সরকারি স্কলারশিপ থেকে কত টাকা পাওয়া যাবে ? মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক পাশে কত নাম্বার লাগছে এই স্কলারশিপ পাওয়ার জন্য?জেনে নিন

কেন্দ্রীয়ও রাজ্য সরকার প্রতি বছর মত এ বছরও উচ্চশিক্ষার জন্য পড়ুয়াদের স্কলারশিপ চালু করে দিয়েছে।ইতিমধ্যে নানান সরকারি বেসরকারি স্কলারশিপ এর জন্য আবেদন গ্রহণ প্রক্রিয়া চালু হয়ে গেছে তার ফলে বেশ চিন্তিত শিক্ষার্থীরা, যে কত শতাংশ নাম্বার পেলে এই স্কলারশিপ আবেদন করা যাবে এবং তাদের  প্রাপ্ত নাম্বারের ভিত্তি করে স্কলারশিপ দেয়া হবে। যেসব পড়ুয়ারা মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক কে অন্তত ৫০% ওপরে নাম্বার পেয়ে থাকলে তাদের জন্য এই স্কলারশিপ পাওয়ার সুবর্ণ সুযোগ থাকবে। 

 কিন্তু যারা ৪৫% নাম্বার পেয়ে পাস করেছে তারাও এপ্লাই করতে পারে সে ক্ষেত্রে স্কলারশিপ পাওয়ার সুযোগ খুবই সামান্য মাত্র। অর্থাৎ মাধ্যমিকে যারা ৭০০-র মধ্যে  ৩৫০ এর ওপরে  নাম্বার পেয়ে পাস করেছে তারা আবেদন করলে খুব সহজেই এই স্কলারশিপ পেয়ে  যাবে। এবং যারা উচ্চমাধ্যমিকে বেস্ট অফ ফাইভ এর ভিত্তিতে  ৫০০ মধ্যে  ২৫০ ওপরে নাম্বার পেয়ে পাস করেছে তাদের জন্য সরকারি স্কলারশিপ অনায়াসেই পেয়ে যাবে।

আরো ও খবর পড়ুন :একলা জুলাই থেকে হতে চলেছে বড় বদল! ট্রেনের টিকিট বুকিং থেকে গ্যাসের দাম সবকিছুই।

যেসব শিক্ষার্থী মাধ্যমিক উচ্চমাধ্যমিকে  ৬০ শতাংশ নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছে(ফার্স্ট ডিভিশন) বা এর থেকেও বেশি নাম্বার পেয়ে পাশ করেছে তাদের জন্য কিছু মেধা ভিত্তিক স্কলারশিপ চালু করা , হয়েছে। যেমন মাধ্যমিকে ৭০০ মধ্যে ৪২০ বা তার বেশি নাম্বার পেয়ে পাস করেছে এবং উচ্চমাধ্যমিকে 500 এর মধ্যে 300 বেশি নাম্বার নিয়ে পাস করেছে যেসব শিক্ষার্থীরা তাদের জন্য কিছু মেধা ভিত্তিক স্কলারশিপ চালু করেছেন। মেধাবৃত্তিক স্টুডেন্টদের জন্য স্কলারশিপ গুলির নাম হলো: –

  • স্বামী বিবেকানন্দ কলারশিপ এই স্কলারশিপ বৃত্তির পরিমাণ এর উপর ভিত্তি করে বাৎসরিক ১২০০০ থেকে ৬০ হাজার টাকা পেয়ে থাকবে।
  • aikyashree svmcmএই  স্কলারশিপে সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের জন্য বছরে ১২০০০ থেকে ৬০ হাজার টাকা দেয়া হবে।

aikyashree এই  স্কলারশিপ সংখ্যালঘু ছাত্র-ছাত্রীরা যদি ৬০% এর ওপর নাম্বার পেয়ে পাস করে থাকে তবে সরাসরি স্বামী বিবেকানন্দ মেরিটকাম মিন স্কলারশিপ ট্রান্সফার হয়ে যাবে।

 আশা করি আমি তোমাদের সবাইকে ভালো করে বোঝাতে পেরেছি। আর তোমাদের জন্য যথেষ্ট কার্যকরী ইনফরমেশন  ছিল । তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী স্কলারশিপ সিলেক্ট করে আবেদন করে ফেলবে।  আর আমাদের মূল লক্ষ্য হলো সমস্ত ছাত্র-ছাত্রীরা যাতে আমাদের কাছ থেকে সবার প্রথমে  সঠিক আপডেট পেয়ে যাবে।