Pension Increase Dubble: সামনে আছে বিধানসভা ঘোষ আর এর মধ্যেই এক বড় ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী । এক ধাক্কায় পেনশন মারল তিনগুণ। আগামী দিনের মধ্যে ৪০০ টাকার বদলে মিলবে ১১০০ টাকা, আপনারা ঠিকই শুনেছেন সরকারের এমন সিদ্ধান্তে সকল পেনশনভীদের মনে খুশির হাওয়া বইছে। যেহেতু সামনেই রয়েছে বিধানসভা ভোট এক বিরাট নির্বাচন সরকার বদলের সম্ভাবনা থাকে তাই নিজের রাজ্যবাসীকে খুশি রাখার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী ।
সরকারের পেনশন বৃদ্ধির সিদ্ধান্ত
এ বছরেই বিহার বিধানসভা নির্বাচন রয়েছে আর এই নির্বাচনকে সামনে রেখে মুখ্যমন্ত্রী নির্দেশ কুমার এক বড় ঘোষণা করলেন বয়স্ক প্রতিবন্ধী এবং বিধবা মহিলাদের দেওয়া সামাজিক বাড়িয়েছে। এবং প্রতিটি সুবিধাবী প্রতিমাসে ৪০০ টাকার ভিতরে ১১০০ টাকা পাবেন জুলাই থেকেই এই সুবিধা পেয়ে যাবেন পেনশন ভগিরা। শনিবার সোশ্যাল মিডিয়া এক্স প্লাটফর্মে নিতিশ কুমার বলেন জুলাই মাস থেকে সকল সুবিধাভোগী এখন মাসে ১১০০ টাকা পেনশন পাবেন এই টাকা প্রতি মাসে ১০ তারিখ সরাসরি তাদের ব্যাঙ্ক একাউন্টে পাঠানো হবে।
তিনি আরো বলেন ১ কোটি ৯ লক্ষ ৬৯ হাজার ২৫৫ জন মানুষ এই প্রকল্পের আয়তায় সরাসরি এই সুবিধা পেয়ে যাবেন। এই সিদ্ধান্ত দরিদ্র ও অভাবী শ্রেণীর মানুষদের এক বড় স্বস্তির বিষয় হয়ে দাঁড়িয়েছে যারা বছরের পর বছর শুধুমাত্র ৪০০ টাকায় পেনশনের মাধ্যমে জীবন যাপন করছিলেন।
এই জুলাই থেকেই বাড়বে পেনশন ভাতা
মাননীয়া মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের ঘোষনা অনুযায়ী জুলাই মাস থেকে চালু হচ্ছে বাড়তি পেনশন ভাতা এতে রাজ্যের বহু মানুষ উপকৃত হবে অক্টোবর নভেম্বর মাসেই বিধানসভা নির্বাচন বিহারে, তাই নির্বাচন কমিশন এখনো নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা না করলেও নির্বাচনের জন্য রাজ্যবাসীকে খুশি রাখতে এমন সিদ্ধান্ত নিয়ে খুশি হয়েছেন নীতিশ কুমার। সিদ্ধান্তটা রাজনৈতিকভাবে অতি গুরুত্ব পূর্ণ বিরোধীরা এই সিদ্ধান্তকে নির্বাচনীয় স্টার্ট বলেছেন।