যেসমস্ত ছাত্র-ছাত্রীদের পারিবারিক অবস্থা খারাপ কিন্তু তারা উচ্চশিক্ষার জন্য এগোতে চান তাদের জন্য ভারত সরকারের বীমা সংস্থা LIC; LIC স্কলারশিপ বহুবছর ধরে দিয়ে আসছে। ইতিমধ্যেই উচ্চমাধ্যমিকের পরীক্ষার রেজাল্ট বেরোনোর কারণে এই স্কলারশিপ চর্চায় এসেছে। এই স্কলারশিপের আওতায় ৪০ হাজার টাকা পর্যন্ত পাওয়া যায়। আপনিও যদি এই স্কলারশিপে সমন্ধে জানতে চান চান তবে আজকের প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন।
আবেদন যোগ্যতা:-
ক) আপনি যদি উচ্চমাধ্যমিক পাশ করে থাকেন তবেই আপনি এই স্কলারশিপের আওতায় আবেদন করতে পারবেন। এছাড়াও আরো উচ্চতম যোগ্যতার জন্য এই স্কলারশিপের আওতায় আবেদন করা যাবে। ইতিমধ্যেই উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেড়িয়েছে, তাই আমরা মূলত এই ক্লাস বিষয়ক আলোচনায় করছি।
খ) এছাড়াও যে ছাত্র-বা ছাত্রী এই স্কলারশিপের আওতায় আবেদন করতে চান তাদের নতুন শ্রেণীতে ভর্তি হতে হবে এবং পূর্ববর্তী পরীক্ষায় তাকে ৬০% নাম্বার পেতে হবে।
গ) যেহেতু এই স্কলারশিপ শুধুমাত্র দুঃস্থদের জন্য সেহেতু LIC Scholarship এ আবেদন করবার জন্য আবেদনকারীর পারিবারিক বার্ষিক ইনকাম থাকতে হবে ২ লাখ ৫০ হাজারের কম।
আরও খবর পড়ুন:- লক্ষ্মীর ভান্ডার এখন অতীত। এই প্রকল্পে আবেদন করলেই পাওয়া যাবে ৫০০০ টাকা।
স্কলারশিপের আন্ডারে কত টাকা দেওয়া হবে:- স্কলারশিপের আওতায় বিভিন্ন শ্রেণীর ছাত্র-ছাত্রীদের বিভিন্ন টাকা দেওয়া হয়ে থাকে। তবে উচ্চমাধ্যমিক ছাত্র-ছাত্রীদের জন্য বার্ষিক ১৫ হাজার টাকা দেওয়া হয়।
প্রয়োজনীয় ডকোমেন্স:- এলআইসি স্কলারশিপে আবেদন করবার জন্য যে যে ডকোমেন্স গুলো প্রয়োজন।
ক) নতুন ক্লাসে ভর্তির রসিদ।
খ) পারিবারের আয়ের প্রমাণপত্র।
গ) বিগত পরীক্ষার মার্কশিট।
ঘ) ব্যাঙ্ক অ্যাকাউন্ট।
বেসরকারি স্কলারশিপ:- এটি যেহেতু একটি বেসরকারি স্কলারশিপ সেহেতু যেকোনো ছাত্র-ছাত্রী চাইলে সরকারি স্কলারশিপে আবেদনের সাথে সাথে এই স্কলারশিপের আবেদন করতে পারবেন। এতে করে সে দুটো স্কলারশিপের টাকাই পাবে।