রাজের বেকার যুবক যুবতীদের আর্থিকভাবে সহায়তা করার জন্য রাজ্য সরকারের তরফে বিভিন্ন প্রকার প্রকল্প লঞ্চ করা হয়েছে, আর এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে অন্যতম উল্লেখযোগ্য একটি প্রকল্প হল যুবশ্রী প্রকল্প। ২০১৩ সালে রাজ্য সরকারের তরফ থেকে এই প্রকল্পটি চালু করা হলে তার নাম রাখা হয়েছিল উৎসাহ প্রকল্প, কিন্তু পরবর্তীতে এই প্রকল্পের নাম পরিবর্তন করে রাখা হয় যুবশ্রী প্রকল্প।
তবে সময়ের সাথে শুধু যে নামের ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে তা নয়, এই প্রকল্পে আবেদনের ক্ষেত্রেও বেশ কতগুলি নিয়ম নীতি জারি করা হয়েছে। আর আজকের এই প্রতিবেদনে আমরা এই যুবশ্রী প্রকল্পের আবেদনের পদ্ধতি সহ এই প্রকল্পে আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় যোগ্যতা এবং এই প্রকল্পের আওতায় কত টাকা অনুদান দেওয়া হয়ে থাকে তা সংক্রান্ত অন্যান্য তথ্য নিয়ে আলোচনা করবো।
যুবশ্রী প্রকল্পের আওতায় আবেদনের ক্ষেত্রে আবশ্যক যোগ্যতা:-
১. পশ্চিমবঙ্গে বসবাসকারী ১৮ থেকে ৪০ বছর বয়সী যেকোনো বেকার যুবক-যুবতীই এই যুবশ্রী প্রকল্পের আওতায় আবেদন জানাতে পারবেন।
২. নূন্যতম অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হলেই এই প্রকল্পের আওতায় আবেদন করা সম্ভব। যদিও যারা বিভিন্ন স্কুল বা মাদ্রাসার ভোকাল ট্রেনিং সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়েছেন বা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে পাশ করেছেন তারা এক্ষেত্রে বিশেষ গুরুত্ব পেয়ে থাকেন। এছাড়াও পলিটেকনিক কলেজ থেকে যাদের বিশেষ ট্রেনিং নেওয়া আছে এমন আবেদনকারীদেরও এই প্রকল্পের আওতায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়ে থাকে।
৩. যেসমস্ত বেকার যুবক-যুবতীদের নাম এমপ্লয়মেন্ট ব্যাংকের আওতায় রয়েছে তারাই কেবলমাত্র এই প্রকল্পের অধীনে আবেদন জানাতে পারবে।
৪. আবেদনকারী যুবক ও যুবতী যদি রাজ্য সরকারের কাছ থেকে কোনোরকম ঋণ গ্রহণ করে থাকে তবে এই প্রকল্পের আওতায় আবেদন জানানো যাবে না।
৫. একটি পরিবার থেকে কেবলমাত্র একজন যুবক বা যুবতীই এই প্রকল্পের আওতায় আবেদন জানাতে পারবেন।
আবেদনের প্রক্রিয়া:-
যুবশ্রী প্রকল্পের আওতায় আবেদনের ক্ষেত্রে আপনাকে প্রথমেই এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট https://employmentbankwb.gov.in/yuvasree.php -এ যেতে হবে। এরপর হোম পেজে থাকা অপশনগুলির মধ্যে থেকে Job Seeker অপশনে ক্লিক করুন এবং আপনার সামনে যে পেজটি আসবে তাতে Terms and Conditions -এর চেকবক্সে ক্লিক করে Accept and Continue অপশনে ক্লিক করুন। পরবর্তীতে আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনার নাম, পিতা-মাতার নাম, বৈবাহিক স্থিতি, জন্মের তারিখ, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, ভাষা, কাজের অভিজ্ঞতা সহ অন্যান্য তথ্যগুলি সঠিকভাবে পূরণ করে চেকবক্সে ক্লিক করে Submit অপশনে ক্লিক করতে হবে। এরপর আবেদনের ক্ষেত্রে অবশ্য ডকুমেন্টস গুলি আপলোড করলেই আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন হবে।
আরও খবর পড়ুন:- আম গাছপাকা না কার্বাইডে পাকানো বুঝে নিন সহজ পদ্ধতিতে
আবেদনের ক্ষেত্রে আবশ্যক ডকুমেন্ট:-
১. নাম এবং জন্ম তারিখের প্রমাণপত্র
২. বাসস্থানের প্রমাণ পত্র
৩. কাস্ট সার্টিফিকেট
৪. শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
৫. আবদানকারী যদি বিশেষভাবে সক্ষম হয়ে থাকেন তবে তার প্রমাণপত্র।
অনুদান:- এই প্রকল্পের আওতাধীন ব্যক্তিদের প্রতি মাসে ১৫০০ টাকার অনুদান প্রদান করা হয়ে থাকে।