top 10 bhojpuri actress: বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি পাশাপাশি ভোজপুরি ইন্ডাস্ট্রি ভারতে বেস্ট পপুলার একটি চলচ্চিত্র ইন্ডাস্ট্রি। যেখানে বহু মানুষ নিজেদের অভিনয় স্কিন ও ড্যান্স দেখিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছে। তাদের মধ্যে বেশ কিছু অভিনেত্রী রয়েছে যারা ২০২৫ এ বেশ মোটা অংকের পারিশ্রমিক নেয় প্রতিটি সিনেমার পিছনে। আসুন আমরা জেনে নিই ১০ জন ভোজপুরি অভিনেত্রীদের সম্পর্কে।
২০২৫ সালের ১০ জন সেরা ভোজপুরি অভিনেত্রী
১) আম্রপালি দুবেঃ ১১ ই জানুয়ারি ১৯৮৭ সালে তার জন্ম হয় তিনি বর্তমান ভোজপুরি ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় এবং হটেস্ট অভিনেত্রী। আম্রপালি তার সুন্দর চোখ মুখ এবং মিষ্টি হাসির জন্য পরিচিত। ২০১৫ সালে এই আম্রপালি ভোজপুরি আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার পায় “নিরহুয়া” হিন্দুস্তানি ছবির জন্য।
২) রানি চ্যাটার্জীঃ ৩ই নভেম্বর ১৯৮৯ সালে মহারাষ্ট্রে বোম্বাই শহরে জন্মগ্রহণ করেন ২০০৩ সাল থেকে তিনি অভিনয় জগতে একটিভ থাকেন তিনি বর্তমানে একজন ভোজপুরি জনপ্রিয় অভিনেত্রী বেশ কিছু সিনেমায় অভিনয় করে দর্শকের মন জয় করেছে।
৩) সুইটি ছাবরাঃ ভোজপুরি অ্যাক্টরস হিসেবে পরিচিত হলেও এই সুইটি, দক্ষিণ ভারতীয় এবং পাঞ্জাবী সিনেমাতেও কাজ করেছেন। চামড়া চুল এবং সুন্দর চোখ মানুষ তার নিষ্পাপ মুখ দেখে এবং তার অভিনয়ে মুগ্ধ হয়েছে এবং তিনি এখনো কোটি কোটি মানুষের মন জয় করে রেখেছে তার অভিনয় দেখিয়ে।
৪) রিঙ্কু ঘোষঃ ১৯৮১ সালে তার জন্ম হয় এবং তিনি ভোজপুরি ইন্ডাস্ট্রির সবথেকে জনপ্রিয় একজন সফল অভিনেত্রী তার জনপ্রিয় বেশ কিছু চলচ্চিত্র হল নাগিনা আখেরি রাস্তা হাম বাহুবালি ১৯৯৬ সালে তিনি মিস মুম্বাই খেতাব অর্জন করেছিলেন।
৫) অক্ষনা সিংঃ বেশ জনপ্রিয় একজন অভিনেত্রী ২০২৫ সালেও যার আয়ত্তে রয়েছে গোটা ভোজপুরি ইন্ডাস্ট্রি ভোজপুরি জগতে কান পাতলেই শোনা যায় পবন সিং ও অক্ষনা সিঙ্গের কাহানি। এক প্রতিবাদী অভিনেত্রী হিসেবে পরিচিত এবং বেশ কিছু হিট সিনেমাতে তাকে অভিনয় করতে দেখা গিয়েছে এছাড়াও অ্যালবামে অনেক কিছু সং শুটিং পপুলারিটি অর্জন করেছে বর্তমানে ইনস্টাগ্রামে তার ফলোয়ার্স রয়েছে ৪.৬ মিলিয়ন এরো বেশি।
৬) মোনালিসা বা অন্তরা বিশ্বাসঃ ২১ নভেম্বর ১৯৮২ সালে জন্মগ্রহণ করেন কলকাতায় তিনি একজন বাঙালি অভিনেত্রী হলেও বাংলা সিনেমাতে তার বেশ কিছু দেখা মেলেনি। তারপর তিনি পাড়ি দেন ভোজপুরি ইন্ডাস্ট্রিতে এবং সেখান থেকেই তার ক্যারিয়ার শুরু হয় এবং তার অভিনয়ের সাথে সাথে তার নাম পরিবর্তন হয়ে মোনালিসা হয়ে যায় বেশ কিছু ওয়েব সিরিজ ও সিনেমাতে তাকে অভিনয় করতে দেখা গিয়েছে এবং ভোজপুরিতে একজন সফল অভিনেত্রী হিসেবে বর্তমানে মানুষের মনে জায়গা করে নিয়েছে।
৭) কাজল রাগওয়ানিঃ তার হট ফিগার চকচকে চোখ ও পাতলা শরীর ভোজপুরি ইন্ডাস্ট্রি তাকে অনেকটা বেশি পছন্দ করে তিনি ৫০ টিরও বেশি ভোজপুরি সিনেমাতে অভিনয় করেছে ১০০ টির ভিডিও অ্যালবামের কাজ করেছে।
8) শুভ শর্মাঃ ২০০৮ সালে প্রথম তিনি ভোজপুরি সিনেমাতে কাজ পান তার প্রথম ছবি হল চালানি কে চালাল দুলহা আর এই সিনেমা দিয়েই জনপ্রিয় হোটেল তিছা। আমি একজন খুব সুন্দরী এবং হট স্টাইলিশ অভিনেত্রী ভোজপুরি ছবিতে আইটেম গান অভিনয় করেছেন তিনি।
৯) গুঞ্জন পন্থঃ ভোজপুরি ইন্ডাস্ট্রিতে একমাত্র সেক্সি অভিনেত্রী তিনি গুন্ডা তাহার এবং অ্যাকশন কুইন মধুবালা এই ধরনের হিট সিনেমা গুলিতে কাজ করেছেন তার আকর্ষণীয় ফিগার এবং চোখ রয়েছে সুন্দর। তিনি ভোজপুরি ইন্ডাস্ট্রি জগতে বহুমুখী অভিনেত্রীদের মধ্যে এক নম্বর।
১০) আকাঙ্ক্ষা পুরীঃ ২০২৫ এ ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে সব থেকে জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একমাত্র হলেন আকাঙ্ক্ষা বুড়ি তিনি বলিউড ইন্ডাস্ট্রিতে একাধিক ভিডিও অ্যালবাম এ কাজ করেছে তারপর তিনি পারি দেয় ভোজপুরি ইন্ডাস্ট্রির দিকে এবং খেসারি লাল এর হাত ধরে তিনি ভোজপুরি ইন্ডাস্ট্রি তে কাজের সুযোগ পায় এবং বেশ কিছু রিল্ড শর্ট ভিডিওতে তাকে এবং খেসারি লাল এর সাথে রিল ভাইরাল হতে দেখা গিয়েছে তিনি বেশ কিছু ফিল্ম সাইনও করেছে যা এখনো পর্যন্ত শুটিং চলছে।