PMGKY: ভারতের সমগ্র মানুষদের প্রতি মাসে খাদ্য সুরক্ষা দিতে ভারতের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্য যোজনা চালু করেন এই প্রকল্পের সাহায্যে গরিব মানুষদের চিহ্নিত করে তাদের প্রতি মাসে 5 কেজি চাল গম এবং মাসিক একাধিক খাদ্যশস্য জিনিসপত্র সরবরাহ করবে কেন্দ্র সরকার। গরীব দরিদ্র পরিবারগুলোকে খাদ্য সুরক্ষা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোভিদ ১৯ সময় থেকে এই প্রকল্পটি চালু করে।
PMGKAY প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্য যোজনা
গোটা বিশ্বের মধ্যে অন্যতম জনবহুল শেষ হলো ভারত বর্ষ আর এই দেশের মধ্যে রয়েছে বিপুল সংখ্যক দরিদ্র মানুষের বাস। এই সমস্ত মানুষদের খাদ্য সুরক্ষা দেবার জন্য চালু করা হয় মূলত এই প্রকল্প বর্তমানে মোট ৮১ কোটি মানুষেরা এই প্রকল্পের আওতায় রয়েছে এবং সুবিধা উপভোগ করছেন। যে সমস্ত মানুষদের অন্তর্দায় অন্য যোজনা (AAY) রেশন কার্ড রয়েছে, তারা প্রতি মাসে পেয়ে যাবেন পাঁচ কিলো চাল ও গম, আর এই সুবিধা প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী মিলবে ২০২৯ সাল পর্যন্ত ।
এই প্রকল্পের সুযোগ সুবিধা পাবেন। PMGKAY প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্য যোজনার শর্তগুলি কি কি ?
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পটি চালু করেন ২০২০ সালের কোভিড 19 মহামারীর সময় সমাজের দরিদ্র পীড়িত গরিব স্তরের মানুষগুলিকে প্রতি মাসে পাঁচ কিলো চাল ৫ কিলো ডাল খাদ্যশস্য সরবরাহ করে তাদের জীবন যাপন সরল করার লক্ষ্যে এই প্রকল্পটি চালু করেন তবে এই প্রকল্পটি সবার জন্য নয় প্রকল্পটি জন্য প্রধানমন্ত্রী যে সমস্ত শর্ত আরোপ করেছে আপনারা যদি এর অন্তর্গত হয়ে থাকেন তবে আপনারা এই প্রকল্পের সুযোগ-সুবিধা পেয়ে যাবেন সেগুলোই নিম্নে আলোচনা করা হলো-
- আবেদনকারী কিন্তু ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা হতে হবে
- আবেদনকারীর কাছে অবশ্যই কিন্তু অন্তদায় অন্য যোজনা AAY রেশন কার্ড থাকতে হবে
- গ্রামীন এলাকার দরিদ্রতম পরিবার যেমন ভূমিহীন কৃষিশ্রমিক, প্রান্তীয় কৃষক, গ্রামীন কারিগর, দিনমজুর জুতোর তাতী কামার বিশেষ সঙ্গে যুক্ত মানুষেরা এই প্রকল্পে সঙ্গে যুক্ত হতে পারবেন।
- শহরে বসবাসকারী মানুষের মধ্যে যেমন বস্তিবাসী দিনমজুর পুলিশ রিকশাচালক ফুল বিক্রেতা ছেঁড়া কাপড় কুড়ানো যারা মুচি দুস্থ এই ধরনের পেশার সাথে যুক্ত মানুষেরা এই প্রকল্পের সুবিধা পাবেন।
- জাতীয় খাদ্য সুরক্ষা (NFSA) 2013 এর অন্তর্ভুক্ত যোগ্য পরিবারগুলি এই প্রকল্পে সুযোগ-সুবিধা পেয়ে যাবেন।
PMGKAY প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্য যোজনা প্রকল্পে আবেদন পদ্ধতিঃ
যে সমস্ত পরিবারগুলি ইতিমধ্যে ন্যাশনাল খাদ্য সুরক্ষা অর্থাৎ NFSA রেশন কার্ড রয়েছে তাদের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্য যোজনা মূল্যে রেসন পেতে আলাদাভাবে কোন প্রকার আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ আপনাদের কাছে যদি অন্নপূর্ণা অন্য যোজনা ও PHH রেশন কার্ড থেকে থাকে তবে কি কোন ভাবে আলাদা করে প্রমাণ দেখানোর প্রয়োজন নেই। আপনি সরাসরি এই সুবিধা পেয়ে যাবেন। যদি আপনার এবং আপনার পরিবারের কাছে বৌদ্ধ রেশন কার্ড না থাকে তবে শীঘ্রই রেশন কার্ডের জন্য আবেদন করুন।