কৃষক বন্ধু প্রকল্পের অনুদান দেওয়ার আগেই কৃষকদের জন্য জারি হল নতুন নির্দেশিকা।

সমগ্র পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য রয়েছে এক দারুণ সুখবর। রাজ্য সরকারের তরফে কার্যকরী কৃষক বন্ধু প্রকল্প নিয়ে উঠে এলো এক বড় আপডেট। কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা কবে দেওয়া হবে তা সংক্রান্ত নির্দেশিকার আশায় দিন গুনছেন সমগ্র রাজ্যের কৃষকরা। আর এবারে খুব শীঘ্রই কৃষকদের এই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। রাজ্য সরকারের তরফে কার্যকর কৃষক বন্ধু প্রকল্পের আওতাভুক্ত কৃষকরা কবে প্রথম কিস্তির টাকা পাবেন তা সংক্রান্ত সমস্ত তথ্য নিয়ে আলোচনা করা হলো এই প্রতবেদনে।

কৃষক বন্ধু প্রকল্প কি?
পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফে কার্যকরী জনদরদি প্রকল্পগুলির মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হলো কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের আওতায় রাজ্যের কৃষকদের অর্ধ-বার্ষিক ভিত্তিতে ৪,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১০,০০০ টাকার অনুদান প্রদান করা হয়ে থাকে। প্রসঙ্গত উল্লেখ্য, যেসমস্ত কৃষকদের ১ একরের তুলনায় কম জমি রয়েছে তারা বছরে ৪০০০ টাকার অনুদান পেয়ে থাকেন। অন্যদিকে, যেসমস্ত কৃষকদের ১ একর বা তার বেশি জমি রয়েছে তারা প্রতিবছরে ১০,০০০ টাকার অনুদান পেয়ে থাকেন। বহু ক্ষেত্রেই দেখা যায় চাষের জন্য প্রয়োজনীয় সার, যন্ত্রপাতিসহ অন্যান্য জিনিসপত্র কেনার প্রয়োজনীয় অর্থ কৃষকরা জোগাড় করতে পারেন না, আর তাতেই এই সমস্ত কৃষকদের সহায়তা করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে কৃষক বন্ধু প্রকল্প চালু করা হয়েছে।

কবে থেকে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের অনুদানের টাকা দেওয়া হবে?
মৌসুমী বায়ুর আগমনের ফলে সমগ্র রাজ্যব্যাপী বিভিন্ন জেলাতে ঝড়, বজ্রপাত সহ বৃষ্টিপাত শুরু হয়েছে, আর তাতেই রাজ্যের প্রচুর জেলায় নদী তীরবর্তী অঞ্চলের জমি জলের তলায় চলে গিয়েছে। ফলত কৃষকদের মধ্যে থেকে বারংবার যে প্রশ্নটি উঠে আসছে তা হলো, কবে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা পাওয়া যাবে। আর এই প্রশ্নের উত্তরে বলতে হয় যে, বিগত বছরগুলির নজির অনুযায়ী দেখা গিয়েছে যে, সাধারণত এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মৌসুমের অনুদানের টাকা দেওয়া হয়ে থাকে।

আরও খবর পড়ুন:- পশ্চিমবঙ্গ বিধানসভায় চাকরির সুযোগ এবার হাতের মুঠোয়, আজই আবেদন করুন।

বিগত চার বছরে জুন মাসের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের অনুদানের টাকা দেওয়া হয়েছে, আর এবারও তার অন্যথা হবে না বলেই দাবি করা হচ্ছে। প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, আগামী ১৩ই জুন, ২০২৫ তারিখ থেকে কৃষক বন্ধু প্রকল্পের আওতাধীন কৃষকদের খারিফ মৌসুমের অনুদানের টাকা পাঠানোর কাজ শুরু করা হবে এবং এই জুন মাসের মধ্যেই তা শেষ করা হবে।

কৃষকদের জন্য নয়া নির্দেশিকা:-
বিভিন্ন সূত্রে তরফে প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে যে, কৃষক বন্ধু প্রকল্পের আওতায় অনুদানের টাকা পেতে গেলে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিংক থাকা আবশ্যক। শুধু তাই নয়, এর পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টের কেআইসি আপডেট থাকাও আবশ্যক। নতুবা এই প্রকল্পের আওতায় অনুদান পাওয়া সম্ভব নয়।

যেসমস্ত কৃষকরা এখনও পর্যন্ত কৃষক বন্ধু পোর্টালে আধার লিংক করেননি তারাও কৃষক বন্ধু প্রকল্পের আওতায় অনুদান পাবেন না বলেই জানা গিয়েছে। সূত্রের তরফে প্রকাশিত খবরে জানা গিয়েছে, যেসমস্ত কৃষকদের আধার নম্বর এখনও পর্যন্ত কৃষক বন্ধু পোর্টালে লিংক করা হয়নি সেই সমস্ত কৃষকদের নামের তালিকা গ্রাম পঞ্চায়েত অফিসে পাঠানো হয়েছে। সুতরাং, আপনার নামও যদি এই তালিকায় থেকে থাকে অবশ্যই কৃষক বন্ধু পোর্টালে আধার লিংক করার প্রক্রিয়াটি সম্পন্ন করুন নতুবা আপনি কৃষক বন্ধু প্রকল্পের আওতায় অনুদান পাবেন না।

বিগত বছরে যেসমস্ত কৃষকরা আলু চাষের সময় যথেষ্ট ক্ষতির সম্মুখীন হয়েছিলেন কিন্তু তাদের জমি সংক্রান্ত পর্যাপ্ত তথ্য না থাকার কারণে তারা কৃষক বন্ধু প্রকল্পের আওতায় অনুদান পাননি, ইতিমধ্যে সেই সমস্ত কৃষকদের সমস্যার সমাধান করা হয়েছে। এর পাশাপাশি আরো জানা গিয়েছে যে, কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের অনুদানের টাকা দেওয়ার সাথেই বিগত বছরে যেসমস্ত কৃষকেরা রবি মৌসুমের টাকা পাননি তাদেরও টাকা দেওয়া হবে।

Leave a Comment