একলা জুলাই থেকে হতে চলেছে বড় বদল! ট্রেনের টিকিট বুকিং থেকে গ্যাসের দাম সবকিছুই।

একলা জুলাই থেকে গ্যাসের দাম টেনটিকিট বুকিং এবং আদার প্যান কার্ডের লিংক সহ সমস্ত কিছুই নিয়ম বদলাতে চলেছি।এই নতুন নিয়মে সাধারন মানুষের সরাসরি প্রভাব  ফেলবে। জুন মাসের শেষে অর্থাৎ একলা জুলাই থেকে নিয়ম বদলাতে চলেছে এতে একাধিক পরিবর্তন ঘটবে। যার ফলে মধ্যবিত্ত মানুষের কাছে খুব কষ্টকর হয়ে উঠবে।

এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম: প্রতিমাসের পহেলা তারিখে বাড়ির রান্নাঘর ও বাণিজ্যিক গ্যাস দাম বড় বদল হতে চলেছে। সেই অনুযায়ী এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি পেতে পারে। এতে সাধারণ মানুষের পকেটের ওপর প্রভাব পড়বে।আপনি যদি প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড তৈরি করতে চান তাহলে একলা জুলাই থেকে ২০২৫ থেকে আপনার কাছে আধার কার্ড থাকা বাধ্যতামূলক হবে । আধার ছাড়া নতুন প্যান কার্ড ইস্যু করা হবে না। এবং যাদের আদায়ের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করা হয়নি এখনো তাদের অবশ্যই একুশে ডিসেম্বর ২০২৫ এই তারিখের মধ্যে বাধ্যতামূলকভাবে লিংক করাতে হবে। 
Untitled design 6
গ্যাসের দাম
রেলওয়ে টিকিটের নতুন কার্যকারী নিয়ম:একলা জুলাই থেকে রেলের টিকিট বুকিং এবং ভাড়া সবকিছুই পরিবর্তন হতে চলেছে। এখন থেকে এসি এবং নন এসি টিকিট উভয়ই শ্রেণীর জন্য সামান্য দাম বাড়ানো হলো। এসি ক্লাসের জন্য প্রতি কিলোমিটারে ২ পয়সা এবং নন এসি ক্লাসের জন্য প্রতি কিলোমিটারে এক টাকা বাড়ানো হয়েছে। IRCTC থেকে তৎকাল টিকিটের বুকিং এর জন্য আধার কার্ড লিঙ্ক বাধ্যতামূলক হয়েছে, ওটিপি(OTP) বাধ্যতামূলক। এছাড়া ১৫ জুলাই থেকে ট্রেনের টিকিট বুকিং করার সময় ওটিপি নাম্বার না দিলে টিকিট বুকিং সম্পূর্ণ হবে না। একটি নিয়ম হল এখন থেকে রেলওয়ে এজেন্ট ট্রাক তৎকাল টিকিট বুকিং করার সময় ৩০ মিনিট পর্যন্ত কোন খুবই করতে পারবেনা। 

আরো ও পড়ুন:কিভাবে পাবেন নতুন ডিজিটাল প্যান কার্ড 2.0 ?

ICICIব্যাংকের ক্ষেত্রেএটিএম থেকে টাকা তোলার সময় অতিরিক্ত চার্জ নেওয়া হবে । আপনি যদি মেট্রো শহরে বসবাস করেন তাহলে আপনাকে পাঁচবার ছাড় দেয়া হবে এবং আপনি যদি নন মেট্রো শহরে বসবাস করেন তাহলে আপনাকে তিনবার ছাড় দেয়া হবে এর থেকে বেশি যদি আপনি টাকা তুলেন বা লেনদেন করেন তাহলে আপনার কাছ থেকে অতিরিক্ত চার্জ হিসেবে ২৩ টাকা ধার্য করা হবে। 

HDFCব্যাংকের ক্ষেত্রে আপনার ক্রেডিট কার্ডেরঅতিরিক্ত এক শতাংশ চার্জ নেয়া হবে যদি আপনি কোন তৃতীয় পক্ষের অ্যাপ থেকে বিল পেমেন্ট করেন। যেমন ফোনপে, গুগলকে, পেটিএম ইত্যাদি অ্যাপ থেকে বিল প্রতিশোধ করলে আপনার কাছ থেকে অতিরিক্ত এক শতাংশ চার্জ নেয়া হবে।

SBI ক্রেডিট কার্ড ক্ষেত্রে ৫০০০০ টাকার বেশি লেনদেন করলে আপনার কাছ থেকে অতিরিক্ত এক শতাংশ চার্জ কার্য করা হবে স্টেট ব্যাংকঅফ ইন্ডিয়া। এছাড়াও এসবিআই ক্রেডিট কার্ডের সুরক্ষিত লেনদেন অর্থাৎ বাইরের দেশে কেনেন তাহলে আপনার কাছ থেকে 3.7 শতাংশ বল ধার্য করা হবে।