ভারতের কর ব্যবস্থাকে আরো উন্নতি স্বচ্ছ সুরক্ষিত করতে আয়কর দপ্তর সম্প্রতি প্যান কার্ড ২.০ চালু করেছে আর এই প্যান কার্ড হবে সম্পূর্ণ ডিজিটাল এবং আধুনিক ফিচার থাকবে এতে, যার মাধ্যমে খুব সহজেই পরিচয় এবং তথ্য যাচাই করা যাবে। তবে চিন্তার কোন কারণ নেই পুরনো প্যান কার্ড ও আগের মতোই বৈধ থাকবে।
এই প্যান কার্ডে থাকছে :বেশ কয়েকটি সূত্র খুঁটিয়ে জানা গেল যে এই ডিজিটাল প্যান কার্ড একদম বিনামূল্যে আপনাদের ইমেল এর মাধ্যমে পাঠানো হবে এমনকি যারা চাইবে তাদেরকে ফিজিক্যাল কপি সামান্য চার্জ নিয়ে তাদের বাড়িতে পিয়নের মাধ্যমে বাড়িতে পৌঁছে যাবে।
এছাড়াও জানা যাচ্ছে যে এই প্যান কাডে কিছু আধুনিক ফিচার্স রয়েছে যা স্ক্যান করলেই সমস্ত তথ্য পরিচয় পাওয়া যাবে এই প্যান কার্ডের মাধ্যমে। এমনকি ডিজিটাল platform এর সমস্ত পরিচয় পাওয়া যাবে প্যান কার্ডের মাধ্যমে, পাশাপাশি ব্যবহারকারীদের তত্ত্ব থাকবে সম্পূর্ণ সুরক্ষিত নিরাপদ।
এই ডিজিটাল প্যান কার্ডটি আবেদন করতে হলে: আবেদনকারী কে প্রথমে NSDL এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে তারপর প্যান নাম্বার জন্ম তারিখ এবং আধার কার্ড সংক্রান্ত সমস্ত তথ্য ইনপুট করতে হবে। তারপর মোবাইলে আসা বা ওটিপি দিয়ে যাচাই (Verify)করতে হবে। তবে বলে রাখি আপনাদের প্যান কার্ডে কোনরকম বানান ভুল বা কোন রিকোয়েস্ট থাকলে প্রথম তিনবার কোন চার্জ সংগ্রহ করা হবে না গ্রাহকদের কাছ থেকে। তবে এর পরিবর্তে প্রতিটি রিকোয়েস্টে 8.26 টাকা ফ্রি লাগবে।
এছাড়াও এপ্লিকেশনের পর এক ঘণ্টার মধ্যে আপনার ইমেল আইডিতে পৌঁছে যাবে ডিজিটাল প্যান কার্ড ২.০। আপনি যদি ফিজিক্যাল প্যান কার্ড চান তাহলে আপনার কাছ থেকে অতিরিক্ত ৫০ টাকা ধার্য করা হবে তারপর পোস্ট অফিসে মাধ্যমে আপনার ঠিকানায় নতুন ডিজিটাল প্যান কার্ড ২.০ পৌঁছে দেয়া হবে।
আরোও খবর পড়ুন: Indian Airforced Agniveer Recruitment 2025: উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় বায়ুসেনায় অগ্নিবীণ নিয়োগ, ২০২৫ বায়ু সেনাতে অগ্নিবির নিয়োগ
কেন আনা হলো এই পরিবর্তন : আসলে ডিজিটাল প্যান কার্ড ২.০ এর পিছনে মূল উদ্দেশ্য হলো সরকারের নৈতিক ব্যবস্থাকে আরও ডিজিটাল এবং কাগজবিন করে তোলার সম্ভব। পরিচয় পাশাপাশি সহজ করা এবং প্যান কার্ড সংক্রান্ত সমস্ত তথ্। এমনকি ডিজিটাল ইন্ডিয়া মিশনকে বাস্তবায়নের পথে রূপবায়ন দেয়া যাবে।
প্রয়োজনীয় নথি পত্র
পরিচয়ের প্রমাণ (PoI) | আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এক কপি পাসপোর্ট ছবি । |
ঠিকানার প্রমাণ (PoA) | ইউটিলিটি বিল, ভাড়া চুক্তি বিল অথবা ব্যাংক স্টেটমেন্টএইসব লাগবে । |
জন্ম তারিখের প্রমাণ (DoB) | জন্ম সার্টিফিকেট, admit card বা স্কুল পরিত্যাগের সার্টিফিকেট, পাসপোর্ট এইসব লাগবে । |
এই পদক্ষেপগুলি অনুসরণ করে, আপনি নির্বিঘ্নে অনলাইনে প্যান কার্ড 2.0 এর জন্য আবেদন করতে বা আপগ্রেড করতে পারেন, আয়কর বিভাগ কর্তৃক প্রদত্ত উন্নত পরিষেবা উপভোগ করার সাথে সাথে কর বিধি মেনে চলা নিশ্চিত করতে পারেন।