Salman khan Goes to Marrage: বলিউডের ভাইজান সালমান খান 59 এর কাছাকাছি এখন অব্দি তিনি চিরকুমার কাউকে তিনি নিজের মনের মধ্যে ধরে রাখতে পারেন না তাই তিনি চিরকুমার উপাধি ইতিমধ্যে পেয়ে গিয়েছেন তবে এই উপাধি ভাঙ্গার ইঙ্গিত দিলেন অভিনেতা সালমান খান নিজেই। নিজের বয়সের দিকে খেয়াল না করে সব সময় ফোকাস রেখেছেন নিজের ক্যারিয়ারের উপর, তবে এবার তার পোস্ট ঘিরে চলছে উত্তেজনা।
৯ জুলাই বুধবার সালমান খানের ভগ্নিপতি ও প্রযোজক অতুল অগ্নিহোত্রীর জন্মদিন ছিল, তার বার্থডে উইশ করতে গিয়ে সালমান খান একটি আবেগ প্রকাশ করে ওই পোস্টটিতে। তার বোন আইডিয়া ও অতুল এর একটি ছবি পোস্ট করেন তার সোশ্যাল মিডিয়াতে এবং তিনি লেখেন শুভ জন্মদিন অতুল। তুমি আমার বড় ভাই তুমি আমার বোনকে অনেক যত্নে রেখেছো এবং তুমি প্রমাণ করেছ শ্রেষ্ঠ স্বামী ও শ্রেষ্ঠ বাবা। এই প্রসঙ্গে পোস্টের শেষে আরো কিছু লিখে সালমান যে “আমিও চাই সে সব রকম ভূমিকায় তোমার মত একজন শ্রেষ্ঠ হয়ে উঠতে” ।
বলাবাহুল্য সালমান খানের এই পোস্টটির শেষ লাইন থেকেই ছড়িয়েছে জল্পনা তবে সকলেই নিশ্চিত হলো সালমান খান কোন না কোনদিন বিয়ে করবেই তিনি স্বামী হবেই এমন কি বাবাও হবে। যদিও আপনারা পুরনো সাক্ষাৎকার দেখেন তবে সাংবাদিকদের সাথে তিনি বিয়ের প্রতি অসন্তোষ প্রকাশটাই করেছে। সাক্ষাৎকারে তিনি বিবাহিক সম্পর্ককে উল্লেখ করে তার দুই ভাইয়ের বিয়ের কথা বলেন যে এখনকার বিয়ে তো সহজেই ধুমধাম করে করা যায় এবং পরবর্তী সময়েই বিচ্ছেদ। তারপর দিতে হয় মোটা অংকের ক্ষতিপূরণ সম্পত্তির ভাগ।
বর্তমানে বলিউডের আরো একটু নতুন সিনেমায় যুক্তবর্ণ হয়েছেন সালমান খান। সত্য ঘটনার অবলম্বনে জড়িত এই সিনেমাটির নাম হয়েছে “ব্রাদার্স অফ গালওয়ান” সিনেমাটিতে ভারতীয় সেনা হিসেবে হাজির হবেন সালমান। তিন মাস আগে সালমান খানের অভিনীত সর্বশ্রেষ্ঠ সিনেমা সিকেন্দার মুভি রিলিস পায়। এই সিনেমার সামনেই বিপরীত অভিনয় করেছেন রাস্মিকা মান্দানা।