গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে ভারতীয় রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে বিভিন্ন নিয়মের পরিবর্তন থেকে শুরু করে নিত্য নতুন নিয়ম কার্যকর করা হয়ে থাকে। আর এবারে গ্রাহকদের সুবিধার্থে ভারতীয় রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে এক বিশেষ নিয়ম কার্যকর করা হল যার মাধ্যমে গ্রাহকরা এবারে তাদের পুরনো বন্ধ হয়ে যাওয়া অ্যাকাউন্ট পুনরায় চালু করতে পারবেন। চলুন তবে ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফে কার্যকরী এই নতুন নিয়ম সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।
সাধারণ জনগণের সুবিধার খাতিরে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে একটি বিশেষ নিয়ম কার্যকর করা হয়েছে যাতে বলা হয়েছে যে, আগামী দিনে যেকোনো ব্যাংকের আওতাধীন গ্রাহক ভিডিও KYC -এর মাধ্যমে তার বন্ধ হয়ে যাওয়া পুরনো অ্যাকাউন্ট কার্যকর করতে পারবেন। তবে শুধুমাত্র ভিডিও কেওয়াইসির মাধ্যমে পুরানো অ্যাকাউন্ট পুনরায় চালু করা সম্ভব তা নয়, গ্রাহকের যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে কেওয়াইসির প্রক্রিয়াটি সম্পন্ন করার মাধ্যমেও গ্রাহক তার পুরনো ব্যাংক অ্যাকাউন্ট চালু করতে পারবেন।
প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি যে, সাধারণত কোন ব্যাংকের আওতাধীন কোন গ্রাহকের অ্যাকাউন্ট যদি ১০ বছর বা তার বেশি সময় ধরে চালু না থাকে অর্থাৎ ১০ বছরের মধ্যে কোনো অ্যাকাউন্টের মারফত কোনরকম লেনদেনের কাজ না করা হয় তবে সেই অ্যাকাউন্টটিকে সংশ্লিষ্ট ব্যাংক নিষ্ক্রিয় বলে ঘোষণা করে। শুধু তাই নয়, একইভাবে কোন আমানত যদি ১০ বছর বা তার অধিক সময় ধরে কোন ব্যক্তি নিজের বলে দাবি না করে তবে তাকে দাবীহীন বলে ঘোষণা করা হয় রিজার্ভ ব্যাংকের তরফে।
আরও খবর পড়ুন:- লক্ষ্মীর ভান্ডারের আদলে রাজ্যজুড়ে চালু করা হবে নতুন প্রকল্প, অন্নপূর্ণা ভান্ডার।
তবে এবারে, গ্রাহকরা ভিডিও কেওয়াইসির মাধ্যমে কিংবা ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে কেওয়াইসি সম্পন্ন করেন তারা তাদের বন্ধ অ্যাকাউন্ট এবং আমানত পুনরায় ফেরত পেতে পারেন বলে জানানো হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে প্রকাশিত এই নতুন নিয়ম মারফত। ইতিপূর্বে কোন ব্যক্তি ব্যাংকের যে শাখায় একাউন্ট ওপেন করতেন সেই শাখাতে গিয়ে তাকে কেওয়াইসি -এর প্রক্রিয়াটি সম্পন্ন করতে হতো। কিন্তু বর্তমানে ডিজিটালাইজেশনের দৌলতে গ্রাহকদের সেই সমস্যা বহুলাংশে মিটেছে, ফলত বর্তমানে কোন গ্রাহক চাইলে বাড়িতে বসেই ভিডিও কেওয়াইসি মাধ্যমে KYC ভেরিফিকেশন -এর প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন।
তবে এই প্রসঙ্গে যে প্রশ্নটি রয়ে যায় তা হল, কবে থেকে রিজার্ভ ব্যাংকের তরফে এই নতুন নিয়ম কার্যকর করা হতে চলেছে। আর এই প্রশ্নের উত্তর দেয়া হয়েছে খোদ রিজার্ভ ব্যাংকের তরফে প্রকাশিত নির্দেশিকা মারফত। আরবিআই -এর তরফে প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে যে, বিগত ১২ ই জুন ২০২৫ তারিখ থেকে এই বিশেষ নিয়ম কার্যকর করা হয়েছে। সুতরাং আপনারও যদি যেকোনো ব্যাংকের আওতায় কোন বন্ধ হয়ে যাওয়া অ্যাকাউন্ট থাকে তবে এখন আপনি কোনরূপ সমস্যা ছাড়াই সেই অ্যাকাউন্টটি পুনরায় চালু করতে পারবেন।