SBI এর বেস্ট চারটি ইনভেস্টমেন্ট প্ল্যান সম্বন্ধে জেনে নিন।

বর্তমান সময়ে সমগ্র ভারত তথা পশ্চিমবঙ্গ জুড়ে ক্রমাগত হারে দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে। আর তাতেই সমগ্র দেশ তথা রাজ্যের অধিকাংশ মানুষই বিভিন্ন ধরনের স্কিমে বিনিয়োগ করার জন্য উৎগ্রীব হয়ে রয়েছে। তবে বহু ক্ষেত্রেই দেখা যায় বিভিন্ন সরকারি এবং বেসরকারি ব্যাংকগুলির তরফে লঞ্চ করা নানাবিধ স্কিম সম্পর্কে পর্যাপ্ত তথ্য না জানার কারণে সাধারণ মানুষ এই সমস্ত স্কিমগুলিতে বিনিয়োগ করতে পারেন না। যার জেরে আজকের এই প্রতিবেদনে আমরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এমন চারটি স্কিম সম্পর্কে আলোচনা করতে চলেছি যে স্কিম গুলোতে বিনিয়োগ করে আপনি ভালো পরিমাণ রিটার্ন জেনারেট করতে পারবেন।।

চলুন তবে এই স্কিমগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক:-

১. SBI Amrit Kalash fixed deposit:- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে কার্যকর এই স্কিমটিতে নাগরিকদের মাত্র ৪০০ দিনের জন্য অর্থ বিনিয়োগ করতে হয়। এই স্কিমের আওতায় সর্বোচ্চ ৭.৬০ শতাংশ হারে সুদ পাওয়া যায়। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সাধারণ নাগরিকদের ৭.১০ শতাংশ হারে সুদ প্রদান করা হয়ে থাকে এবং বয়স প্রাপ্ত নাগরিকদের ৭.৬০ শতাংশ হারে সুদ প্রদান করা হয়ে থাকে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ১ লক্ষ টাকা বিনিয়োগ করেন তবে তিনি বছর শেষে ৭১০০ টাকার সুদ পাবেন এবং প্রবীর নাগরিকরা ৭৬০০ টাকা সুদ পাবেন। সুদ হিসেবে প্রাপ্য টাকা আপনি বার্ষিক, ত্রৈমাসিক, মাসিক, অর্ধ বার্ষিক ভিত্তিতে পেতে পারেন। আপনি আপনার বাড়ির নিকটবর্তী যেকোনো এসবিআই শাখা কিংবা YONO ব্যাংকিং অ্যাপের মাধ্যমে এই স্কিনে বিনিয়োগ করতে পারবেন।

২. SBI WECARE Senior citizen scheme:- বয়স প্রাপ্ত নাগরিকরা যদি কোনো ভালো স্কিমের আওতায় বিনিয়োগ করতে চান এবং প্রতিবছরে যথেষ্ট ভালো পরিমাণ টাকা পেনশন হিসেবে পেতে চান তবে তাদের জন্য SBI WECARE Senior citizen scheme একটি যথেষ্ট ভালো সুযোগ। এই স্কিমের আওতায় বয়স প্রাপ্ত নাগরিকদের ৭.৫ শতাংশ হারে সুদ প্রদান করা হয়ে থাকে। তবে এই স্কিমের আওতায় নূন্যতম ৫ বছর বা তার বেশি সময়ের জন্য বিনিয়োগ করতে হয়। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অন্যান্য স্কিম -এর মতোই এই স্কিমের আওতায় বিনিয়োগের ক্ষেত্রেও আপনাকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যেকোনো ব্রাঞ্চে বা YONO ব্যাংকিং অ্যাপের মাধ্যমে বিনিয়োগ করতে হবে।

আরও খবর পড়ুন:- কৃষক বন্ধু প্রকল্পের অনুদান দেওয়ার আগেই কৃষকদের জন্য জারি হল নতুন নির্দেশিকা।

৩. Senior Citizen Saving Scheme:- বয়সপ্রাপ্ত নাগরিকদের জন্য আরো একটি বিশেষ স্কিম হলো সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। এই স্কিমের আওতায় নূন্যতম ১ হাজার টাকা থেকে শুরু করে ৩০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা সম্ভব। সাধারণত ৫ বছরের জন্য এই স্কিমের অধীনে বিনিয়োগ করা হয়ে থাকে তবে বিনিয়োগকারী চাইলে ম্যাচুরিটি পিরিয়ডের পর আরও ৩ বছরের জন্য ওই অর্থ এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। স্বামী স্ত্রী দুজনেই সিঙ্গেল অ্যাকাউন্ট এর মাধ্যমে বা জয়েন্ট একাউন্টের মাধ্যমে এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন।

৪. SBI Sarvottam Term Deposit Scheme:- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আরও একটি বিশেষ স্কিম হলো SBI Sarvottam Term Deposit Scheme। সাধারণ নাগরিক থেকে শুরু করে সিনিয়র সিটিজেন প্রত্যেকেই এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন। ১ বছরের জন্য এই স্কিমের আওতায় বিনিয়োগ করা হলে সাধারণ নাগরিকদের ৭.১ শতাংশ হারে সুদ প্রদান করা হয়ে থাকে এবং বয়স্ক নাগরিকদের ৭.৬ শতাংশ সুদ প্রদান করা হয়ে থাকে। অন্যদিকে ২ বছরের জন্য এই স্কিমের আওতায় বিনিয়োগ করা হলে সাধারণ নাগরিকদের ৭.৪ শতাংশ হারে এবং বয়স প্রাপ্ত নাগরিকদের ৭.৯ শতাংশ হারে সুদ প্রদান করা হয়ে থাকে। এই স্কিমের আওতায় সর্বনিম্ন ১৫ লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করা সম্ভব।

Leave a Comment