Skip to content
Prabhat 365
  • Home
  • প্রকল্প
  • স্কলারশিপ
  • চাকরির খবর
  • অর্থনীতি
  • টেক নিউজ
  • অন্যান্য

EPFO  পেনশন নিয়ে কেন্দ্র সরকার কিছু স্বস্তির খবর জানালো। এর ফলে  হাফ ছেড়ে বাঁচলো , পেনশনভোগীরা !

July 7, 2025June 30, 2025 by prabhat 365
EPFO  পেনশন নিয়ে কেন্দ্র সরকার কিছু স্বস্তির খবর জানালো। এর ফলে  হাফ ছেড়ে বাঁচলো , পেনশনভোগীরা !

কেন্দ্র সরকার এবারEPFO সদস্যদের উদ্দেশ্য করে সতর্ক জারি করল। কেন্দ্র কর্মী এবং পেনশন ভোগীদের জন্য নতুন একটি নোটিশ জারি করেছেন।সেখানে বলা হয়েছে  ২৮ জুলাই ২০২৫মধ্যেযেসব কর্মীরা ও পেনশনভোগীরা এই তারিখের মধ্যে এই তারিখের মধ্যে ইপিএফও form জমা না দিতে পারলে পেনশন বন্ধ করে দেয়া হবে। এই বিষয় নিয়ে মুখ খুলল কেন্দ্র সরকার ।

এদিকে  ইপিএফও নিয়ে সতর্ক করলো সরকার:ভবিষ্যৎ ভবিষ্যৎ নিধি সংগঠন বা ইপিএফও স্টাফ সরাসরি জানিয়ে দিয়েছেন এইসব  গুজব খবরে  কান দেবেন না। EPFO এর পরিষেবা বন্ধ হবে না বলে জানাচ্ছেন।এর পাশাপাশি পিআইবি এর ফ্যাক্ট ইউনিটি স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন এরকম ধরনের নোটিশ কোন জারি করা হয়নি। এমন কোন নির্দেশ দেননি যে এই ফর্মটি পূরণ না করলে পেনশন বাতিল করা হবে ।

PIBফ্যাট চেক ক্রাউডের এই ধরনের ভুল তথ্য কান না দেওয়ার জন্য নির্দেশ করল। এছাড়াও পিপিএফও কোন কিছু আপডেট দিলে সমস্ত তথ্য আপনারা অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে পেয়ে যাবেন বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাবেন। এক সপ্তাহের শুরুতেই ইপিএফও অটো উত্তোলনের সীমা এক লক্ষ টাকা বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হয়েছে। 

ইপিএফও ন্যূনতম পিএস পেন্সিল প্রতি মাসে ১০ হাজার টাকা থেকে বাড়ি এ ৭৫০০ টাকা করার প্রস্তাবনা রেখেছেন। কর্মচারীর পেনশন প্রকল্পে ইপিএস আয়তের ৬০ লক্ষ টাকার বেশি পেনশন ভোগী উপকৃত হবে। 

জীবনযাত্রা ব্যয় বৃদ্ধি :কর্মচারীরা তাদের জীবন জুড়ে  ইপিএফও এ আবেদন রাখিল বছরের পর বছর প্রায় দর্শক ধরে দেশের কর্মশক্তি সংগঠন উৎসর্গ করেন এবং তাদের অবসরকালীন আয় অটল রাখার প্রতিফলন ঘটায়। দুর্ভোগ বসন্ত বিদ্যামান পেনশনের কাঠামো তাদের আজীবন অবদানের  প্রতি ন্যায় বিচার করতে ব্যর্থ হয়েছে।

 উচ্চতর পেনশন প্রদানের ফলে অবসরপ্রাপ্ত পরিবার  সদস্যদের ওপর খুব বেশি নির্ভর না করে তাদের দৈনিক খরচ মেটাতে পারবেন। এই আর্থিক স্বাস্থ্য শাসন তাদের মর্যাদা রক্ষার এবং অবসর পরবর্তী জীবনও আরামদায়ক নিশ্চিত করার মূল চাবিকাঠি বলে গণ্য  করেছেন। 

আরোও খবর: RRB Recruitment Board 2025: মাধ্যমিক পাশ যোগ্যতাই রেলওয়ে টেকনিশিয়ান নিয়োগ

