JMS Merit Scholarship 2025: স্কলারশিপে আবেদন করলেই পেয়ে যাবেন ১২০০০ টাকা

JMS Merit Scholarship 2025: অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের জন্য সমাজের বিভিন্ন সমাজসেবী ও প্রাইভেট সংস্থা এবং পশ্চিমবঙ্গের সরকার দ্বারা বিভিন্ন স্কলারশিপ আয়োজিত করা হয়েছে তার মধ্যে একটি স্কলারশিপ হলো। JMS Sethai Charitable Trust এনজিও এর পক্ষ থেকে পশ্চিমবঙ্গের নির্বাচিতি ও পড়ুয়াদের বারো হাজার টাকা স্কলারশিপ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। আপনি কারা আবেদন করতে পারবে অনলাইন আবেদনের লিংক সমস্ত কিছু আজকের এই প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরবো। 

JMS Merit Scholarship 2025। জে.এম সেঠিয়া স্কলারশিপ

এটা একটি এনজিও দ্বারা পরিচালিত প্রাইভেট স্কলারশিপ এর পক্ষ থেকে স্কলারশিপ দেয়া হয় এই স্কলারশিপ প্রদানের মূল উদ্দেশ্য দেশের সমস্ত অর্থনীতির দিক দিয়ে পিছিয়ে পড়া মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে উৎসাহিত করে তোলা।

বিষয়তথ্য
স্কলারশিপ এর নামJMS Merit Scholarship 2025
যোগ্যতামাধ্যমিক পাস উচ্চমাধ্যমিক পাশ ও কলেজ পড়ুয়া বা যেকোন পেশাগত কোর্স
আবেদনের জন্য কত নাম্বার প্রয়োজন৭৫ শতাংশ নাম্বার সহ পাস
স্কলারশিপ এ বৃত্তির পরিমাণ১২০০০ টাকা পর্যন্ত
আবেদন পদ্ধতিঅনলাইনে আবেদন করুন
JMS Merit Scholarship 2025
JMS Merit Scholarship 2025

JMS Merit Scholarship 2025। আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা সমূহ

আবেদন করার জন্য পূর্ববর্তী ক্লাসে ৭৫% নাম্বার সহ পাশ থাকতে হবে এছাড়াও স্নাতকোত্তর পড়ুয়াদের জন্য ৬৫% নিয়ে ক্লাস উত্তীর্ণ হতে হবে, পেশাদার কোর তোমাদের জন্য ৫০% নাম্বার নিয়ে উত্তীর্ণ হলে এখানে আবেদন করা যাবে।

  • পারিবারিক বাৎসরিকায় ১,২০০০০/- টাকার বেশি হলে চলবে না
  • একবারে সেই ক্লাসে বেশি নাম্বার সহ পাস থাকতে হবে
  • অন্য টাইম রেগুলার করছে বা পার্ট টাইম হলে চলবে না
কোর্সপ্রয়োজনীয় নাম্বার
৯-১০ শ্রেণী পড়ুয়াদের৭৫% নাম্বার নিয়ে পাস থাকতে হবে
১১-১২ শ্রেণী পড়ুয়াদের৭৫% নাম্বার নিয়ে পাস থাকতে হবে
গ্রাজুয়েশন কোর্স জন্য৬৫%
পোস্ট গ্রাজুয়েটদের জন্য৫০% নাম্বার নিয়ে পাস থাকতে হবে
প্রফেশনাল কোর্স (B.tech, MBBS, CA ইত্যাদি)৫০% নাম্বার নিয়ে পাস থাকতে হবে

JMS Merit Scholarship 2025 অনলাইন আবেদন পদ্ধতি

এই স্কলারশিপটি আবেদন করার জন্য আপনাদেরকে অনলাইনে সাইবার ক্যাফের মাধ্যমে সেখানে গিয়ে আবেদন করতে পারেন এর জন্য আপনারা অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন-

  1. এনরোলমেন্ট ফরম ফিলাপ পেজে গিয়ে স্কলারশিপ এর জন্য আবেদন পত্র পূরণ করতে হবে
  2. নাম নিজের পিতা মাতার নাম নিজের জন্মতারিখ মোবাইল নাম্বার ইমেইল আইডি নিজের এড্রেস পরীক্ষার রেজাল্টের বিবরণ যাবতীয় একাডেমিকাল তথ্য আপনাকে এখানে ফিলাপ করতে হবে।
  3. এই প্রসেসটি কমপ্লিট হয়ে গেলে আপনার প্রয়োজনীয় নথিগুলোর পিডিএফ আকারে আপলোড করা ফরম জমা করে নিলেই আপনার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে।

JMS Merit Scholarship আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট গুলি কি কি ?

জে.এম সেঠিয়া এই স্কলারশিপ আবেদন প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে সম্পন্ন হয় আবেদন পড়ার সময় আপনাকে যে সমস্ত ডকুমেন্টগুলি আপলোড করতে হবে তার নিম্নে বিবৃত হইল-

  1. পূর্ববতী ক্লাসের রেজাল্ট
  2. পরিবারের বার্ষিক ইনকাম সার্টিফিকেট
  3. সাইজ ফটোগ্রাফ
  4. জাতিগত সার্টিফিকেট যদি থাকে অথবা BPL রেশন কার্ড
  5. নিচের ব্যাংকের পাসবুক
আবেদন শুরু তারিখআবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে
শেষ তারিখ৩০ শে জুলাই ২০২৫
অফিসিয়াল ওয়েবসাইটApply
ডাউনলোড নোটিফিকেশনDownload

Leave a Comment