নতুন আবেদনকারীরা কবে থেকে লক্ষ্মীর ভান্ডারের অনুদান পাবেন, জেনে নিন এখনই।

পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পগুলির মধ্যে অন্যতম উল্লেখযোগ্য প্রকল্প লক্ষ্মীর ভান্ডার। এই প্রকল্পের আওতায় রাজ্যের গৃহলক্ষ্মীদের প্রতি মাসে ১০০০ টাকা থেকে শুরু করে ১২০০ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হয়ে থাকে অর্থাৎ এই প্রকল্পের আওতাধীন মহিলারা এক বছরে ১২,০০০ টাকা থেকে ১৪,৪০০ টাকার অনুদান পেয়ে থাকেন। মূলত জেনারেল এবং ওবিসি সম্প্রদায়ভুক্ত মহিলাদের প্রতি মাসে ১ হাজার টাকা এবং তপশিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলাদের প্রত্যেক মাসে ১,২০০ টাকার অনুদান প্রদান করা হয়ে থাকে।

কিন্তু ২০২৫ সালের শুরুতেই পশ্চিমবঙ্গ ব্যাপী যে দুয়ারে সরকারের ক্যাম্প আয়োজন করা হয়েছিল তাতে যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডারের আওতায় অনুদানের জন্য আবেদন জানিয়েছিলেন তারা এখনো পর্যন্ত অনুদান পাননি। ফলত, নতুন আবেদনকারীরা কবে থেকে এই প্রকল্পের আওতায় অনুদানের টাকা পাবেন তা জানতে পড়তে হবে আজকের এই প্রতিবেদনটি।

লক্ষ্মীর ভান্ডারের আওতায় কবে অনুদান তা জানার পূর্বে আপনাকে বুঝতে হবে আপনার আবেদনপত্রটি সঠিকভাবে জমা পড়েছে কিনা। আর এই প্রসঙ্গে জানিয়ে রাখি, সাধারণত যে সমস্ত মহিলারা নতুন করে লক্ষ্মীর ভান্ডারের আওতায় আবেদন জানিয়ে থাকেন তাদের আবেদনপত্রটি দুয়ারে সরকারের ক্যাম্পে জমা করার পরই একটি Acknowledgement slip দেওয়া হয়। পরবর্তীতে রাজ্য সরকারের দপ্তরে আবেদনপত্রটির Final Submission করা হলে তার কনফারমেশন রূপে আবেদনকারীর রেজিস্টার্ড মোবাইল নম্বরে মেসেজ পাঠানো হয়ে থাকে।

আরও খবর পড়ুন:- মাত্র ৩৪০ টাকায় টোল পাস সংগ্রহ করলেই বারংবার টোল ট্যাক্স দেওয়ার থেকে মুক্তি।

এছাড়াও আপনি লক্ষ্মীর ভান্ডারের অফিসিয়াল ওয়েবসাইটে এ গিয়ে Track Applicant Status অপশনে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশন নম্বর/স্বাস্থ্যসাথী কার্ড নম্বর/অ্যাপ্লিকেশন আইডি/আধার কার্ড নম্বর সঠিকভাবে পূরণ করে ক্যাপচা কোডের মাধ্যমে আপনার অ্যাপ্লিকেশনটির Final Submission হয়েছে কিনা তা দেখে নিতে পারবেন।

অনুদান না পেলে পুনরায় আবেদন করবার প্রয়োজন আছে কি?
সাধারণত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় একবার আবেদন জানালেই আবেদন সাবমিট হওয়ার পর ভেরিফিকেশনের প্রক্রিয়াটি সম্পন্ন হলে এবং সমস্ত তথ্য ঠিক থাকলে আবেদনকারীরা অনুদান পেয়ে থাকেন, এর জন্য বারংবার আবেদন জানানোর প্রয়োজন হয় না। কিন্তু প্রাথমিকভাবে আবেদনের ক্ষেত্রে কোনো সমস্যা থাকলে বা আবেদনপত্র জমা না হলে অথবা ভেরিফিকেশনের ক্ষেত্রে কোনো সমস্যা হলে দুয়ারে সরকারের ক্যাম্পে কিংবা বিডিও অফিসে এই সমস্যার সমাধান পাওয়া সম্ভব এবং সরকারি কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী পুনরায় আবেদন জানানো যেতে পারে।

লক্ষ্মীর ভান্ডারের অনুদান কবে পাওয়া যাবে?
বিভিন্ন সূত্রের খবরে জানা গিয়েছে যে, নতুন আবেদনকারীরা কবে থেকে অনুদান পাবেন তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। সুতরাং, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে নতুন আবেদনকারীদের অনুদান দেওয়ার বিষয় সংক্রান্ত ঘোষণা করলেই নতুন আবেদনকারীদের অনুদান দেওয়ার প্রক্রিয়াটি শুরু হবে।

Leave a Comment