EPFOপেনশনভোগীদের পরবর্তীতে কি করা উচিত:

সংশোধিত পেনশনের দিয়ে সুবিধা পেতে পেনশন রোগীদের ইপিএফও রেকর্ডে তাদের বিবরণ আপডেট করতে হবে এবং সহজ পদ্ধতি গুলি অনুসরণ করতে হবে।

  1. নিকটতম ইপিএফও সেবা কেন্দ্রে যান অথবা epfindia.gov.inএই ওয়েবসাইটে লগইন করুন।
  2. আপনার ই কোআইসি এবং আঁধার যুক্ত ব্যাংকের পাসবুকের বিবরণ আছে তা আপডেট আছে কিনা নিশ্চিত করুন।
  3.  আপনি যদি জীবন সনদপত্র বাকি থাকে তাহলে তা জমা দিন।
  4.  আপনার ব্যাংক পাসবুক অথবা UMANG আপডেট করা পেন্সিল ক্রেডিট পরীক্ষা করুন।

ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের কারণে ট্রেন্ড ইউনিয়নগুলি ১০০০০ টাকা থেকে ৭৫০০ টাকা বৃদ্ধির দাবি জানালেও সংসদীয় প্যানেলের পিএফ শূন্যতম পেনশন বৃদ্ধি দ্রুত বাস্তবায়নের জন্য জোর দিচ্ছে এবং সেটা 28 জুলাই এর ২০২৫ মধ্যে সম্পূর্ণ হবে বলে জানিয়ে দিয়েছেন সংসদ।

Categories অন্যান্য
RRB Recruitment Board 2025: মাধ্যমিক পাশ যোগ্যতাই রেলওয়ে টেকনিশিয়ান নিয়োগ
Sunny Leon: সানি লিওনের মুখে পর্নোগ্রাফির অভিজ্ঞতা

Recent Posts

সরাসরি কলকাতা এয়ারপোর্টে নিয়োগের বিজ্ঞপ্তি | আরপেন্টিস ট্রেনিং দিয়ে চাকরি 2025

TCS Recruitment 2025: টাটা কনসালটেন্সি সার্ভিস এ নিয়গ ২০২৫

কম দামে Lava Blaze Lite 5G ফোনের লঞ্চ, দেখে নিন সব ফিচার ও দাম

কম দামে Lava Blaze Lite 5G ফোনের লঞ্চ, দেখে নিন সব ফিচার ও দাম

Grse Recruitment: মাধ্যমিক পাশে কলকাতায় জাহাজ নির্মাণ সংস্থায় কর্মী নিয়োগ

উল্লুর পাঁচটি ওয়েব সিরিজ দেখার মত গল্প ! দেখে নিন কোন পাঁচটি ওয়েব সিরিজ যেখানে রয়েছে রোমাঞ্চের ছোঁয়া

উল্লুর পাঁচটি ওয়েব সিরিজ দেখার মত গল্প ! দেখে নিন কোন পাঁচটি ওয়েব সিরিজ যেখানে রয়েছে রোমাঞ্চের ছোঁয়া

How to find Lost Pan Card

How to find Lost Pan Card! হারিয়ে যাওয়া প্যান কার্ডকে কিভাবে অনলাইনে ডাউনলোড করবেন | হারিয়ে যাওয়া প্যান কার্ডকে কিভাবে পুনরুদ্ধার করবেন

weather Report: ফের নিম্নচাপের জেরে বৃষ্টি, মাঝ-সপ্তাহে একটু কমলেও, উইকেন্ডে আবার বাড়বে বর্ষণ, থাকবে ভ্যাপসা গরমও

রেলের সিনিয়র সিটিজেনদের আর কষ্ট করতে হবে না তাদের জন্য থাকবে আলাদা কামরা! ভারতীয় রেলের এক বড় পদক্ষেপ

Tecno Spark 40: 8GB RAM, 5200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা সহ গ্লোবালি লঞ্চ

পশ্চিমবঙ্গের বিডিও অফিসে চাকরি। 50 নাম্বারের পরীক্ষা নিয়ে বিডিও অফিসে নিয়োগ

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms and Conditions
© 2025 Prabhat 365 • Built with GeneratePress