OPPO F29 ফোন 2399 টাকা ডিসকাউন্টসহ পাওয়া যাচ্ছে ভারতের বাজারে, 6500mh ব্যাটারি ও 8GB Ram সহ 5G স্মার্টফোন জেনেনিন সম্পূর্ণ ডিটেইল

OPPO F29: মার্চ মাসে ভারতীয় বাজারে OPPO তাদের F সিরিজের OPPO F29 5G ফোনটি লঞ্চ করেছিল। প্রতিবছর ওপো মোবাইল কোম্পানিটি নতুন নতুন ফোন ও ফিচারসহ লঞ্চ করে মোবাইলের দুনিয়ায় জনপ্রিয় হয়ে উঠেছে তাদের ক্যামেরা ব্যাটারি সার্ভিস ও সুপার ফিচারস গুলি ব্যবহারকারীর নজর কাটতে সক্ষম হয়। নতুন ফোনটিতে রয়েছে 8GB RAM ও Snapdragon 6Gen 1 Processor ব্যাটারি রয়েছে 6500Mah এইসহ পেশ করা হয়েছিল তখন এই ফোনটা দাম ছিল 23,999 বর্তমান সময়ে এই ফোনটিতে ডিসকাউন্টসহ বিক্রি করা হচ্ছে 2399 টাকাতে। ফোনটি আপনারা কম দামে কোথা থেকে পাবেন এই সমস্ত বিষয়গুলি নিম্নে আলোচনা করা হলো।

OPPO F29 5G ফোনের বিশেষ অফার 

যেহেতু বর্তমান ক্যামেরা ও ব্যাটারি সার্ভিসের দিকে মানুষ তাকিয়ে মোবাইল ক্রয় করে তাই সবথেকে প্রথম চয়েস থাকে কম দামে ভালো ফোন কিনতে গেলে OPPO ফোরজি পরিষেবা চালু হওয়ার পর থেকে অপ্পো ফোনটি ভারতীয় বাজারে বেশ জনপ্রিয় হয়ে ওঠে আর তারা প্রতিবছর নতুন নতুন ফিচার্স নিয়ে আসে যাতে ইউসাররা সহজেই এরাগুলো ব্যবহার করে নিতে পারে। এই ফোনগুলি কম দামে কোথায় পাবেন তার নিম্নে আলোচিত হলো-

  • যেহেতু উপরোক্ত দেওয়া কোনটি ২০২৫ সালের মার্চ মাসে লঞ্চ করা হয়েছিল যা এখন ডিসকাউন্টসহ বিক্রি হচ্ছে আমাজনে আপনারা কিনতে গেলে ফোনটি ডিসকাউন্ট পাবেন 2399 টাকা
  • এই ব্যাংক অফার হিসাবে সিলেক্টেড ব্যাংক ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ডিসকাউন্ট পাবেন
  • যে সমস্ত ব্যাংক দিয়ে কিনতে গেলে আপনারা ডিসকাউন্ট পাবেন AXIS, SBI, HDFC, ICICI, BOB, DSB, Federal Bank এই সুবিধাগুলি 
  • ক্রেতারা এই সমস্ত ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করে এই ফোনটি সংগ্রহ করতে পারবেন
  • এই কোনটি আপনারা যদি ক্যাশ দিয়ে কেনেন তাহলে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন
  • EMI সহ যদি এই ফোনটি আপনারা কিনতে চান তাহলে ওই ডিসকাউন্ট অফার প্রযোজ্য হবে না ফোনটির দাম হবে 23,999/- 
  • উল্লেখিত ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে সম্পূর্ণ পেমেন্ট করলে OPPO F29 5G ফোনটির দাম হবে 21,600 টাকা। 
OPPO F29
OPPO F29
PhoneOPPO F29
Display2412 × 1080 পিকসেল রেজুলেশন সাপোর্টেড 6.7 ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে
ProcessorAndroide 15 কালার ওএস 15 করা হয়েছে ফোনটিতে এআই পাওয়ারের জন্য OPPO F29 5G ফোনে NPU 770 Hexagon প্রসেসর দেওয়া হয়েছে।
ফটোগ্রাফি করার জন্য OPPO F29 কোনটিতে রয়েছে ডুয়েল বেয়ার ক্যামেরা সেটআপ এই ফোনটিতে OIS ফিচার সহ এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল মোনোক্রোম ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য OPPO F29 ফোনে এফ/2.0 অ্যাপারর্চারযুক্ত 16 মেগাপিক্সেল Sony IMX480 সেন্সর যোগ করা হয়েছে।
Bettery পাওয়ার ব্যাকআপের জন্য কোনটিতে 6,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে গেম খেলার জন্য একটি বেস্ট ফোন হিসেবে পরিচিত

OPPO F29 ফোনটির বিশেষ ফিচার

  • এই ফোনটিতে অ্যান্ড্রয়ে ওএস আপডেট রয়েছে
  • এছাড়া অপো কোম্পানির পক্ষ থেকে এই ফোনটিকে তিন বছরের সিকিউরিটি আপডেট দেওয়া রয়েছে 
  • রিজার্ভ চার্জিং সিস্টেম দেওয়া রয়েছে 
  • OPPO F29 ফোনটিতে জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP66 + IP68 + IP69 রেটিং রয়েছে।
  • ফোনটিকে  শক্তিশালী করে তোলার জন্য 360° Armour Body দেওয়া হয়েছে।
  • এই ফোনটির স্ক্রিন প্রটেকশনের জন্য Corning Gorilla Glass 7i ব্যাবহার করা হয়েছে।

Leave a Comment