অনলাইন শপিং এ বিশেষ ছাড় পেতে আজই আবেদন করুন Flipkart axis Bank Credit Card এ। জেনে নিন আবেদন পদ্ধতি।

বর্তমান সময়ে ফ্লিপকার্ট, অ্যামাজনের মতো অ্যাপগুলির দৌলতে জামাকাপড়, ইলেকট্রনিক্স এমনকি নানা ধরনের প্যাকেজড খাবার পর্যন্ত সাধারণ মানুষের হাতের মুঠোয় এসে গিয়েছে। আর যেকোনো কিছু কেনাকাটার ক্ষেত্রে ক্রেতা ক্যাশব্যাক হোক কিংবা ছাড় অথবা গিফট ভাউচারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। যদিও ফ্লিপকার্ট এর ক্ষেত্রে ছাড় কিংবা ক্যাশব্যাক পাওয়ার জন্য নানারকম শর্তাবলী থাকে, আর এর মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হল অ্যাক্সিস ব্যাংকের ফ্লিপকার্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে Flipkart -এর বিভিন্ন প্রকার কেনা কাটায় ৫% পর্যন্ত ক্যাশব্যাক। কিন্তু এক্ষেত্রে যে প্রশ্নটি রয়ে যায় তা হল, Flipkart axis Bank Credit Card এর জন্য অ্যাপ্লাই করা যায় কিভাবে? আর তাই আমরা Flipkart অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের জন্য আবেদনের পদ্ধতি নিয়ে আলোচনা করবো।

ফ্লিপকার্ট axis Bank ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনাকে প্রথমে Axis Bank -এর অফিসিয়াল ওয়েবসাইট Apply for Credit Card Online & Get Instant Approval -এ যেতে হবে এবং এরপর স্কিনে থাকা Apply Now অপশনে ক্লিক করতে হবে পূর্বোক্ত লিংকে ক্লিক করে অ্যাক্সিস ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছোলে আপনার সামনে প্রথম যে প্রশ্নটি আসবে তা হলো Are you an existing Axis Bank customer? এক্ষেত্রে আপনার যদি অ্যাক্সিস ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তবে Yes অপশনে ক্লিক করুন। আর যদি না থেকে থাকে তবে No অপশনে ক্লিক করুন।

অ্যাক্সিস ব্যাংকে যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে তবে আপনি আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর অথবা কাস্টমার আইডি, প্যান কার্ড নম্বর, বার্ষিক উপার্জন সঠিকভাবে লিখে ক্যাপচা কোডটি পূরণ করলেই লগইন করতে পারবেন। পরবর্তীতে প্রয়োজনীয় তথ্য পূরণ করে ভিডিও কেওয়াইসি ভেরিফিকেশন -এর প্রক্রিয়াটি সম্পন্ন করলেই আপনি অ্যাক্সিস ব্যাংকের ফ্লিপকার্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন জানাতে পারবেন।

আরও খবর পড়ুন:- যুবশ্রী প্রকল্পে আবেদন করলেই প্রতি মাসে পাওয়া যাবে 1500 টাকা, জেনে নিন আবেদনের পদ্ধতি।

অন্যদিকে, আপনার যদি অ্যাক্সিস ব্যাঙ্কের অ্যাকাউন্ট না থেকে থাকে তবে আপনাকে আপনার প্যান নম্বর, বার্ষিক ইনকাম, মোবাইল নম্বর, পিন কোড সঠিকভাবে লিখে ক্যাপচা কোড পূরণ করে Next অপশনে ক্লিক করতে হবে। পূর্বোক্ত অপশনে ক্লিক করলে আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনার নাম, আপনার মাতা – পিতার নাম, আপনার বয়স, স্বামী অথবা স্ত্রীর নাম, অ্যাড্রেস এবং ইমেইল আইডি সহ অন্যান্য তথ্যগুলি সঠিকভাবে পূরণ করে নিতে হবে। সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে পেজটির একেবারে নিচের দিকে থাকা Update অপশনে ক্লিক করতে হবে। পরবর্তীতে যে পেজটি আসবে তাতে আপনি কোন ঠিকানায় ক্রেডিট কার্ডটি রিসিভ করতে চান সেই ঠিকানা সঠিকভাবে উল্লেখ করতে হবে এবং ব্যাংকের টার্ম অ্যান্ড কন্ডিশনস Accept করে চেকবক্সে ক্লিক করে Next অপশনে ক্লিক করতে হবে।

পরবর্তীতে আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনি পেশাগতভাবে কোন ক্ষেত্রে নিযুক্ত তা সিলেক্ট করে নিয়ে আপনার পেশাগত দিকের সম্পূর্ণ তথ্য প্রদান করতে হবে। সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করা হলে আপনার সামনে অনেকগুলি কার্ডের অপশন আসবে তার মধ্যে থেকে আপনাকে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড অপশনটি নির্বাচন করে নিতে হবে এবং নেক্সট অপশনে ক্লিক করতে হবে। সবশেষে আপনার রেজিস্টার্ড নম্বরে একটি OTP আসবে সেই OTP টি সঠিকভাবে প্রদান করে SUBMIT অপশনে ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশনের প্রক্রিয়াটি সম্পন্ন হবে। অ্যাপ্লিকেশনের প্রক্রিয়াটি সম্পন্ন হলেই আপনাকে একটি Reference Code দেওয়া হবে এই কোডটি কপি করে রাখুন অথবা স্ক্রীনশট নিয়ে রাখুন, পরবর্তীতে এটি আপনার প্রয়োজন হবে।

এরপর সমস্ত তথ্য ভেরিফিকেশনের প্রক্রিয়াটি সম্পন্ন হলে আপনার কাছে একটি মেসেজ আসবে যাতে একটি লিংক থাকবে। এই লিংকে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য প্রদান করার মাধ্যমে আপনি ভিডিও কেওয়াইসির প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। কেওয়াইসি ভেরিফিকেশনে প্রক্রিয়াটি সম্পন্ন হলে আপনার ভার্চুয়াল কার্ড অ্যাপ্রুভ করে দেওয়া হবে এবং Axis ব্যাংকের অফিশিয়াল অ্যাপের মাধ্যমে আপনি ওই কার্ডটি ব্যবহার করতে পারবেন। সাধারণত KYC ভেরিফিকেশনে পাঁচ থেকে সাত দিনের মধ্যে গ্রাহকের ঠিকানায় Flipkart axis Bank Credit Card টি পাঠিয়ে দেওয়া হয়ে থাকে।

যদিও অ্যাক্সিস ব্যাংকের অন্যান্য ধরনের ক্রেডিট কার্ড রয়েছে কিন্তু ফ্লিপকার্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে একদিকে যেমন আপনি ফ্লিপকার্ট থেকে বিভিন্ন ধরনের জিনিস কেনার ক্ষেত্রে ছাড় পাবেন, অন্যদিকে ঠিক তেমনভাবেই জয়েনিং -এর জন্য axis ব্যাঙ্ক এবং Flipkart -এর তরফ থেকে গিফট ভাউচার পেয়ে যাবেন। সুতরাং, ফ্লিপকার্ট থেকে যেকোনো রকমের কেনাকাটার ক্ষেত্রে বিশেষ ছাড় পাওয়ার জন্য অবশ্যই Axis ব্যাঙ্ক ফ্লিপকার্ট ক্রেডিট কার্ড apply করুন।

Leave a Comment