jio recharge offers: জিওর নতুন প্ল্যান এবার বাজার কাপাতে এল সস্তায় | প্রতিদিন ২ জিবি ডাটা ও কলিং সুবিধা পেয়ে যাবেন এই প্লানে

jio recharge offers: বর্তমান ভারতের বাজারে এয়ারটেল ও জিও একের পর এক রিচার্জ প্ল্যান নিয়ে একে অপরকে টক্কর দিচ্ছে এরই মধ্যে রিলায়েন্সের কর্ণধর মুকেশ আম্বানি এমন একটি রিচার্জ প্ল্যান নিয়ে এলো এখানে আপনারা সস্তাতেও রিচার্জ করতে পারবেন অসুবিধাও রয়েছে ভরপুর। আপনারা যদি এমন একটা রিচার্জ প্ল্যান খুঁজছেন যেখানে OTT সাবস্ক্রিপশন, তুই কল ও ডেটা সবকিছুই মিলবে এই অফারটি আপনার জন্য হতে পারে সোনায় সোহাগা।

jio recharge offers কোন এমন প্ল্যান যেখানে রয়েছে এই ধরনের সুবিধা গুলি ?

জিওর এই নতুন প্ল্যানটির দাম মাত্র ১০২৯ টাকা, কি একটিভ রয়েছে বর্তমান জিও অ্যাপ বা ওয়েবসাইট থেকে রিচার্জ করতে পারলে। আপনাদেরকে মিলবে ৮৪ দিনের ভ্যালিডিটি এবং মোট ইন্টারনেট খরচের ডেটা পাবেন ১৬৮ GB অর্থাৎ এই প্ল্যানে আপনারা প্রতিদিন ২ জিবি হাই স্পিড ডেটা ব্যবহারের সুবিধা পেয়ে যাবেন। 

এর সাথে আপনারা পাবেন যে কোন নেটওয়ার্কের আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা প্রতিদিন ১০০ টি করে এসএমএস করার সুবিধা পাওয়া যাবে এই প্লেনে এমনকি দৈনিক ডাটা শেষ হয়ে গেলেও আপনাদের সর্বনিম্ন নেটের স্পিড থাকবে 64KBPS 5g ইন্টারনেটের সুবিধা রয়েছে এই প্ল্যানটিতে। 

সাথে রয়েছে বিনোদনের প্যাকেজ ?

এই প্ল্যানটিতে শুধুমাত্র কল ও ডাটা নয় বরঞ্চ রয়েছে OTT টিপসানের বড়সড়ো চমক প্রথমত amazon prime lite এর সাবস্ক্রিপশন দেয়া হচ্ছে আর এই সাবসক্রিপশনের মাধ্যমে amazon prime ভিডিও কনটেন্ট দেখতে পারবেন একেবারে HD (720P) কোয়ালিটিতে।

এর সঙ্গে রয়েছে জিও সিনেমা ও জিও টিভির ৯০ দিনের এক্সেস যেখানে আপনারা ফ্রিতে সমস্ত কিছুই দেখতে পারবেন এর মধ্যে মোবাইল টিভি জিও অ্যাপ লাইভ টিভি দেখার একমাত্র ফ্রি সুযোগ দিচ্ছে। 50GB JioAICloud Storage এর সুবিধা রয়েছে যেখানে আপনারা প্রয়োজনীয় ফাইল ফটো নিশ্চিন্তে সংরক্ষিত করে রাখতে পারবেন।

কাদের জন্য এই প্ল্যানটি ভালো ?

আসলে যারা প্রতিদিন ott যাদের জন্য বেশি পরিমাণ ডাটা প্রয়োজন হয়। এবং যারা ফাইভ-জি ইন্টারনেট উপভোগ করতে চাই তাদের জন্য এটি সেরা বিকল্প একটি প্ল্যান, আপনারা যদি স্বল্প বাজেটে ভরপুর সুবিধা উপভোগ করতে চান তবে আপনাদের জন্য এই প্ল্যানটি ভালো।