পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফে কার্যকরী অন্যতম উল্লেখযোগ্য স্কলারশিপ হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। উচ্চ মাধ্যমিক স্তরে পাঠরত ছাত্র-ছাত্রী থেকে শুরু করে স্নাতক স্তরের ছাত্র-ছাত্রী, D.El.ED এমনকি PHD স্তরের ছাত্র-ছাত্রীরাও এই স্কলারশিপের আওতায় অনুদানের জন্য আবেদন জানাতে পারেন। আর আজকের এই প্রতিবেদনে আমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আওতায় আবেদন জানানোর ক্ষেত্রে আবশ্যক যোগ্যতা, আবেদনের পদ্ধতি, অনুদানের পরিমাণ সহ একাধিক আবশ্যক তথ্য নিয়ে হাজির হয়েছি।
আবেদনের ক্ষেত্রে আবশ্যক শিক্ষাগত যোগ্যতা:-
১. একাদশ শ্রেণীতে আর্টস, সায়েন্স অথবা কমার্স বিভাগে পাঠরত ছাত্র-ছাত্রীরা মাধ্যমিকে নূন্যতম ৬০% নম্বর নিয়ে উত্তীর্ণ হলেই এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবেন।
২. যে সমস্ত ছাত্র-ছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নূন্যতম ৬০% নম্বর নিয়ে উত্তীর্ণ হয়েছেন এবং বর্তমানে স্নাতক স্তরের প্রথম বর্ষে আর্টস, সায়েন্স অথবা কমার্স বিভাগে পাঠরত তারা এই স্কলারশিপের আওতায় আবেদন জানাতে পারবেন। এছাড়াও যেসকল ছাত্র ছাত্রীরা UGC APPROVED প্রোফেশনাল কোর্সের আওতায় পড়াশোনা করছেন তারাও বিগত পরীক্ষায় ৬০% নম্বর পেলেই এই স্কলারশিপের অধীনে আবেদন জানানো সম্ভব।
৩. যেসকল ছাত্র-ছাত্রীরা স্নাতক স্তরের পরীক্ষায় ৫৩% নম্বর নিয়ে উত্তীর্ণ হয়েছেন এবং বর্তমানে স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করছেন তারা এই স্কলারশিপের আওতায় আবেদন জানাতেন পারবেন। অন্যদিকে UGC APPROVED প্রোফেশনাল কোর্সের আওতায় পড়াশোনা করছেন এমন শিক্ষার্থীরাও ৫৩% নম্বর পেলেই এই স্কলারশিপের আওতায় আবেদন জানাতে পারবেন।
৪. UG (MEDICAL-DEGREE) AND DIPLOMA কোর্সের আওতায় পাঠরত ছাত্র-ছাত্রীরা বিগত পরীক্ষায় ৬০% নম্বর পেলেই এই কোর্সের আওতায় আবেদন জানাতে পারবেন।
৫. পলিটেকনিক ডিপ্লোমা কোর্সের আওতায় পড়াশোনা করছেন এমন শিক্ষার্থীরা বিগত পরীক্ষায় ৬০% নম্বর পেলেই এই স্কলারশিপের আওতায় আবেদন জানাতে পারবেন।
৬. ইঞ্জিনিয়ারিং UG স্তরে পাঠরত ছাত্র-ছাত্রীরা বিগত পরীক্ষায় নূন্যতম ৬০% নম্বর পেলেই এই স্কলারশিপের আওতায় আবেদন জানাতে পারবেন। অন্যদিকে ইঞ্জিনিয়ারিং PG স্তরে পাঠরত ছাত্র-ছাত্রীরা স্নাতক স্তরের পরীক্ষায় নূন্যতম ৫৫% নম্বর পেলেই এই স্কলারশিপের অধীনে আবেদন জানাতে পারবেন। অন্যদিকে ডিপ্লোমা কোর্সের অধীনত শিক্ষার্থীরা বিগত পরীক্ষায় ৬০% নম্বর পেলেই এই স্কলারশিপের আওতায় আবেদন জানাতে পারবেন।
৭. উচ্চ মাধ্যমিকে ৬০% নম্বর নিয়ে উত্তীর্ণ হলেই D.EL.ED -এ পাঠরত শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবেন।
আরও খবর পড়ুন:- সরকারি কাজে ঢিলেমি আর নয়। যেকোনো সমস্যা সম্পর্কে অভিযোগে জানাতে কেন্দ্রীয় সরকারের নতুন পোর্টাল।
অনান্য যোগ্যতা:-
১. যে সকল ছাত্র-ছাত্রীদের পরিবারের বাৎসরিক আয় ২.৫ লক্ষ টাকা বা তার চেয়ে কম তারাই কেবলমাত্র স্কলারশিপের আওতায় আবেদন জানাতে পারবেন।
অনুদান:-
১. উচ্চ মাধ্যমিক স্তরে পাঠরত শিক্ষার্থীরা প্রতিবছরে ১২,০০০ টাকার অনুদান পেয়ে থাকেন।
২. স্নাতক স্তরে আর্টস ও কমার্স বিভাগে পাঠরত ছাত্র-ছাত্রীরা প্রতি বছরে ১২,০০০ টাকার অনুদান পেয়ে থাকেন। অন্যদিকে স্নাতক স্তরে বিজ্ঞান বিভাগে পাঠরত ছাত্র,-ছাত্রীরা প্রতি বছরে ১৮,০০০ টাকার অনুদান পেয়ে থাকেন।
৩. UGC APPROVED নানাবিধ প্রফেশনাল কোর্সের আওতাধীন স্নাতক বিভাগে পাঠরত ছাত্র-ছাত্রীরা প্রতি বছরে ১৮,০০০ টাকার অনুদান পেয়ে থাকেন।
