Vidyadhan Scholarship: কেন্দ্রীয় সরকারের এমন একটি স্কলারশিপ যেখানে মাধ্যমিক পাশ করলেই মিলবে ১০ হাজার টাকা

Vidyadhan Scholarship: ভারতবর্ষে এমন অনেক গরীব দরিদ্র পরিবার গুলি রয়েছে যারা অর্থের অভাবে উচ্চশিক্ষায় শিক্ষা লাভ করে উঠতে পারে না বা পড়াশোনা বন্ধ হয়ে যায় অর্থের হবে মাঝপথেই। এমন অনেক পরিবারগুলি রয়েছে যেখানে সেই পরিবারের কোন একজন মাধ্যমিক পরীক্ষায় ভালো নাম্বার পাওয়া সত্ত্বেও উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাদের আর দেওয়া হয়নি। পড়াশোনার খরচ চালাতে পরিবার ব্যর্থ তাদের জন্য রয়েছে একটি খুশির খবর। বিদ্যাধর স্কলারশিপ (Vidyadhan Scholarship)  হয়ে উঠতে পারে এই সমস্ত পরিবার গুলির স্বপ্নপূরণের ভরসা।

সংবাদপত্রে জানা গিয়েছে সরোজিনী দামোদরন ফাউন্ডেশনে তরফ থেকে চালু করা হয়েছে এই স্কলারশিপটি এখানে একবার আবেদন করলেই একাদশ এবং দাসদশ শ্রেণীর পড়ুয়াদের প্রতি মাসে দেওয়া হবে দশ হাজার টাকা করে স্টাইপেন্ড। আজকের এই প্রবন্ধটিতে আমরা জানবো কিভাবে এই স্কলারশিপে আবেদন করতে পারবেন আবেদনের যোগ্যতা কি রয়েছে সেই সঙ্গে বিভিন্ন শর্তাবলী কি রয়েছে। 

বিদ্যাধন স্কলারশিপ কি ?

সরোজিনী দামোদর ফাউন্ডেশন দেশের বিভিন্ন প্রান্তে মেধাবী অথচ আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের আর্থিকভাবে সহায়তা প্রদান করাটাই একমাত্র লক্ষ্য এই স্কলারশিপের। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের বহু ছাত্র-ছাত্রী এই স্কলারশিপ এর সঙ্গে যুক্ত হয়ে সুবিধা উপভোগ করছে। ২০২৫ সালের নতুন সিজনে এই স্কলারশিপ অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। 

বিদ্যাধন স্কলারশিপে কত টাকা মিলবে ?

যদি কোন ছাত্র-ছাত্রী এই স্কলারশিপের জন্য নির্বাচিত হয় তবে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়াকালীন পরুয়াদের প্রতি মাসে 10000 টাকা টাইফয়েড দেওয়া হবে। আসল কথা হলো আপনারা মাধ্যমিক পাস করলেই এই স্কলারশিপের আয়তায় এসে স্কলারশিপ এর বিভিন্ন সুবিধা গুলি উপভোগ করতে পারবেন।

স্কলারশিপে কারা আবেদন করতে পারবে ?

মাধ্যমিক পাশে আশি শতাংশ বা তার বেশি শতাংশ নাম্বার নিয়ে পাশ করে থাকা এমন পরীক্ষার্থী এখানে আবেদন করতে পারবেন এছাড়াও যদি কোন প্রতিবন্ধী পরোয়া হয়ে থাকে 65 শতাংশ নাম্বার পেয়ে রয়েছে তবে সে এখানে আবেদন করতে পারবে তবে আবেদন করতে গেলে আবেদনকারীর পরিবারের বাহ্যিক আয় যেন দুই লক্ষ টাকার নিচে থাকে। 

বিদ্যাধন স্কলারশিপ এর আবেদন পদ্ধতি ?

আপনারা এই স্কলারশিপ টি কে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এর জন্য বেশ কিছু ধাপ রয়েছে সেগুলি আপনাকে অবশ্যই জেনে নিতে হবে প্রথমে আপনাকে বিদ্যালয় স্কলার্শিপের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে সেখানে গিয়ে আপনার Apply Now ক্লিক করে নিজের সমস্ত যাবতীয় তথ্য পূরণ করবেন যেমন email id মোবাইল নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন এবং আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আপনি একটা পাসওয়ার্ড পেয়ে যাবেন এরপর লগইন করে আপনার সমস্ত তথ্য পূরণ করে সাবমিট করে দিলেই আপনার এই স্কলারশিপের জন্য আবেদন হয়ে যাবে।

বিদ্যু দেন স্কলারশিপে আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে ?

স্কলার্শিপে আবেদন করতে গেলে আবেদনকারীকে যে সমস্ত ডকুমেন্ট গুলো সংগ্রহ করে রাখতে হবে তা নিম নিয়ে আলোচিত হলো-

  • মাধ্যমিকের মার্কশিট
  • পরিবারের ইনকাম সার্টিফিকেট
  • স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট
  • পরিচয় পত্র হিসেবে আধার কার্ড বা মাধ্যমিকের এডমিট কার্ড
  • প্রতিবন্ধী হলে তার সার্টিফিকেটের জেরক্স কপি
  • পাসপোর্ট ম্যাপের ছবি
  • ব্যাংকের পাসবুকে জেরক্স কপি

সমস্ত ডকুমেন্টগুলি নিয়ে আপনারা নিজস্ব লোকাল সাইবারকে পেতে গিয়ে যোগাযোগ করলে অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে এখানে আবেদন করে নিতে পারবেন। 

আবেদনকারীকে কিভাবে স্কলারশিপের জন্য নির্বাচিত করা হয় ?

যারা এই স্কলারশিপের জন্য আবেদন করবেন তাদের অনলাইনের মাধ্যমে একটি টেস্ট ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। টেস্টে খুব ভালো ফল হলেই তারাই একমাত্র স্কলারশিপের আওতায় stripend পেয়ে যাবে।

স্কলারশিপের নামবিদ্যাধর স্কলারশিপ
স্কলারশিপ এর সুবিধাএই স্কলারশিপে আয়ত্তে আসা শিক্ষার্থীকে ১০ হাজার টাকা প্রতি মাসে ভাতা দেওয়া হয়ে থাকে
আবেদন পদ্ধতিঅনলাইনে
অফিসিয়াল ওয়েবসাইটhttps://www.vidyadhan.org/apply