SSC MTS Recruitment 2025: মাধ্যমিক পাশে সরকারি দপ্তরে স্টাফ নিয়োগ, ২২,২০০/- টাকা বেতনে স্টাফ সিলেকশন কমিশনে নিয়োগ

SSC MTS Recruitment 2025: বেশ কয়েক হাজারেরও বেশি শূন্য পদে মাল্টিটাকিং স্টার পদে নিয়োগ করছে স্টাফ সিলেকশন কমিশন। স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে MTS আবান্দার পদে নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে। ভারতবর্ষের স্বীকৃত যে কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। 

পশ্চিমবঙ্গে সরকারি চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে একটি খুশির খবর। কেননা কেন্দ্রীয় সরকারের একটি সংস্থার স্টাফ সিলেকশন কমিশন প্রতিবছরের ন্যায় এ বছরেও নতুন বিজ্ঞপ্তি জারি করেছে বেশ কিছু শূন্য পথ দিয়ে তাদের দপ্তর গুলিতে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে।  তাই এক নজরে দেখে নিন কিভাবে এখানে আবেদন করবেন শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে ইত্যাদি বিষয়বস্তু।

পদের নামঃ মাল্টি টাকিং স্টাফ (MTS) ও হাবালদার 

মোট শূন্যপদঃ ১০৭৫ টি 

শিক্ষাগত যোগ্যতাঃ একই আগস্ট ২০২৫ তারিখের আগে যদি মাধ্যমিক পাস করে থাকে সরকারি স্বীকৃত কোন বোর্ড থেকে তবে তারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও উচ্চ যোগ্যতায় চাকরি প্রার্থীরাও এখানে আবেদন করতে পারবেণ। 

বয়সঃ মাল্টি টাস্কিং স্টাফ বা MTS পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের নিম্নতম বয়স হতে হবে ১৮ বছর। এইসব পদের জন্য সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে অর্থাৎ আবেদনের ইচ্ছুক প্রার্থীর বয়স হতে হবে ২ আগস্ট ২০০০ সাল থেকে ১ই আগস্ট ২০০৭ সাল পর্যন্ত জন্ম তারিখ রয়েছে এমন চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও যদি আপনার কাজ ক্যাটাগরি অন্তর্গত হয়ে থাকেন তবে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় আপনারা এখানে পেয়ে যাবেন।

বেতনঃ কেন্দ্রীয় সরকারের সপ্তম বেতন কমিশন অন্তর্গত পেয়ে লেবেল ১ অনুযায়ী প্রতি মাসে বেতন নিযুক্ত ব্যক্তি পায়ে যাবেন। এই বিষয়ে আরো ভালো বিস্তারিত জানতে আপনারা নিচে দেওয়া নোটিফিকেশনটি ডাউনলোড করুন। 

নিয়োগ পদ্ধতিঃ উভয় পদের জন্যই একটা কম্পিউটার বেসিক একটি লিখিত পরীক্ষা দিতে হবে অপরদিকে শুধুমাত্র হাবিলদার পদের জন্য লিখিত পরীক্ষার উত্তীর্ণ হওয়ার পর একটি শারীরিক পরীক্ষা দিতে হবে। 

পরীক্ষার সিলেবাসঃ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে MTS ও হাওয়ালদার পদের নিযুক্ত হওয়ার জন্য দুটি সেশনে পরীক্ষা দিতে হবে এক্ষেত্রে প্রথম সেশনে গণিত এবং রিজিনিং বিষয়ের ২০ করে মোট ৪০ টি প্রশ্ন থাকবে এবং পরীক্ষার্থীর জন্য মোট ৪৫ মিনিট সময় পাবেন চাকরিপ্রার্থীরা। এরপর দ্বিতীয় সেকশনে সাধারণ জ্ঞান এবং ইংরেজি ভাষার উপর ২৫ নাম্বার করে মোট ৫০ নম্বরের পরীক্ষা দিতে হবে ৪৫ মিনিট সময় দেয়া হবে চাকরিপ্রার্থীকে। 

আবেদন পদ্ধতিঃ ইচ্ছুক চাকরিপ্রার্থীরা চাইলে অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারেনি এর জন্য আপনাকে স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট https://ssc.nic.in/ করতে হবে এবং এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার সমস্ত তথ্য ও ডকুমেন্ট সাবমিট করে আবেদন করতে পারবেন। 

আবেদনের মূল্যঃ 

General/OBC/EWS পুরুষ- ১০০ টাকা,

SC/ST/PWD/মহিলা- NIL

নিয়োগ কারি সংস্থাসিলেকশন কমিশন
পদের নামমাল্টি টাকিং স্টাফ (MTS) ও হাবালদার 
বয়স১৮ থেকে ২৫ বছর
বেতন২২২০০/-
আবেদন পদ্ধতিঅনলাইন
অফিসিয়াল ওয়েবসাইটhttps://ssc.nic.in/
অফিসিয়াল নোটিফিকেশনDownload