RRB Recruitment Board 2025ঃ ভারতীয় রেলওয়ে তরফ থেকে আবার বেশ কিছু শূন্য পদ নিয়ে একটি দুর্দান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত করল। রেলের বিভিন্ন কাজের জন্য টেকনিশিয়ান পদে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করা হবে। এইবারেও ৬২৩৮ টি শূন্যপদে টেকনিশিয়ান গ্রেড ১, সিগনাল এবং টেকনিশিয়ান গ্রেড ৩ কর্মী নিয়োগ করা হবে। ইচ্ছুক ব্যক্তিরা চাইলে ইতিমধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন অনলাইন আবেদন ইতিমধ্যে স্টার্ট হয়ে গিয়েছে।
RRB Recruitment Board 2025
পদের নামঃ টেকনিশিয়ান গ্রেড ১, সিগনাল এবং টেকনিশিয়ান গ্রেড ৩
মোট শূন্যপদঃ ৬২৩৮
পদ অনুসারে বেতন পরিকাঠামোঃ কেন্দ্রীয় সরকারের এই দুটি চাকরি প্রার্থীর কেন্দ্রীয় সরকারের সপ্তম পে কমিশন লেভেল অনুসারে বেতন পাবেন।
- টেকনিশিয়ান গ্রেড 1– ২৯ হাজার ২০০ টাকা
- টেকনিশিয়ান গ্রেড 3– ১৯৯০০ টাকা
আবেদনের বয়সসীমা: অন্যান্য চাকরির মতোই এখানে ১৮ থেকে ৩৩ বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন এছাড়াও আপনারা যদি কাস্ট ক্যাটাগরির অন্তর্ভুক্ত হয়ে থাকেন তাহলে আপনারা সরকারি নিয়ম অনুযায়ী আপনাদের বয়সের ছাড় পেয়ে যাবেন।
শিক্ষাগত যোগ্যতাঃ আপনারা যদি মাধ্যমিক পাস থাকেন সেই সঙ্গে আইটিআই করা থাকে তাহলে আপনারা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন টেকনিশিয়ান গ্রেড ১১১ ওদের জন্য আপনাদেরকে পদার্থবিদ্যা এবং গণিত সহ মাধ্যমিক । টেকনিশিয়ান গ্রেড 1 এই পদে আবেদন করবেন তাদের পদার্থবিদ্যা ইলেকট্রনিক কম্পিউটার সাইন্স অথবা ইন্সট্রুমেন্ট ইত্যাদি বিষয় নিয়ে স্নাতকোত্তর ডিগ্রী পাস থাকতে হবে।
নিয়োগ পদ্ধতিঃ যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করেই এখানে প্রার্থীকে বাছাই করা হবে এক্ষেত্রে চাকরি-বাত্রীর যোগ্যতা ওপর একটি কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেয়া হবে তারপর একটা ইন্টারভিউ নেয়া হবে। সবশেষে রেলওয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন মেডিকেল তারপর জয়নিং।
আবেদন পদ্ধতিঃ প্রতিটি চাকরিপ্রার্থীকে অনলাইনের মাধ্যমে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আবেদন করতে হবে। অলরেডি শুরু হয়ে গিয়েছে আপনাদেরকে আবেদনের শেষ তারিখ জানিয়ে দিচ্ছি ২৮ শে জুলাই ২০২৫ এই তারিখের মধ্যে আপনাকে এখানে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
নিয়োগ কারী সংস্থা | RRB Recruitment Board 2025 |
পদের নামঃ | টেকনিশিয়ান গ্রেড ১, সিগনাল এবং টেকনিশিয়ান গ্রেড ৩ |
মোট শূন্যপদঃ | ৬২৩৮ |
শিক্ষাগত যোগ্যতাঃ | মাধ্যমিক পাস থাকেন সেই সঙ্গে আইটিআই |
অফিসিয়াল নোটিফিকেশন | Download |