Lakshmi Bhandar July Update: লক্ষী ভান্ডার নিয়ে বিরাট আপডেট। লক্ষী ভান্ডারের টাকা জুলাই মাসে কবে পাবেন দেখে নিন

Lakshmi Bhandar July Update: পশ্চিমবঙ্গের সব থেকে বড় প্রকল্প জনপ্রিয় একটি প্রকল্প হল লক্ষীনারায় প্রকল্প। জুলাই মাসে লক্ষী ভান্ডারে টাকা কবে ঢুকবে, এবার কি ডবল পাওয়া যাবে? আপনি যদি নতুন আবেদনকারী হন আপনার টাকা কবে ঢুকবে এবং পুরনো আবেদনকারীদের টাকা কবে ঢুকবে তার সঙ্গে সঙ্গে যারা প্রতিবন্ধী ভাতা বার্ধক্য ভাতা ইত্যাদি ভাতা রয়েছে তারা তারা কবে থেকে টাকা হবে সমস্ত কিছু বিস্তারিত।

পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতিতে প্রায় দুই কোটি ১১ লক্ষের বেশি মহিলারা এই লক্ষী ভান্ডার প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে সুবিধা উপভোগ করছেন। বেশ তপশিলি উপজাতি মহিলাদের জন্য বারোশো টাকা ভাতা দেওয়া হয় ও জেনারেল কাস্ট মহিলাদের জন্য হাজার টাকা ভাতা দেওয়া হয়। 

তিন দিন লক্ষ্মী ভান্ডারের প্রকল্প জনপ্রিয় বাড়ার সাথে সাথে উপভোক্তায় সংখ্য বেড়ে যাচ্ছে , এই জুলাই মাসেই কয়েক হাজার নতুন লক্ষীবাজার আবেদনকারী মহিলারা পেয়ে যাবেন লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে। 

প্রতিবছর দুয়ারে সরকার প্রকল্পের মধ্যে লক্ষী ভান্ডার আবেদনকারী এরা এই প্রকল্পের জন্য নাম লেখা এবং যাদের ডকুমেন্ট ভেরিফিকেশন ইতিমধ্যে হয়ে গিয়েছে তাড়াও এই জুলাই মাসে তাদের ব্যাংক একাউন্টে এই প্রকল্পের টাকা পেয়ে যাবেন। লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা সমাজের গরিব ও মধ্যবর্তী স্তরের মহিলাদের দেওয়া যাবে তারা সংসারের খরচ বহাল রাখতে পারে। এই দ্রব্যমূল্য বৃদ্ধির যুগে। এবার আপনি চিন্তা করেন টাকা নিয়ে। কোন কাজে ব্যবহার করবেন, সংসারের কাছে নাকি নিজের শখ আল্লাহ পূরণ করতে।

কবে ঢুকবে লক্ষ্মী ভান্ডারের টাকাঃ কোন সরকারি যে সমস্ত ভাতা রয়েছে যেমন বার্ধক্য ভাতা বিধবা ভাতা, এই সমস্ত টাকাগুলি প্রতি মাসে ১ থেকে ১০ তারিখের মধ্যে ব্যাংক একাউন্টে পাঠিয়ে দেয়া হয় সরকার তরফ থেকে। যদিও এই মাসে এক তারিখে ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম দিবস ও ৬ তারিখে মহরম তাই এই ২ তারিখ বাদে আপনাদের যেকোনো একদিন টাকা আপনাদের ব্যাংক একাউন্টে আসতে পারে