৪. স্নাতকোত্তর স্তরে আর্টস ও কমার্স বিভাগে পাঠরত শিক্ষার্থীরা প্রতিবছরে ২৪ হাজার টাকার অনুদান পেয়ে থাকে। অন্যদিকে স্নাতকোত্তর স্তরে বিজ্ঞান বিভাগে পাঠরত ছাত্র-ছাত্রীরা প্রতি বছর ৩০,০০০ টাকার অনুদান পেয়ে থাকেন।
৫. মেডিক্যাল UG স্তরে পাঠরত ছাত্র-ছাত্রীরা প্রতি বছরে ৬০,০০০ টাকার অনুদান পেয়ে থাকেন। যদিও মেডিকেল ডিপ্লোমা কোর্সে পাঠরত ছাত্র-ছাত্রীরা প্রতিবছরে ১৮,০০০ টাকার অনুদান পেয়ে থাকেন।
৬. ইঞ্জিনিয়ারিং UG, PG এবং AICTE APPROVED বিভিন্ন প্রফেশনাল কোর্সের আওতাধীন ছাত্র-ছাত্রীরা প্রতি বছরে ৬০,০০০ টাকার অনুদান পেয়ে থাকেন।
৭. D.EL.ED -এ আওতায় পাঠরত ছাত্র-ছাত্রীরা প্রতিবছরে ১২,০০০ টাকার অনুদান পেয়ে থাকেন।
৮. পলিটেকনিক ডিপ্লোমা কোর্সের আওতায় পড়াশোনা করছেন এমন শিক্ষার্থীরা প্রতি বছরে ১৮,০০০ টাকার অনুদান পেয়ে থাকেন।
আবেদনের প্রক্রিয়া :- এই স্কলারশিপের আওতায় আবেদনের জন্য আপনাকে প্রথমে SVMCM -এর অফিসিয়াল ওয়েবসাইট https://svmcm.wb.gov.in/ -এ যেতে হবে এবং Registration অপশনে ক্লিক করে Non Topper অপশনে ক্লিক করতে হবে, এর পরবর্তীতে আপনার সামনে যে পেজটি আসবে তার একেবারে নিচে থাকা চেকবক্সে ক্লিক করে Proceed for Registration অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে যে পেজটি আসবে তাতে থাকা বিভাগ গুলোর মধ্যে থেকে আপনি যে কোর্সে পাঠরত তা অনুসারে নির্দিষ্ট বিভাগ নির্বাচন করে Apply for fresh application অপশনে ক্লিক করুন।
পরবর্তীতে আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনি শেষ কোন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, কোন বোর্ড থেকে উত্তীর্ণ হয়েছেন, পরীক্ষায় কত নম্বর পেয়েছেন, বর্তমান কোর্সের ডিটেলস, আপনার যোগাযোগের নম্বর সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্যগুলি সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর Register অপশনে ক্লিক করতে হবে এবং OTP ভেরিফিকেশনের প্রক্রিয়াটি সম্পন্ন করার মাধ্যমে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। এরপর আপনার সামনে একটি পেজ আসবে তাতে আপনাকে একটি রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হবে এই নম্বরটি অবশ্যই কপি করে রাখুন এটি পরবর্তীতে আপনার প্রয়োজন হতে চলেছে, এছাড়াও এই পেজে থাকা ডাউনলোড অপশনে ক্লিক করে আপনি রেজিস্ট্রেশন -এর স্লিপও ডাউনলোড করে নিতে পারবেন।
এরপর Applicant Login অপশনে ক্লিক করে Application ID, পাসওয়ার্ড ও সিকিউরিটি কোড -এর মাধ্যমে login -এর প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। এরপর হোম পেজের বাঁদিকে থাকা Edit Application অপশনে ক্লিক করতে হবে এবং আপনার সামনে আসা পেজটিতে আবেদনকারীর ছবি এবং স্বাক্ষর আপলোড করার পর Save and Continue অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনার সামনে আসা নতুন পেজটিতে আপনার ঠিকানা, যোগাযোগের নম্বর সহ আপনার ব্যাংক একাউন্টের সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে Save and Continue অপশনে ক্লিক করতে হবে। পরবর্তীতে আপনার সামনে যে পেজটি আসবে তাতে আবশ্যক ডকুমেন্ট আপলোড করে Submit অপশনে ক্লিক করে আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।
আবেদনের ক্ষেত্রে আবশ্যক নথি:-
১. আবেদনকারীর ছবি
২. আবেদনকারীর স্বাক্ষর
৩. পরিবারের বাৎসরিক ইনকামের শংসাপত্র
৪. ব্যাংক একাউন্ট এর সমস্ত ডিটেলস
৫. আধার কার্ড/ ভোটার কার্ড/ রেশন কার্ড