এখন বাড়িতে বসে টাকা ইনকাম করার প্রচুর সুযোগ এসে গেছে। আপনি ভাবছেন কি করবেন এখন সরকারি চাকরি যে অবস্থা সেটা না পাওয়ার হতাশা না হয়ে নিজে হাতে বাড়িতে বসে অনলাইনে রিসেলিং ব্যবসা চালু করুন। এতে আপনার কোন পুঁজি লাগবে না শুধু ইন্টারনেট আর মোবাইল বা ল্যাপটপ থাকলেই হবে। এই ব্যবসায়ী কোন ধার বাকি হয় না এছাড়াও পণ্য মজুত কোন ঝামেলা নেই।আপনার প্রোডাক্ট তো বানাতে হয় না বা প্যাকিং করতে হবে না। শুধু একটা ভালো মার্কেটিং স্টেজি থাকলেই প্রতি মাসে ৩০ থেকে ৩৫ হাজার টাকা ইনকাম করা যায় অনায়াসে। চলুন এবার জেনে নিই রিসেলিং ব্যবসাটি কি আর কিভাবে আপনি এই ব্যবসা শুরু করতে পারবেন।
রিসেলিং মানে হলো কোন পণ্য নিজের তৈরি না করে অন্য কোন ওয়েবসাইট থেকে পণ্য সংগ্রহ করে নিজের নামে ওয়েবসাইট বানিয়ে বিক্রি করা। যেমন রয়েছে amazon, flipkart, roposo, mesho ইত্যাদিএখান থেকে সংগ্রহ করে ফেসবুক হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম বা shopify এইসব ওয়েবসাইটে নিজের নামে একটি অ্যাকাউন্ট বানিয়ে এর মধ্যেই বিক্রি করতে পারেন। এতে আপনি নিজে বিক্রেতা হবেন না কিন্তু মধ্যস্থকারী হিসেবে আপনি কিছু কমিশন পাবেন প্রোডাক্টের সেল অনুযায়ী।
আরোও খবর পড়ুন :=>আবেদন করুন LIC Scholarship এ এবং পেয়ে যান বার্ষিক ১৫ হাজার টাকা।
তাহলে এবার জেনে নিই যে রিসেলিং কি করে করব:-
- সরাসরি রেজিস্ট্রেশন করুন কোন রিসেলিং অ্যাপে যেমন রয়েছে flipkart, mesho, আমাজন ইত্যাদি ।
- আপনার পছন্দ পণ্য বেছে নিন যার কাস্টমারের চোখে পছন্দ হয় এবং তাদেরকে ছবি ও তথ্য শেয়ার করুন।
- কাস্টমার পছন্দ করলে আপনি তাদের অর্ডার নিয়ে দেন এবং প্রফিট মার্জিন সহ প্রাইস ঠিক করে দেন।
- অর্ডার কনফার্ম হলে ডেলিভারি পণ্য সরাসরি কাপ কোম্পানির মাধ্যমে কাস্টমারের বাড়ি পৌঁছে দেয়া হয়।
- এতে আপনার কোন চিন্তা থাকছে না মাঝখানে আপনি কিছু কমিশন পেয়ে যাচ্ছেন।
এই ব্যবসায় অনেক সুবিধা রয়েছে যেমন আপনার কোন পুঁজি লাগছে না পুঁজি ছাড়াই ব্যবসা শুরু করতে পারবেন এবং আপনার কোন স্টোর রুম এর দরকার থাকছে না পোট একটু রাখতে হয়নি হচ্ছে না ফুল টাইম বা পার্টটাইম পড়াশোনার ফাঁকেও বা চাকরির পাশেও করা যায়, ঘরে বসে আয় নিজের মোবাইল দিয়ে ব্যবসা চালানো সম্ভব। বিজ্ঞাপনের জন্য আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক কাস্টমারের কাছে তথ্য পৌঁছে দিতে পারেন।আপনি যদি প্রতিদিন পাঁচ থেকে দশটি পণ্য বিক্রি করতে পারেন তাহলে প্রতিটি পণ্য ১০০ থেকে ২০০ টাকা লাভ ধরা হয় দৈনিক দশটা করে হলে আপনি হিসাব করে নিন প্রতিদিন ১৫০০ টাকা ইনকাম হচ্ছে বাড়িতে বসে। না কোন চিন্তা না কোনো চাপ। অবশ্য শুরুতেই সময় দিতে হবে এবং ধৈর্য রাখতে হবে ধাপে ধাপে কাস্টমার বাড়লে আরো বাড়তে পারে। আপনি সফল হতে চাইলে বিশ্বাস তো এবং চাহিদা পণ্যবাসন। ভালো পণ্য কাস্টমারের কাছে ছবি ও ভিডিও পৌঁছে দিন উন্নত কোয়ালিটির ছবি থাকতে হবে। এতে কাস্টমারদের মনে আকর্ষণ বাড়বে। এছাড়াও আপনি আপনার কন্টাক্ট নাম্বারটা সেখানে দিয়ে দেবেন যাতে কাস্টমারের সঙ্গে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন এবং কাস্টমার কি চাইছে আপনি সেটা বুঝতে পারবেন। ডেলিভারি হতে যেন লেট না হয় সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। এবং প্রতিনিয়ত ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে পোস্টগুলি নিয়মিত পোস্ট দিন। যাতে কাস্টমার প্রতিদিন নতুন নতুন প্রোডাক্টটি দেখতে পায়। অনলাইনে রিসেলিং ব্যবসাটি শুধু ট্রেন্ড নয়, এটি একটি স্থায়ী আয়ের সম্ভাবনা তৈরি করতে সাহায্য করে কম খরচে কম ঝুঁকিতে ঘরে বসে অর্থ উপার্জনের সহজ উপায়। যদি আপনি সঠিকভাবে ব্যবসা করতে পারেন তাহলে প্রতি মাসে 30 থেকে 35 হাজার টাকা অনার্সে ইনকাম করা সম্ভব।