লক্ষ্মীর ভান্ডার এখন অতীত। এই প্রকল্পে আবেদন করলেই পাওয়া যাবে ৫০০০ টাকা।

পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের জনগণের জন্য বিভিন্ন রকম প্রকল্প লঞ্চ করেছে। মহিলাদের সামাজিক সুরক্ষার জন্য রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প রয়েছে। তবে আজ আমরা যে প্রকল্পটি নিয়ে আলোচনা করবো তাতে আবেদন করলে সরাসরি ৫ হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন আবেদনকারী। পশ্চিমবঙ্গ সরকারের জাগো প্রকল্প মহিলাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন? কারা কারা আবেদন করতে পারবেন? কি কি ডকুমেন্সের প্রয়োজন হবে? সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হলো আজকের প্রতিবেদনে।

কতো টাকা পাওয়া যাবে:- জাগো প্রকল্পের আওতায় বাৎসরিক ৫ হাজার টাকা দেওয়া হয় সরকারের তরফ থেকে।

কারা কারা জাগো প্রকল্পে আবেদন করতে পারবেন:- জাগো প্রকল্পে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন এবং আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। এবং আবেদনকারীকে অন্তপক্ষে এক বছর SHG অর্থাৎ কোনো স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে। সমস্ত শর্ত পূরণ হলেই আবেদনকারী জাগো প্রকল্পের আওতায় আবেদন করতে পারবেন।

আরও খবর পড়ুন:- অনলাইনে শপিং করার পর বক্স ফেলে দেন? সাবধান হন এই ভুলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে পারে খালি।

এছাড়াও আবেদনকারীর একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্ততপক্ষে ৫ হাজার টাকা ব্যালেন্স থাকতে হবে এবং সেই অ্যাকাউন্ট স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে সংয়ুক্ত থাকতে হবে।

আবেদন পদ্ধতি:- জাগো প্রকল্পে আবেদন করার জন্য জাগো প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট www.shgsewb.gov.in এ গিয়ে সর্বপ্রথম রেজিষ্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ন করতে হবে এবং তারপর আবেদনপত্র পূরণ করার মাধ্যমে জাগো প্রকল্পে আবেদন করা যাবে।

হেল্পলাইন নাম্বার:- জাগো প্রকল্পের ওয়েবসাটে 7773003003 নাম্বারটি দেওয়া রয়েছে। আপনার যদি এই প্রকল্প সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে বা এই প্রকল্পে আবেদনের পরে কোনোরকম সমস্যায় পড়েন তবে আপনি এই নির্দিষ্ট নাম্বারে মিসকল মারলে অপর প্রান্ত থেকে জাগো প্রকল্পের কোনো সহায়ক অফিসার আপনাকে রিটার্ন কল করে আপনার সমস্যা সমাধান করবে।

প্রয়োজনীয় ডকোমেন্স:- জাগো প্রকল্পে আবেদন করবার জন্য আপনার কাছে আধার কার্ড, আপনি যে স্বনির্ভর গোষ্ঠীর সদস্য তার প্রমান, স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার এবং ব্যাঙ্ক পাসবুকের প্রয়োজন হবে। আপনি বাড়িতে বসেই এই প্রকল্পে আবেদন করতে পারবেন অথবা কোনো CSP সেন্টারে গিয়েও এই প্রকল্পে আবেদন করতে পারবেন।