NSP স্কলারশিপ কি? কিভাবে এই স্কলারশিপে আবেদন করবেন? জেনে নিন বিস্তারিত পদ্ধতি।

আপনারা পশ্চিমবঙ্গ সরকারের আওতায় চলা বিভিন্ন স্কলারশিপের নাম শুনে থাকবেন, তার মধ্যে বিবেকানন্দ, নবান্ন, ওয়েসিস ইত্যাদি স্কলারশিপ রয়েছে এছাড়া বিভিন্ন বেসরকারি স্কলারশিপের নামও শুনে থাকবেন, যে স্কলারশিপগুলি মূলত বেসরকারি বড়ো বড়ো কোম্পানিগুলো দ্বারা দেওয়া হয়ে থাকে। তবে আমরা আজ এই দুটো ক্যাটাগরি বাদে কেন্দ্র সরকারের তরফ থেকে প্রদান করা স্কলারশিপ নিয়ে আলোচনা করবো যা মূলত ন্যাশনাল স্কলারশিপ নামে পরিচিত।

আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি যে ন্যাশনাল স্কলারশিপ বা NSP Scholarship মূলত একটি স্কলারশিপ নয়। এই একটি স্কলারশিপের আওতায় বেশ কিছু স্কলারশিপ রয়েছে। আপনি যে কোনো ক্লাসে পড়েন না কেন আপনি ন্যাশনাল স্কলারশিপের আওতায় আপনার দরকার মতো যেকোনো একটি স্কলারশিপে আবেদন করতে পারবেন।

কিভাবে আবেদন করবেন:- NSP বা ন্যাশনাল স্কলারশিপের আওতায় কোনো স্কলারশিপে আবেদন করতে হলে আপনাকে কেন্দ্রীয় সরকারের National Scholarship Portal এ যেতে হবে। ওয়েসাইটে ওপেন হলে ওপরে মেনুবার দেখতে পাবেন। সেই মেনুবারে Students অপশনের আওতায় Schemes on NSP অপশন পাবেন। সেই অপশনে ক্লিক করলেই আপনার সামনে সমস্ত স্কলারশিপের লিস্ট চলে আসবে। এবার আপনি আপনার যোগ্যতা এবং প্রয়োজনীয়তা মতো আপনার পছন্দসই স্কলারশিপে আবেদন করতে পারবেন।

আরও খবর পড়ুন:- আবেদন করুন সিনিয়র সিটিজেন কার্ডে এবং পেয়ে যান কেন্দ্রীয় সরকারের বিভিন্ন রকম বেনিফিট।

একের অধিক স্কলারশিপে আবেদন করা যাবে:- আপনি যদি রাজ্য সরকারের কোনো স্কলারশিপে ইতিমধ্যেই আবেদন করে থাকেন তবে আপনি NSP এর আন্ডারে কোনো স্কলারশিপে আবেদন করতে পারবেন না। এমনকি আপনি যদি NSP এর আন্ডারে একটি স্কলারশিপে আবেদন করে থাকেন তবুও আপনি দ্বিতীয় কোনো স্কলারশিপে আবেদন করতে পারবেন না। আপনি বেসরকারি কোনো স্কলারশিপে আবেদন করে থাকলে সেক্ষেত্রে আপনি NSP এর আন্ডারে কোনো স্কলারশিপে আবেদন করতে পারবেন।

যোগ্যতা ও প্রয়োজনীয় ডকোমেন্স:- আপনি যেহেতু NSP সাইটের মাধ্যমে আপনার প্রয়োজন অনুযায়ী স্কলারশিপে আবেদন করতে চলেছেন সেক্ষেত্রে আপনি সেই স্কলারশিপে আবেদন করার যোগ্যতা এবং স্কলারশিপে আবেদন করবার জন্য কি কি ডকোমেন্স প্রয়োজন হবে? এবং সেই স্কলারশিপ থেকে কতো টাকা অনুদান পাওয়া যাবে এই রিলেটেড সমস্ত কিছু উপরন্তু ওয়েবসাইটে PDF আকারে পেয়ে যাবেন। স্কলারশিপে আবেদন করার আগে সমস্ত কিছু ভালো করে পড়ে নিয়ে তারপর নির্দিষ্ট স্কলারশিপে আবেদন করবেন।

Leave a Comment