হঠাৎই সোনার দাম কমে গেল আর এর দাম কমের সঙ্গে সঙ্গেই ক্রেতাদের স্বর্ণ কেনার আগ্রহ বেড়ে গেল দ্বিগুণ তবে জেনে নেয়া যাক এখন এক গ্রাম সোনার দাম কত ?
চলিতে সপ্তাহে বেশ অনেকটাই দাম ছিল সোনার যার জন্য কে তাদের কাছে সোনার গহনা কেনা দুষ্কর ব্যাপার হয়ে উঠছিল, শনিবার এক ধাক্কায় সোনার দাম কমে গেছে। এতে স্বর্ণ ব্যবসায়ীদের একটু কষ্ট হলেও ক্রেতাদের কাছে তা খুশির খবর। এছাড়াও বিশেষজ্ঞদের কাছ থেকে জানা যায় যে স্বর্ণের দাম ইতিমধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠে গেছিল যার ফলে বিক্রয় করা সাধ্যের বাইরে হয়ে যাচ্ছিল ।এখন সকলে মনে একটাই প্রশ্ন হয়ে উঠছিল যে এই সোনালী ধাতু ক্রয় করার সময় না বিক্রয় করার সময়। কিন্তু বাঙ্গালীদের মধ্যে সোনার দাম বাড়ু বা কমুক এর বা কৌতূহলথেকেই যায়। কিন্তু শনিবার থেকে সোনার দাম এক ধাক্কায় অনেকটাই গেছে ।
সোনার দাম এত পরিমাণে বেড়ে গেছিল যে গরিব মানুষের কাছে সোনা(সোনালী ধাতু) কেনা। সাধ্যের বাইরে হয়ে উঠেছিল। শুধু সোনালী ধাতুই নয় রূপালী ধাতুর দাম প্রায় বেড়েই এক লাখের ওপরে উঠে গেছে ।
তবে এখন একটু সুযোগ সোনার দাম কম থাকায় কে তাদের কাছেই শোনা যাচ্ছে যে চলিত বছরে এক লাখের উপরে স্বর্ণের দাম উঠে যাবে। এখন সোনার গয়না, কিনতে গেলে আকাশছোঁয়া দাম দাম শুনলেই ক্রেতাদের মাথায় হাত পড়ছে। এদিকে স্বর্ণ গুলি যারা বিক্রি করছে তাদের কাছে এটা হতে পারে সেরা সময়।
রবিবার ২৯ শে জুন 2025 সোনার দাম হল: ২২ ক্যারেট সোনার এক গ্রামের মূল্য হল ৯০৬৫ টাকা। এবং ১৮ ক্যারেট স্বর্ণের মূল্য হল ৭৪৪০ টাকা।
রবিবার ২৯ শে জুন 2025 রুপোর দাম হল:১ কেজি রুপোর দাম হলো ১০৬০৬৬ টাকা। এছাড়াও সোনা বা রুপো কেনার সঙ্গে এক্সটা আপনাকে জিএসটি দিয়ে তিন শতাংশ কয় টাকা যুক্ত করে ক্রয় করতে হবে।
আরোও পড়ুন:JMS Merit Scholarship 2025: স্কলারশিপে আবেদন করলেই পেয়ে যাবেন ১২০০০ টাকা
এখন সোনা কেনায় প্রচুর চিন্তা করে কিনতে হচ্ছে, যেভাবে স্বর্ণের দাম( রুপালি ধাতু ও সোনালী ধাতু) ওটা নামা হচ্ছে ,এর ফলে সোনা কেনা দুষ্কার ব্যাপার হয়ে উঠছে একটি নির্দিষ্ট দাম কারোর পক্ষেই সোনা কেন দুষ্কার ব্যাপার হয়ে ওঠে। এর ফলে স্বর্ণকার যেসব কারিগর আছে তাদের মাথায় হাত পড়ছে। কেননা সোনার দাম স্থির না থাকায় ক্রেতারা কোন কিছু কিনতে আসছে না এতে অর্ডার ঠিকঠাক করছে না দোকানদারের কাছে।, যার ফলে স্বর্ণ কারিগররা বসে বসে দিন কাটাচ্ছে। তবে যে হারে শুনলেই দাম বেড়ে গেছিল এক ধাক্কায় শনিবার ২৮ জুন তার দাম পড়ে গেছে। এতে সবার মুখে হাসি ফুটেছে ।