আবেদন করুন সিনিয়র সিটিজেন কার্ডে এবং পেয়ে যান কেন্দ্রীয় সরকারের বিভিন্ন রকম বেনিফিট।

আপনার বয়স যদি ৬০ বছর কিংবা তার বেশি হয় তবে আপনার জন্য ভারত সরকারের তরফ থেকে রয়েছে দারুন সুখবর। ভারত সরকার তার ৬০ বছর কিংবা তার ওপরের নাগরিকদের জন্য নিয়ে এসেছে সিনিয়র সিটিজেন কার্ড। সিনিয়র সিটিজেন কার্ডের মাধ্যমে যেমন সরকারি কাজে সুবিধা পাওয়া যায় ঠিক তেমন চিকিৎসার ক্ষেত্রেও পাওয়া যায় বিশেষ ছাড়। আপনার বা আপনার পরিবারের কারোর যদি ৬০ বছর কিংবা তার ওপরে বয়স হয় তবে আজই আবেদন করুন সিনিয়র সিটিজেন কার্ডের জন্য।

সিনিয়র সিটিজেন কার্ডের সুবিধা:-
ক) সিনিয়র সিটিজেন কার্ড থাকলে আপনি সরকারি যেকোনো প্রকল্পে অগ্রাধিকার পাবেন।
খ) এই কার্ডের মাধ্যমে সরকারি হসপিটালের খরচে পাওয়া যবে বিশেষ ছাড়।
গ) বাস,ট্রেন বা মেট্রোর খরচেও আপনার জন্য থাকবে বিশেষ ছাড়।
ঘ) আপনি যদি একজন ট্যাক্স পেয়ার হয়ে থাকেন তবে সেক্ষেত্রেও আপনি ভারত সরকারের তরফ থেকে পেয়ে যাবে বিশেষ ছাড়।

কারা আবেদন করতে পারবেন?
ক) আপনি যদি ভারতের নাগরিক হন তবে আপনি এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন।
খ) যেহেতু এই কার্ড সিনিয়র সিটিজেনদের জন্য সেহেতু আপনার বয়স ৬০ বছর কিংবা তার বেশি হতে হবে।

আরও খবর পড়ুন:- নিজের বায়োমেট্রিক তথ্য লক করা এখন আরো সহজ। আধার কার্ড লক করার সহজ পদ্ধতি নিয়ে এলো UIDAI

আবেদন পদ্ধতি:- সিনিয়র সিটিজেন কার্ডের জন্য অনলাইন এবং অফলাইন দুই পদ্ধতিতেই আবেদন করা সম্ভব।

অনলাইনে:- অনলাইনের সাহায্যে আবেদন করতে হলে আপনার মোবাইলের যেকোনো ব্রাউজারে গিয়ে টাইপ করুন Senior Citizenship Card Apply এরপর ভারত সরকারের ন্যাশনাল পোর্টাল ইন্ডিয়া ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এবং সেখানে সমস্ত রাজ্যের নাম দেখতে পাবেন, আপনাকে নিজের রাজ্যের নাম সিলেক্ট করে সঠিক পদ্ধতিতে আবেদন পত্র ও সমস্ত ডকোমেন্স জমা করতে হবে। আবেদন পত্র সঠিক ভাবে জমা হলে কিছুদিনের মধ্যেই আপনার বাড়িতে সিনিয়র সিটিজেন কার্ড পৌঁছে দেওয়া হবে।

অফলাইন:- অফলাইনে আবেদন করার জন্য আপনার নিকটবর্তী SDM অফিসে যেতে হবে। এবং সেখান থেকে সিনিয়র সিটিজেন কার্ড অ্যাপ্লাইয়ের অ্যাপ্লিকেশন নিয়ে সঠিক ভাবে সমস্ত তথ্য পূরণ করে এবং সমস্ত ডকোমেন্সের কপি যুক্ত করে জমা দিতে হবে।

তবে আর দেরি কিসের। আজই আবেদন করুন সিনিয়র সিটিজেন কার্ডের জন্য এবং উপভোগ করুন বিশেষ সরকারি সুবিধা। আপনার পরিবারে যদি ৬০ বছর কিংবা তার উর্দ্ধে কেউ থেকে থাকেন তবে আজই অনলাইন কিংবা অফলাইন পদ্ধতিতে এই কার্ডের জন্য আবেদন দাখিল করুন।

Leave a Comment