ভারতের সড়ক ব্যবস্থা এবং টোল ট্যাক্স সংক্রান্ত নিয়মের ক্ষেত্রে বড় পরিবর্তন আনতে চলেছে ভারতের কেন্দ্রীয় সরকার। আজ্ঞে হ্যাঁ, প্রকাশিত খবরে জানা গিয়েছে যে, এবার থেকে বারংবার টোল ট্যাক্স দেওয়ার দিন শেষ। আগামী দিনে শুধুমাত্র ৩৪০ টাকার বিনিময়ে কোনোরকম অতিরিক্ত চার্জ ছাড়াই বারংবার টোল পাস করতে পারবেন গাড়ি চালকরা। তবে এক্ষেত্রে কারা ৩৪০ টাকার বিনিময়ে এই সুবিধা পাবেন তা নির্ধারণের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কতগুলি শর্ত আরোপ করা হয়েছে। চলুন তবে জেনে নেওয়া যাক ঠিক কোন কোন শর্তের বিনিময়ে গাড়ির চালকরা অন্য কোনোরকম অতিরিক্ত চার্জ ছাড়াই টোল পারাপার করতে পারবেন।
প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি, যে সমস্ত গাড়ির চালকদের বাড়ি টোল প্লাজার খুব কাছাকাছি প্রতিদিন নানাবিধ কাজে বেরোনোর সময় তাদের টোল পারাপার করতে হয় এবং তার ফলে প্রত্যেকদিন টোল ট্যাক্স দিতে দিতে একটি বড় আমানতের অংক শুধুমাত্র যাতায়াতের পিছনে খরচ হয়ে যায়। যার জেরে মাসের শেষে গাড়ি চালকদের হিসাবে টান পড়ছে। আর সাধারণ জনগণের এই সমস্যা সমাধানের জন্যই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই নতুন নীতি নির্ধারণ করা হয়েছে।
কারা ৩৪০ টাকার টোল পাস পাবেন?
কেন্দ্রীয় সরকারের তরকে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে, যে সমস্ত গাড়ি চালকদের বাড়ি একটি নির্দিষ্ট টোল প্লাজার ২০ কিলোমিটারের মধ্যে তারাই কেবলমাত্র ৩৪০ টাকার মাসিক টোল রিচার্জ প্ল্যানটি কিনতে পারবেন। এর পাশাপাশি আরও জানানো হয়েছে যে, গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম বা GNSS দ্বারা ট্র্যাক করা যায় এমন গাড়িগুলির ক্ষেত্রে গাড়ি চালকের বাসস্থানের ২০ কিলোমিটারের মধ্যে থাকা টোল প্লাজা থেকে গাড়ির চালক যদি একবার ৩৪০ টাকা মূল্যের একটি পাস কিনে নেন তবে তার পরবর্তী ১ মাস তিনি যতবার এই টোল প্লাজা দিয়ে যান না কেন তাকে আর কোনরকম অতিরিক্ত ট্যাক্স, চার্জ কিংবা মূল্য দিতে হবে না।
আরও খবর পড়ুন:- উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় রাজ্যের বিভিন্ন আদালতে গ্রুপ সি কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি।
এই পাস পাওয়ার ক্ষেত্রে কি কি শর্ত রয়েছে?
কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, যে ব্যক্তির নামে গাড়িটি রেজিস্টার্ড রয়েছে শুধুমাত্র সেই ব্যক্তিই ৩৪০ টাকার টোল পাসটি ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে ৩৪০ টাকার এই টোল পাসটি পেতে গেলে আবেদনকারীকে নিজের বাসস্থানের প্রমাণপত্র দেখাতে হবে এবং তার ভিত্তিতেই নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে গাড়ির চালককে এই টোল পাসটি দেওয়া হবে।
এর পাশাপাশি আরও জানানো হয়েছে যে, শুধুমাত্র প্রাইভেট গাড়ির চালক রাই এই টোল পাসের সুবিধা পাবেন। তবে যে সমস্ত গাড়িগুলিতে গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম বা GNSS রয়েছে সেই সমস্ত গাড়ি চালকরা এই সুবিধা পাবেন। শুধু তাই নয়, এই সুবিধা পেতে হলে FASTag সিস্টেম থাকা বাধ্যতামূলক। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের তরফে কার্যকরী এই নতুন নিয়ম পারমিটযুক্ত গাড়ির পাশাপাশি প্রাইভেট ফোর-হুইলারের ক্ষেত্রেও প্রযোজ্য।
টোল ট্যাক্সে স্বচ্ছতা আনতে নতুন সিস্টেম জারি করবে কেন্দ্রীয় সরকার:-
টোল প্লাজায় ভিড়, গাড়ির দীর্ঘ লাইন এড়াতে এবং টোল ট্যাক্সে স্বচ্ছতা আনতে আগামী দিনে সম্পূর্ণ দেশজুড়ে জিপিএস ভিত্তিক টোল কালেকশন সিস্টেম চালু করতে উদ্যত কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম বা GPS সিস্টেম ব্যবহার করে গাড়ির গতিবিধি অনুসারে অর্থাৎ একটি গাড়ি জাতীয় সড়কে কতটা দূরত্ব অতিক্রম করছে, তা অনুসারে টোল ধার্য করা হবে।
এর পাশাপাশি আরও জানানো হয়েছে যে, নতুন সিস্টেমে সমস্ত গাড়িতে অন বোর্ড ইউনিট বসানো হবে। এই অন বোর্ড ইউনিটের মাধ্যমে একটি গাড়ি কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে তা নির্ধারণ করা হবে এবং তা অনুসারে গাড়ির মালিকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ডিজিটাল ওয়ালেট থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ অর্থাৎ টোল ট্যাক্স কেটে নেওয়া হবে। প্রাথমিকভাবে ট্রাক এবং বাসের মতো কমার্শিয়াল গাড়িগুলিতে এই জিপিএস ভিত্তিক টোল ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে আগামী দিনে খুব শীঘ্রই প্রাইভেট গাড়িগুলিতেও একই ব্যবস্থা চালু করা হবে, এমনটাই জানানো হয়েছে কেন্দ্র সরকারের তরফে।