Aikyashree Scholarship 2025: লঘুসংখ্যাদের উন্নয়ন ও অর্থনিগম ঐকশ্রী স্কলারশিপ রাজ্যের যে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ মুসলিম খৃষ্টান বৌদ্ধ শিখ যৌন পারশি মেধাবী ছাত্র-ছাত্রী রয়েছে তাদের এই ধরনের স্কলারশিপ দিয়ে থাকে। এই আর্থিক সহায়তা স্কলারশিপের মেন উদ্দেশ্য হল উচ্চ শিক্ষায় উৎসাহিত করা লোকো সংখ্যক ছাত্রছাত্রীদের সেইসঙ্গে পড়াশোনার খরচ ও বই টিউশন ফ্রি ইত্যাদি যাতে নিজেরাই সামলাতে পারে এজন্য বেশ কিছু মেধা তালিকা কালেক্ট করে এই স্কলারশিপ দেওয়া হয়।
Aikyashree Scholarship 2025 ঐকশ্রী স্কলারশিপ আবেদন করতে হলে কি কি যোগ্যতা প্রয়োজন হয় ?
আপনারা যদি সংখ্যালঘু অন্তর্গত হয়ে থাকে তবে আপনাদের এই স্কলারশিপ দেয়া হবে এর জন্য নিচে দেওয়া বেশ কিছু শর্তাবলী প্রয়োজন-
- আবেদনকারী কি অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে
- সংখ্যালঘু কমিউনিটির অন্তর্গত হতে হবে
- আবেদনকারীর পরিবারের বার্ষিক আয়। দুই লক্ষ টাকার নিচে থাকতে হবে
- আবেদনকারীর পরিবারে কেউ সরকারি চাকরি থাকলে আবেদন করা যাবে না।
ঐকশ্রী স্কলারশিপ কয় প্রকারের ?
সাধারণত এই স্কলারশিপ দুই ধরনের হয়ে থাকে-
১) প্রি-ম্যাট্রিক স্কলারশিপঃ এটি মূলত দ্বিতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত এই স্কলারশিপ প্রদান করা হয়
২) পোষ্ট মেট্রিক স্কলারশিপঃ মূলত এই স্কলারশিপ উচ্চশিক্ষার ছাত্রছাত্রীদের দেয়া হয়ে থাকে যেমন একাদশ শ্রেণী থেকে স্নাতকোত্তর স্তর পর্যন্ত এই স্কলারশিপ দেয়া হয়ে থাকে এই পোস্ট ম্যাট্রিক্স স্কলারশিপ দুই ধরনের একটি হল ঐকশ্রী স্কলারশিপ যেটি পূর্ব গতি পরীক্ষার পার্সেন্টেজ ৬০ শতাংশ এর কম নম্বর পাওয়া ছাত্রছাত্রীদের জন্য। অপর স্কলারশিপটি হল স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলার্শিপ। যারা ষাট শতাংশ বা তার বেশি শতাংশ নাম্বার নিয়ে উত্তীর্ণ হয়েছে তারা আবেদন করতে পারবে।
কিভাবে আবেদন করবেন ?
আবেদন করার জন্য আবেদনকারী কে অনলাইন অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে সেখানে গিয়ে একটা রেজিস্ট্রেশন করে ইউসার আইডি তৈরি করতে হবে তারপর আপনাদের যাবতীয় তথ্য সেখানে সাবমিট করে আবেদন করে ফেলতে পারবেন।
স্কলারশিপের নাম | Aikyashree Scholarship ঐকশ্রী |
আবেদনের শর্ত | শতাংশ বা তার বেশি নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে হবে |
আবেদন শুরুর তারিখ | অলরেডি শুরু হয়ে গিয়েছে |
আবেদনের শেষ তারিখ | ৩১ আগস্ট ২০২৫ |
অফিসিয়াল ওয়েবসাইট | https://www.wbmdfc.org/ |