ট হবে যা সমস্ত স্কুলের জন্য বাধ্যতামূলক পালনীয়।

একাদশ শ্রেণির প্রথম সেমিস্টারের পরীক্ষা স্কুলের তত্ত্বাবধানে সেপ্টেম্বর থেকেই শুরু | 2025 class 11 exam routine west bengal board

আগের বছর একাদশ শ্রেণির পরীক্ষার স্কুল হোম সেন্টারেই হয়েছিল এবং যা পরীক্ষার প্রশ্ন স্কুলের তরফ থেকে করা হয়েছিল তবে সময়সূচী দেওয়া হয়েছিল সংসদের তরফ থেকে, এ বছরটা সম্পূর্ণ আলাদা হতে চলেছে। এই বছর থেকে একাদশ শ্রেণির প্রথম সেমিস্টারের জন্য কাউন্সিল নির্ধারিত রুটিন প্রকাশ করা হবে না স্কুল নিজে নিজে উদ্যোগেই পরীক্ষার সম্পূর্ণ প্রক্রিয়া নিজেরাই সম্পূর্ণ করবে। স্কুলের নির্দিষ্ট বিভাগ গুলি রয়েছে যেমন সায়েন্স আর্ট কমার্স এই বিষয়গুলি নিয়ে তারা আলাদা আলাদা বা একসঙ্গ করে রুটিন তৈরি করবে।

একাদশ শ্রেণির পরীক্ষার মূল্যায়নের নিয়মাবলী

যারা প্রথমবার মাধ্যমিক পাস করে উচ্চ স্তরে ভর্তি হয়েছে এবং একাদশ শ্রেণীর পরীক্ষায় বসে চলেছে। সেই সমস্ত ছাত্র-ছাত্রীদের জন্য এই নোটিফিকেশনটি জারি করেছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বিবৃত হল-

  • পরীক্ষার রুটিন উচ্চ মাধ্যমিক সংসদের পক্ষ থেকে প্রকাশ করা হবে না
  • স্কুল নিজে থেকেই পরীক্ষা গ্রহণ এবং প্রশ্নপত্র তৈরি খাতা ইত্যাদি দায়িত্ব পালন করবে
  • একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার পরীক্ষা হবে ১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে।
  • এই পরীক্ষার রেজাল্ট স্কুল নিজেরাই প্রকাশ করবে। 

বাইরের সংস্থার প্রশ্নপত্র ব্যবহার একদম নয় করা নির্দেশিকা

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদ থেকে সরাসরি নির্দেশ দিয়েছে কোন অবস্থাতেই বাইরে থেকে অর্থ দিয়ে প্রশ্নপত্র সংগ্রহ করা হবে না স্কুল সম্পূর্ণ নিজস্ব বিষয়ে শিক্ষকদের সাহায্যে প্রশ্নপত্র তৈরি করতে হবে।

বিসয়ডাউনলোড লিংক
নোটিফিকেশন নাম্বার (Memo No) L/PR/337/2025
তারিখ (Date): 23/06/2025 
Exam Routine Notice